নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

মা

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৪



বাবা প্রদীপ, এক থাকলে, ভালো-মন্দ খাওয়া যায় না
তাই আলাদা হতে হয়, নইলে উন্নতি হয় না।
মা, মা, কেমন করে আলাদা হতে হয়
বুঝিয়ে বলো না একবার আমায়।
মা, এক থাকলে, ভালো কিছু খেতে পারবো না
মা, আলাদা হলে, খেতে পারবো কেমন করে, বলো মা।
বাবা প্রদীপ, সবাই এক থাকলে, তুমি লুকিয়ে খেতে পারবে না
তাই আলাদা হতে হয়, তখন কেউ তোমাকে দেখতে পাবে না।
মা, কেমন করে, একবার বুঝিয়ে বলো আমায়
মা, আলাদা কেমন করে হতে হয়।
বাবা প্রদীপ, যখন আমরা কথা বলি না
কিংবা যখন আমরা কোন কিছু খাই না।
তখন আমাদের ঠোঁট দুটি একসাথে থাকে
না খেলে কিংবা কথা না বললে।
বাবা প্রদীপ, ঠোঁট দুটি একসাথে থাকলে
তুমি আর পারবে না খেতে কিংবা কথা বলতে।
তুমি আর কতক্ষণ ঠোঁট দুটিকে
একসাথে চেপে রাখবে।
সুযোগ পেলে
ঠোঁট দুটি আলাদা হয়ে যাবে।
মা, কখন ঠোঁট দুটি আলাদা হয়
মা, একবার বলো আমায়।
বাবা প্রদীপ, যখন তোমার মুখের সামনে
ভালো খাবার দেখতে পাবে।
তখন তোমার ঠোঁট দুটি একসাথে না থেকে
আলাদা হতে চাইবে।
ঠোঁট দুটি যখনই আলাদা হয়
তখনই ঠোঁটের মাঝে ফাঁক হয়।
আর তখন মুখে খাবার ঢুকে যায়
খাবার পেয়ে মুখের কতো আনন্দ হয়।
বাবা প্রদীপ, যখন কেউ আলাদা হবে
তখন তার ক্ষুধা বাড়বে।
আলাদা না হলে
ক্ষুধা এক থাকবে।
বাবা প্রদীপ, যখন খেতে পাবে না, তখন এক বলা হয়
যখন তুমি আলাদা কিংবা বিপরীত, তখন খেতে পাবে, একে উন্নতি কয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.