নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

মা

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৮



বাবা প্রদীপ, যার কাছে যা রাখতে দেওয়া হয়
পরে তার কাছ থেকে, তাই বা তার বেশি ফেরৎ পাওয়া যায়।
তাই টাকা ব্যাঙ্কে রাখা হয়
ব্যাঙ্ক সুদ সহ আসল ফেরৎ দেয়।
কন্যা সন্তান পরের ঘরে রাখা হয়
সন্তান সন্ততিসহ কন্যা সন্তান বড় হয়।
বীজ যখনই জমিতে রাখা হয়
বীজ জমিটাকে ফসলে ভরিয়ে দেয়।
মাছ যখনই পুকুরে রাখা হয়
মাছও পুকুরটাকে মাছে ভরিয়ে দেয়।
বাবা প্রদীপ, যার কাছে যা কিছু রাখা হয়
সেও সুদ সমেত সবকিছু ফেরৎ দেয়।
বাবা প্রদীপ, পেটের কাছে যা কিছু রাখা হয়
পেট সেগুলো ফেরৎ না দিয়ে নষ্ট করে দেয়।
বাবা প্রদীপ, যার কাছে যা রাখা হয়
তা যদি ফেরৎ না পাই।
আমরা তখন বিচারকের কাছে যাই
বিচারক তখন তাকে সাজা দেয়।
ঠিক তেমনিভাবে, বাবা প্রদীপ, পেটে যা কিছু রাখা হয়
পেট সবকিছু নষ্ট করে মল-মূত্র দেয়।
তাই বাবা প্রদীপ, পেটকে সাজা দেওয়া হয়
তাকে অসুখ-বিসুখ বলা হয়।
পেট সবকিছু নিয়ে, ফেরৎ দেয় না
পেট মল-মূত্র ছাড়া আর কিছু দিতে জানে না।
কিন্তু গাছের কাছে রাখতে দিলে
গাছ কি পারবে সেগুলি ফেরৎ দিতে?
গাছ মাটি থেকে যা কিছু গ্রহণ করে
সেগুলি না দিয়ে অন্য কিছু দেয় প্রকৃতিকে।
গাছ মাটি থেকে রস গ্রহণ করে
অথচ গাছ প্রকৃতিকে ফল দান করে।
সব গাছই মাটি থেকে রস সংগ্রহ করে
অথচ গাছ ফুল, ফল, রস, এমন কি নিজেকে দান করে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৫

নজসু বলেছেন:



দাদাভাই,
কথাগুলো কি মা আপনাকে বলেছিলেন?
খুবই দামী, সুন্দর আর গুরুত্বপূর্ণ কথা।

৩| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১

প্রদীপ হালদার বলেছেন: শৈশবের কথা কারোর মনে থাকে না, মা আমার শৈশবে আমাকে বলেছিল। মা আজ আর নেই। কিন্তু মায়ের কথা আমি এখন শুনতে পাচ্ছি। মা যেন আমার সাথে কথা বলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.