নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২

এই তুই কোথাকার কোন্‌ শয়তান বল্‌ তো একবার আমায়
কেনো রে তুই রাতের বেলায় পেটে মারিস চড়?
আচমকাতে ঘুম ভেঙে যাই, দেখি কোথাও কিছু নাই
আমার স্ত্রী বলে কে মারবে চড়, স্বপ্ন দেখছো বোধ হয়।
আমি জানি তুই শয়তান আছিস আমার ঘরে
রাতের বেলায় তুই এসেছিস ভয় দেখাতে আমাকে।
তুই শয়তান দূর হয়ে যা, আছে আমার ঝাঁটা
ভয় ডর কি কিছুই নাই, রাতের বেলায় আসা।
যা চলে যা দূর হয়ে যা, কিছুই আমার চাই না
রাত পোহালে কি হবে তাই তা তো আমরা জানি না।
পথেঘাটে জড়াজড়ি, তফাৎ বলো কোথায় দেখি
মহামারী করোনাতে সচেতনতার অভাব দেখি।
বাঁচলে কি আর মরলে কি আর শয়তান তুমি হবে
মানুষের ঘাড় মটকে তবেই তোমরা বাঁচবে।
হোক না চালু রেলগাড়িটা, দেখবে তখন মজা
মরার পরে শয়তান হবে ছাড়ো এখন সেসব কথা।
থাকতে বেঁচে দেখছি আমরা যায় না পথে চলা
শয়তানেরা দাপিয়ে বেড়ায় যদি চলে রেলগাড়িটা।
মরলে হবে এরাই শয়তান, সঙ্গে রাখো ঝাঁড়ু-ঝাঁটা
পিটিয়ো তখন আচ্ছা করে কাকে বলে শয়তান হওয়া।
রেলগাড়িতে যায় না চলা থাকে সেথায় মানব শয়তান
মেয়ে মানুষ পেলে তাকে চিবিয়ে খায় কাঁচা অবস্থায়।
শোনো মানুষ তোমরা যারা রেলগাড়িতে চলো
শিব লিঙ্গ কাকে বলে তা কি তোমরা জানো?
মানব শিব লিঙ্গ পায় না পূজা, জেনো মানুষ তোমরা
পাথর শিব লিঙ্গ পায় রে পূজা, তাদের বলে দেবতা।
তাই তো আমি বলি, রেলগাড়িতে তারাই হলো দেবতা
যারা আছে পাথর শিব লিঙ্গে, নাই যেখানে অনুভূতির ছোঁয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

নতুন বলেছেন: সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

আপনি কখনো নারী হয়ে বা অন্য ধর্মের হয়ে এমন কি অন্য দেশে জন্ম নেন নি কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.