নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৫

শুনে রাখো তোমরা সবাই
কেমন মজা হয়।
ভূতপ্রেতের সাদা কাপড়, কালো কাপড় হয়
মানুষ হলে রঙিন কাপড়, কেমন মজা হয়।
মানুষ তুমি, রঙিন তুমি, তোমার বেলায় রঙিন কাপড়
ভূতপ্রেত জিন শয়তান, তোমার বেলায় সাদা কাপড়, কালো কাপড়।
ওহে মানুষ, জেনে রাখো তোমরা সবাই
ভূতপ্রেত জিন শয়তান এদের বেলায় সাদা কাপড়, কালো কাপড়।
যারা জীবিত মানুষ হয়
তাদের বেলায় রঙিন কাপড় হয়।
ওরে মানুষ, তোর এখন রঙিন কাপড়
তুই মরলে জুটবে রে তোর সাদা কাপড়, কালো কাপড়।
স্বামী মরলে বৌয়ের জোটে একটা সাদা কাপড়
বৌ মরলে স্বামীর বেলায় নাইরে কোনো কাপড়
এ কেমন অবিচার, জেনে রাখ তোরা সবাই।
স্বামী মরলে বৌয়ের বেলায় কতরকম বিচার
বৌ মরলে স্বামীর বেলায় নাইরে কোনো বিচার,
বল্‌ তো সবাই এ কেমন অবিচার।
সাদা কাপড়, কালো কাপড় তাদেরই কেবল জোটে
মরার পরে শয়তান হয়ে যারা ইতস্ততঃ ঘোরাঘুরি করে।
সাদা কাপড়, কালো কাপড়, যাদের ভাগ্যে থাকে
শয়তান হয়ে তারাই খালি ভয় দেখিয়ে থাকে।
ভয় ভীতি নাইকো যাদের তারাই হলো শয়তান
সাদা কাপড়, কালো কাপড়, হয় গো তাদের পরিধান।
ওরে ও ভূতপ্রেত শয়তান আছিস কেনো হেথায়
মন্দিরটাকে ঘর বানিয়ে সুখে আছিস সেথায়।
যা চলে যা এখান থেকে, নয় এটা তোদের বাসস্থান
রঙিন কাপড় যাদের আছে, তাদের এটা মন্দির হয়।
ভূতপ্রেতের সাদা কাপড়, কালো কাপড়, রঙিন কাপড় নয়
মানুষেরই রঙিন কাপড়, ভূতপ্রেত জিন শয়তানদের নয়।
শুনে রাখ সব শয়তানেরা, মনে রাখিস আমার কথা
মরার পরে ছাড়লে দেহ জুটবে তোদের কালো কাপড় নয়তো সাদা।
বাঁচলে জুটবে রঙিন কাপড়
নইলে তোর কপালেতে লিখন,
সাদা-কালোর দাপট।
মরা মানুষের সাদা কাপড় কিংবা জোটে কালো
ভূতপ্রেতের আসর জমায় তারাই শয়তান হলো।
সাদা পোষাক, কালো পোষাক তাদেরই জোটে
যারা অন্ধকারে শয়তান নামে ইতস্ততঃ ঘোরাঘুরি করে।
শয়তানেরা ঘাড় মটকায়, যদি মানুষ পায়
ভয় দেখানো তাদের সাজে যারা শয়তান হয়।
ওহে মানুষ যেয়ো নাকো সাদা-কালো পোষাকধারীর কাছে
মরার পরে দেহ ছেড়ে শয়তান থাকে সাদা-কালোয় লুকিয়ে।
শয়তানগুলো ঘাড় মটকায় কাছে মানুষ পেলে
তারপর লুকিয়ে পড়ে হঠাৎ হঠাৎ করে।
সঙ্গে রাখো ঝাঁটা জুতো, থাকো রঙিন হয়ে
সাদা-কালো পোষাকধারীর কাছে যেয়ো না আর ভুল করে।
যদি আসে ঘাড় মটকাতে, দিও তাদের মুখে
ঝাঁটা জুতো গুঁজে।
ভুল করেও তুলো না ঘরে যত আছে শয়তান যারা
ওরা ঘরের শয়তান ছাড়া অন্য কিছু না।
আমি প্রদীপ জ্বলে যাই
সাদা-কালোর অবসান ঘটাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.