নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৬

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, যতই দেখাক ভয়
নইলে তুমি মরবে শেষে, বাঁচার পথটি নাই।
দলবেঁধে থাকে তারা, ভয় তো তাদের নাই
নানান রকম শব্দ তুলে আওয়াজ করে যায়।
কে বলেছে, কে বলেছে, ভূতপ্রেত নাই
যে বলেছে শুনে রাখো আস্ত গাধা হয়।
একা যেয়ো জঙ্গলেতে দেখবে ভূতের মজা
প্রয়োজনে ছেড়ে দিও এই প্রাণের মায়া।
হঠাৎ হঠাৎ গাছের পাতা নড়াচড়া করে
মাঝে মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে।
দেখতে পাবে চলার পথে সাহস যদি থাকে
কেউ কোথাও নাই যদিও বৃক্ষ কেঁপে ওঠে।
ভয় দেখানো ভূতের কাজ সবাই মনে রেখো
ভূত কখনো নয় ভগবান এটা ভেবে দেখো।
ভূতের দুর্গে পা দিও না ভুল করেও তুমি
ছল চাতুরি কত যে তার নেইকো তাহার জুড়ি।
আশেপাশে ঘুরছে তারা যায় না চোখে দেখা
অদৃশ্য শক্তি তারা ভুল করো না তোমরা।
সাদা চাদর হচ্ছে মনে নয়কো ওটা চাদর
যতই ভাবো সাদা কাপড় নয়কো ওটা কাপড়।
মূর্তিখানা সাদা হলেও মূর্তি সাদা নয়
ভয় দেখানো ভূতের কাজ মূর্তি সাদা হয়।
মাঝে মাঝে মূর্তি কালো চতুর্দিকে ঘোরে
কেনো সাদা, কেনো কালো, কেউ বোঝে না মোটে।
হঠাৎ হঠাৎ দেখা দিয়ে হঠাৎ হঠাৎ উধাও
কোথায় গেলো কেউ জানে না কারে তুমি শুধাও।
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, ওগো মানুষ তোমরা
ভূতের দুর্গে পা বাড়িয়ে লড়াই করো না।
ভূতের সাথে যায় না করা যাকে বলে লড়াই
ইচ্ছে করলে ভূতের সাথে যাবে গাছের ডগায়।
গাছের লতায় পেঁচিয়ে তোমায় মারতে পারে তারা
উড়িয়ে তোমায় নিয়ে যাবে বুঝবে নাকো তোমরা।
মরার পরে ভূত হয় রে, জেনো তোমরা সবাই
ভুল করেও পা দিও না ভূতপ্রেতের আস্তানায়।
ভালো করে বোঝো তুমি জন্ম মৃত্যু নিয়ে আমি
মৃত্যু কেমন দেখতে হলে দেখো মৃত্যুর পরে তুমি।
কত বাড়ি পড়ে আছে কেউ থাকে না সেথায়
ভূতপ্রেতের উপদ্রব দেখতে পাওয়া যায়।
সাহস তোমার আছে কি আর দেখাও একটিবার
রাতের বেলায় গেলে তুমি বুঝবে তাদের আওয়াজ।
জঙ্গলেতে পাকা বাড়ি কেউ থাকে না সেথায়
সাপের সাথে ভূতের বাসায় মজা আছে হেথায়।
ভূতপ্রেতের আস্তানাতে যেয়ো নাকো তোমরা
যতই তোমার শক্তি থাকুক লড়তে তুমি পারবে না।
যে যেখানে থাকতে চায়, রাখো তাকে সেথায়
ভুল করেও পা দিও না ভূতপ্রেতের আস্তানায়।
ভূতপ্রেত আছে তবু মুখে বলার প্রয়োজন নাই
সত্য কথা বলবে কে আর সত্যবাদী নাই।
সত্য কথা বলতে শেখো ওগো মানুষ তোমরা
ভূতপ্রেতের সাথে তোমরা লড়াই করো না।
অতৃপ্ত আত্মা তারা, শান্তি তাদের দাও
তাড়াতাড়ি জন্ম হোক এই প্রার্থনা করে যাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.