![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে আমি গিয়েছিলাম
সেখানে জল মাটির চেয়েও বেশী,
মানুষ ! কোন পাখি ও নেই
তুমিই ছিলে একলা এলোকেশী।
চোখ তো নয় ! কালবৈশাখী
মেঘের চেয়ে বড়,
মাটির দিকে তাকিয়ে থেকে
কাপঁলো থরো থরো।
তাকিয়ে দেখি তোমার দুটি
বিশাল কালো চোখ,
দিন দুপুরে চেঁচিয়ে উঠি
একটা কিছু হোক।
ফুলের তলা উঠলো বেজে
বৃষ্টিমাখা গানে,
বাতাস হয়ে ঝলসে উঠি
গোপন অভিমানে।
চোখের কোণে চিন্হ খুঁজে
এগিয়ে গেছি যেই,
আকাশ থেকে বললে তুমি
ধূলোতে আমি নেই।
#ক্লাস_টেনের_কবিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
দিক শুন্য বলেছেন: এখন পড়ালেখা লাটে উঠেছে ! আপাতত একটি বেসরকারী প্রতিষ্ঠানে গোলামী রত!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: আসলেই ক্লাশ টেনের কবিতা।
তাহলে এখনকার একটি কবিতা পোস্ট করুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
দিক শুন্য বলেছেন: চেষ্টা করবো!! সাথে থাকবেন!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: আবেগী কবিতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
দিক শুন্য বলেছেন: আবেগেই নাকি জীবন!! তাই একটু আধটু আবেগ ছাড়া চলে নাহ!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: এখন কোন ক্লাসে পড়েন?