![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তাই মরি,চিন্তাই করি
চিন্তার ধরিনা ধার,
চিন্তা করা,চিন্তাতে মরা
চিন্তার নেই কোন পার…
থাকার চিন্তা, বাচার চিন্তা
চিন্তাই ডুবে থাকি,
পড়ার চিন্তা,মরার চিন্তা
চিন্তাতে মেলি আখি..…
চিন্তাই জীবন,চিন্তাই মরন
চিন্তাই সর্বসার,
চিন্তাতে আমি,চিন্তাতে তুমি
চিন্তাটা নেই কার।
চিন্তাতে পাওয়া,চিন্তাতে খাওয়া
চিন্তাতে যত আশা,
এখানে চিন্তা,ওখানে চিন্তা
চিন্তাতে ভালবাসা..……
#ক্লাস_টেনের_কবিতা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮
দিক শুন্য বলেছেন: চিন্তা করতে থাকুন!! সফল হবেন নিশ্চয়!!
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
মরার চিন্তাাও আছে? মরা ইত্যাদির কথা কেন কবিতায়? এসব কথা ভালো লাগে না; মনে হয়, কোন মোল্লার কথা, কবির কথা বয়
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯
দিক শুন্য বলেছেন: ধন্যবাদ !! ভবিষ্যতে চেষ্টা করবো এসব শব্দ ব্যবহার না করার!
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: চিন্তা করছি কি মন্তব্য করবো।