![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকাল নিয়ে নানা মানুষের নানা অভিমত !!
কারো জন্য শীতে ভাল করে ঘুমানো যায়,আবার কারো জন্য শীতে খাওয়া দাওয়া ভালো করে করা যায়!!
শীত যেমন ভ্রমন পিয়াসীদের জন্য আদর্শের তেমন অ্যালার্জির রোগীর জন্য খারাপ!!
যদি ও বিষয় টি অতটা গুরুত্ববহ না,তবে কিছু বিষয় একদমই অনস্বীকার্য নয়।
যেমন হয়ত শীত নিয়ে একজন বিত্তবান ভাবেন স্বপরিবারে এবার ভ্যাকেশনে কোথায় যাবেন, মালদ্বীপ, ব্যাংকক, সিংগাপুর অথবা ইউরোপের কোন এক অঞ্চলে!!
একজন বিত্তহীন ভাববেন এবার শীতের প্রকোপ কেমন হবে? বাচ্চা গুলা কাপবে না তো? বুড়ো মা টা বাচবে তো? শীতের চেয়ে শীত বস্ত্রের খেয়াল বেশীই রাখবেন হয়ত!!
আর সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে যারা তারা হলেন জাতির গর্ব মধ্যবিত্তগন!! বিত্তবানের সাথে পাল্লা দিয়ে কাপ্তাই ,সিলেট, কক্সবাজার যাওয়ার প্ল্যান থাকবে,শীতের কাপড় কেনার জন্য হকার দের সাথে হবে তুমুল দরকষাকষি , যে হারে বিয়ের দাওয়াত পাচ্ছেন সব কটা তে গুনে গুনে উপহার কি হবে সেটা মিলিয়ে নিচ্ছেন!!
পরিশেষে শীত আসে শীত যায় ,কিন্তু রয়ে যায় শীতের মর্মান্তিক স্মৃতি গুলো।
বিদায় শীত,আসছে বছর আবার দেখা হচ্ছে!!!!!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বলেছেন।
সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে থেকেই বারবার শীত মোকাবেলা করতে হচ্ছে।
নিরন্তর শুভকামনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
দিক শুন্য বলেছেন: ধন্যবাদ দাদা! দোয়া করবেন!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
আখেনাটেন বলেছেন: ভাইজান বসন্তে শীতের পেছনে লাগছেন। তয় ভাবনাটুকু ভালো লেগেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
দিক শুন্য বলেছেন: আসলে আমি শীতের পেছনে নাহ,শীত আমার পেছনে!!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
*** হিমুরাইজ *** বলেছেন: এখনও শীত যায় নাই!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
দিক শুন্য বলেছেন: যাওয়ার পথে
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০
বারিধারা ২ বলেছেন: এক মাঘে শীত যায়না
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
দিক শুন্য বলেছেন: সত্য !
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: শীত গেছে,বসন্ত এসেছে।