নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সামু ব্লগ বন্ধ আমারও দম বন্ধ হওয়ার উপক্রম। কোথাও লিখতে পারছি না। ফেইস বুকে লিখে মজা পাচ্ছি না। এই কয়দিন হা-হুতাস করে দিন কাটিয়েছি। তাই ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করবো, সামু ব্লগের উপর যাতে কোনো পক্ষের কুদুষ্টি না পরে সেদিকে লক্ষ্য রেখে পরিচালনা করার জন্য।
সামু ব্লগ সচল হওয়ায় সামু পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
প্রামানিক বলেছেন: রুহুল আমিন ভাই আপনাকে ধন্যবাদ। (সামু ব্লগ বন্ধ হবে এ তথ্য আপনি কোথায় জানলেন !) সামু বন্ধ হবে এ তথ্য কোথাও পাইনি তবে ব্লগ বন্ধ থাকায় ভয়ে ছিলাম।
প্রথম আলো ব্লগ বন্ধ হওয়ার পর লেখলেখির জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে সামুতে কিছু লেখা দিয়ে মনের ভাব প্রকাশ করতে ছিলাম। কিন্তু কয়দিন হলো সামু বন্ধা থাকায় হা- হুতাসের মধ্যে পড়ে গেলাম। আবার চালু হওয়ায় খুশি হলাম। হুট করে সামু বন্ধ থাকায় ভয়ে ছিলাম প্রথম আলো ব্লগের মত এটাও না বন্ধ হয়ে যায়। প্রথম আলো ব্লগের মত এটা বন্ধ হোক এটা কখনই কল্পনা করি না। সামু যাতে বন্ধ না হয় সেই কামনাই সবসময় করি।
২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: সামু আর ঘুড়ি প্রায় একই সাথে কোমায় চলে গেল, ঘটনাটা কি প্রামানিক ভাই? সামু যদিও তার সেন্স ফিরে পেল কিন্তু ঘুড়ি এখনো বিছানায়। তাজ্জব ব্যাপার! আপনি কিছু জানেন নাকি?
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
প্রামানিক বলেছেন: ঘুড়ির নাকি টেকনিকেল সমস্যা, এতটুকুই জেনেছি। ধন্যবাদ জামাল হোসেন ভাই।
৩| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৫০
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: প্রামাণিক ভাই...শুনলাম সামু মামা নাকি হ্যাকার মামির কাছে ধরা খাইছিল!!!!
১১ ই জুন, ২০১৫ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: এই রকম কিছু একটা হয়েছিল। ধন্যবাদ ভাই আমার বাংলাদেশ স্বাধীন।
৪| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৪২
আরণ্যক রাখাল বলেছেন: সামু বাঁচবে আশা রাখা যায়
১১ ই জুন, ২০১৫ রাত ১২:২৬
প্রামানিক বলেছেন: সামু বাঁচবে এই আশা আমরাও করতেছি।
৫| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: হুম !! ঠিক বলেছেন। সামু ছাড়া ফাঁকা ফাঁকা লাগে।
১১ ই জুন, ২০১৫ রাত ১২:২৭
প্রামানিক বলেছেন: আসলেই ভাই এই কয়দিন খুব খারাপই লেগেছে। ধন্যবাদ
৬| ১১ ই জুন, ২০১৫ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
বাংলায় লেখক সৃস্টি হচ্ছে।
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৫
প্রামানিক বলেছেন: এ জন্যে ব্লগগুলোর কিছুটা হলেও অবদান আছে। ধন্যবাদ
৭| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:১৫
আহমাদ সালেহ বলেছেন: আশা করতে পারি সামু ঠীকে থাকবে
১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৬
প্রামানিক বলেছেন: সামু টিকে থাক এটাই চাই।
৮| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: সামু ব্লগকে কুদৃষ্টির আড়ালে রাখুন।
------- কপালে একটা কালো টিপ দিয়ে দিন, আর কুদৃষ্টি পড়বে না।
শুভেচ্ছা প্রামানিক ভাই।
৯| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: কামরুন্নাহার আপা আপনি ঠিকই বলেছেন। কারো কুনজর যেন না লাগে সেদিকে লক্ষ্য রেখেই সামুর কপালে কালো টিপ দেওয়া দরকার।
১০| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০২
টয়ম্যান বলেছেন: আপনার সাথে একমত ভাই
১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টয়ম্যান
১১| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: একটা দমবন্ধ করা গোমট আবহাওয়া থেকে মুক্তি দেবার জন্য
সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ। সামু ব্লগের উপর যাতে কোনো
পক্ষের কুদুষ্টি না পরে সেদিকে লক্ষ্য রেখে
পরিচালনা করার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ প্রামানিক ভাই
সময়োপযোাগী
লেখাটির জন্য।
১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।
১২| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।
১৩| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
তৌফিক মাসুদ বলেছেন: যাক এর মধ্যে আমি ব্লগেই আসিনি।
১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ তৌফিক মাসুদ। শুভেচ্ছা রইল।।
১৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫৭
কলমের কালি শেষ বলেছেন: হুন একমত । ঠিক বলেছেন ।
১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কলমের কালি। শুভেচ্ছা রইল।।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৫
আহমেদ রুহুল আমিন বলেছেন: প্রামাণিক ভাই, শুভেচ্ছা ও সালাম রইল । আশা করি, ভাল আছেন । সামু ব্লগ বন্ধ হবে এ তথ্য আপনি কোথায় জানলেন ! আমি বুঝতে পারছিনা , ব্লগগুলো কি কারণে বন্ধ হচ্ছে বা বন্ধ হবে ! আসলেই একটি কথা ভাল বলেছেন- ফেসবুকে হয়তোবা নিজের ফেস দেখা যায় কিংবা ফেসভেল্যু নির্দ্ধারন করা যায়, কিন্তু এতে, সাহিত্য -ফাহিত্য হয়না । সাহিত্য চর্চার নির্দিূষ্ট উত্তম ক্ষেত্র প্রয়োজন । প্রথমআলো ব্লগ যা কিছুটা পুরণ করেডিছল । মনের ভাব এমনিতেই প্রকাশ করলাম, মনে কিছু করবেননা । এনালগ যুগের সেই ডাকহরকরার চিঠি দিয়ে কিছুটা আপনার সাথে শেয়ার করলাম । ভাল থাকবেন ।