নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইমলাম প্রামানিক
“একদিন বাঙ্গালী ছিলাম”
গেঞ্জিতে ভাই লেখা
ছোট্ট শিশু দাঁড়িয়ে ছিল
নিজের চোখে দেখা।
লেখা পড়ে রাগ হলো ভাই
বাধালাম হইচই
আগে ছিলাম এখন তাইলে
বাঙ্গালী কি নই?
পাশের লোকে বলল হেসে,
“কথা তো ভাই ঠিক
চিন্তা ভাবনা না করে ক্যান
হয়ে যান বেদিক”?
আসলেই তো আমরা এখন
বাঙ্গালী কেউ নই
আওয়ামী লীগ, বিএনপিতে
দুই ভাগে সব রই।
কেউবা হলাম মুক্তিযোদ্ধা
কেউবা রাজাকার
উভয় দলে থাকছি যারা
তারাও স্বৈরাচার।
এই দলে কেউ ওই দলে কেউ
বাঙ্গালী কি আছি?
এই দেশেতে মিছেই মোরা
‘বাঙালি’ নামে নাচি।
পুরানা পল্টন
সন্ধ্যা -৭টা
৩১-০৭-২০১৫
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন। শুভেচ্ছা রইল।
২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
তৌফিক মাসুদ বলেছেন: দারুন বাস্তবতা। একটা কথাও অস্বিকার করার উপায় নেই।
আপনার সুস্থতা কামনা করে গেলাম কবি।
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে অনুপ্রানিত হয়। আন্তরিক শুভেচ্ছা রইল।
৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০১
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভাল লাগলো
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।
৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,
জব্বর হইছে ।
তয়, এই পোলাডা ক্যাডা ?
হে কি আফনের ব্যাডা ?
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। এটা আমার পোলা নয়, তবে অন্য কারো পোলা। পহেলা বৈশাকে এই পোলার গায়ের গেঞ্জিতে এরকম লেখা দেখে কৌতুহল বশতঃ ছবিটি তুলেছিলাম। আজকের এই ছড়াটি এই ছবি দেখেই লেখা।
৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে ভাই। আপনের ছড়া কিংবা কবিতা যাই বলেন, মজার হয়
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শতদ্রু একটি নদী। আপনাদের কাছে আমার লেখা ভাল লাগলেই আমার কাছে ভাল লাগে। শুভেচ্ছা রইল।
৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
৭| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালী বাংগাল ( নোয়াখালীর ভাষায় অশিক্ষিত) হয়ে গেছে; এদের শিক্ষার অভাব
০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: আগে কলিকাতার লোকজন পূর্ব বাংলার লোকজনকে বাংগাল বলতো, মানে হাবাগোবা। এখন দেখতেছি আমরা তাই। ধন্যবাদ
৮| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১১
এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এম করিম। শুভেচ্ছা রইল।
৯| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
দূরের পথযাত্রী বলেছেন: জব্বর হইছে ছড়া।
আপনার নাম ঠিক করেন না ক্যানো?? প্রামািনক- 'ন' এর ই-কার 'ম' এর উপ্রে গেছে গা।
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩
প্রামানিক বলেছেন: ভাই আমার নাম তো ঠিক করতে চাই কিন্তু পারি না। মডুদের ফোন নাম্বারও জানি না যোগাযোগও করতে পারি না নামও ঠিক হয় না। ধন্যবাদ আপনাকে
১০| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
মো: আশিকুজ্জামান বলেছেন: “একদিন বাঙ্গালী ছিলাম” বটে কিন্তু এখন আমরা কি হচ্ছি কে জানে?
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪
প্রামানিক বলেছেন: সেটাই তো কথা আমরা এখন কী? ধন্যবাদ ভাই আশিকুজ্জামান শুভেচ্ছা রইল।
১১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, এখন আমরা হাইব্রীড বাঙালী!! !
বাংলিশ ভাষায় কথা বলতে খুব পছন্দ করি!
বাচ্চাকে ইংলিশ মিডিয়াম -এ পড়াই আর গর্ব করে বলি, "আমার বাচ্চা বাংলা বলতেই চায় না, বলতে পারেই না "!!
এই আমাদের বাঙালিত্বের নমুনা!!
আমরা, যারা প্রাচীন পন্থী, শুধু আমরাই বলব,, "একদিন বাঙালী ছিলাম! "
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কামরুন নাহার আপা। এই কিছুক্ষণ আগে আমার এক অফিস কলিগের সাথে আলাপ হলো তার মেয়ে সামনের বছর 'এ' লেভেল পাস করবে। কোথায় ভর্তি করবে সেটা নিয়ে চিন্তা। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করান। তিনি বললেন আমার মেয়ে তো বাংলা পড়তে জানে না। তাহলে বোঝেন আমরা কেমন বাঙালি? ধন্যবাদ নাহার আপা।
১২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো হয়েছে, দ্বিতীয় ভালোলাগার সাথে +++
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বোকা মানুষ বলতে চায়। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর !!