নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
দিন দুপুরে হাবুল মিয়ার
উঠলো ভীষণ নেশা
ফারাম গেটে করলো চুরি
ছিল না তার পেশা।
এসপি সাবের হাত ঘড়িতে
যেই না দিল থাবা
পুলিশ ধরে পিটন দিতেই
বলছে বাবা বাবা।
পিটন খেয়ে বলছে হাবু,
‘পা ধরে স্যার কই,
নেশায় পরে করছি এসব
আমি তো চোর নই’।
‘উঠলে নেশা হুঁশ থাকে না
তাই তো করি চুরি,
নেশার ঘোরে পিটনা খেলেও
লাগে যে শুড়শুড়ি’।
‘গাঁজার নেশায় অন্ধ আমি
যতই পিটান স্যার
মরার আগে গাঞ্জা ছাড়া
প্রাণটা রাখাই ভার’।
(ছবি নেট)
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
প্রামানিক বলেছেন: তাইলে তো আপনি খুব ভাল মানুষ। ধন্যবাদ
২| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪
আজাদ মোল্লা বলেছেন: হা হা হা অনেক মজা লেখা ভাই ।
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। শুভেচ্ছা রইল।
৩| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমারো এমনই নেশা, ছাড়াতে পারিনা কোনভাবেই।
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
প্রামানিক বলেছেন: নেশা নিরাময় কেন্দ্রে ভর্তি হন দুই মাস থাকলেই ঠিক হইয়া যাইবো।
৪| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা কি আপনারই তোলা সেলফি নাকি প্রামানিক ভাই?
১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
প্রামানিক বলেছেন: এটা আমার গত ভবিষ্যতের ছবি।
৫| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা মজার ছড়া ।
শেষ লাইনে ''জীবন'' এর স্থলে ''প্রাণ'' হলে ভাল হতো ।
সেলফি ভাল হয়েছে
১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াসলিটন। পরামর্শ দেয়ায় খুশি হলাম।
৬| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
বাকা পথ বাকা চোখ বলেছেন: ধন্যবাদ প্রামানিক, সুন্দর ছড়া, ছন্দময় ছড়া ।
১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।
৭| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ছড়া ভালো লেগেছে।
কবির প্রতি সুভেচ্ছা রহিল।
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ রেজাউল করিম। শুভ্চেছা রইল।
৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: প্রো-পিক দেখে তো মনে হয় না নেশাখোর,তারপরও এদের কথা বুঝলেন কি ভাবে ??
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪০
প্রামানিক বলেছেন: এক নেশাখোর পুলিশের কাছে এমন কথাই বলেছিল।
৯| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
বেচারা
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁগাজী। শুভেচ্ছা রইল।
১০| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৫
এস কাজী বলেছেন: মরার আগন গান্জা। হাহাহাহা
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী। শুভেচ্ছা রইল।
১১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৫
সুমন কর বলেছেন: মজার ছড়া, ভালো লাগল।
১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচছা রইল।
১২| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২২
মনিরুল হাসান বলেছেন: আপনার নিজের নামের বানানে ভুল করেছেন, শহীদুল না লিখে শহীদূল লিখেছেন।
'ফার্মগেট'- কে ফারাম গেট লেখার বদলে 'গুলিস্তান' লিখলে, 'পিটন' না লিখে 'ধোলাই' লিখলে ভালো হতো।
বানান: করল, উঠল, হুস না লিখে - করলো, উঠলো, হুঁশ।
এসপি 'সাব' পড়তেও ভালো ঠেকছে না। এসপি সাব না লিখে - "পুলিশ ওসির হাত ঘড়িতে" লিখলে ভালো হতো।
১৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩
প্রামানিক বলেছেন: আপনার উপদেশ মাথায় রাখলাম। ধন্যবাদ
১৪| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
১৫| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
আলী আকবার লিটন বলেছেন: শান্তি মত ওদেরকে একটু খাইতেও দিল না ।
প্রামানিক ভাই কবিতার অনেক উন্নতি হচ্ছে । শুভেচ্ছা রইলো
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিটন। খুশি হলাম। শুভ্চেছা রইল।
১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০
আলী আকবার লিটন বলেছেন: প্রামানিক ভাই কবিতা/ ছড়া' র অনেক উন্নতি হচ্ছে । শুভেচ্ছা রইলো *
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭
প্রামানিক বলেছেন: মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। শুভ্চেছা রইল।
১৭| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫
শাহরিয়ার সনেট বলেছেন: সুন্দর হইছে ভাই
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট। শুভ্চেছা রইল।
১৮| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
হাসান মাহবুব বলেছেন: বেরসিক পুলিশ, পিনিকের ধার ধারে না
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮
প্রামানিক বলেছেন: হ ভাই একদম হাছা কথা একেবারে বেরসিক। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
লেখোয়াড়. বলেছেন:
আমি নেশাখোরও নই, চোরও নই।