নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

প্রেম প্রীতির পিএইচডি

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮


শহীদুল ইসলাম প্রামানিক

প্রেম প্রীতির পিএইচডিতে
আছে অনেক জন
প্রেমের দিবস দেখলে পরেই
চমকে তাদের মন।

এই বিষয়ে পড়েনি কেউ
তারপরেতেও খাসা
উঠতে বসতে হরহামেশা
করছে ভালবাসা।

ছলচাতুরীর অভিনয়ে
দিচ্ছে ধোঁকা অনেক
সহজ সরল তাদের পাল্লায়
পড়ছে ধরা ক্ষণেক।

দু’দিন পরে বুঝতে পেরে
থাকছে মাঠে ঘাটে
প্রেমের ছ্যাকায় বেকা হয়ে
আস্তে ধীরে হাঁটে।

পিএইচডিদের এই বিষয়ে
কোনো ফিলিংস নাই
একটা ধরে একটা ছাড়ে
দৈনিক পাল্টায় তাই।

কিন্তু যারা তাদের কথায়
পা দিয়েছে ফাঁদে
দু’দিন পরে রাস্তাঘাটে
এমনি এমনি কাঁদে।

হোক না সেটা নারী পুরুষ
যদিও নয়রে পেশা
নতুন নতুন প্রেম করাটা
পিএইচডিদের নেশা।

সহজ সরল আছেন যারা
একটু বলে যাই
পিএইচডিদের মিষ্টি কথায়
ভুলে যাবেন না ভাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা পাইলাম। ধন্যবাদ







ভালো থকাবেন নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

ঢাকাবাসী বলেছেন: আহ হা পিএইচডি রা কি করল! অন্যরাও তো একই দোষে দোষী!

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। কথা ঠিকই বলেছেন ভাই, আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

মেহেদী হাসান রনি বলেছেন: ভাই! সেইরকম হইছে!

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহাদি হাসান রনি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: হোক না সেটা নারী পুরুষ
যদিও নয়রে পেশা
নতুন নতুন প্রেম করাটা
পিএইচডিদের নেশা।

সহজ সরল আছেন যারা
একটু বলে যাই
পিএইচডিদের মিষ্টি কথায়
ভুলে যাবেন না ভাই।
------------

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

শূণ্য মাত্রিক বলেছেন: মজা পেলাম ভাই। :D ভাল লাগা রইল

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূণ্য মাত্রিক, আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: প্রথম প্লাস আমার দেয়া।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব, প্রথম প্লাস দেয়ার জন্য অনেক শুভ্চেছা রইল।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

এস কাজী বলেছেন: প্রামানিক ভাই কি পি এইচ ডি করা নাকি ওই ক্লাসে পড়া হয়নি? হাহাহাহা

ছড়া সুন্দর হয়ছে!!!

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

প্রামানিক বলেছেন: আমাদের সময় ওই ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ ছিল না। দুই চারজন যদি ভর্তি হওয়ার সুযোগ খুঁজতো ধরা পরলে কিল খেয়ে ক্লাস ছেড়ে পালাতো।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমের দিবস দেখলে পরেই
চমকে তাদের মন

মজা পেলাম ভাই B-) B-)

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১

তৌফিক মাসুদ বলেছেন: আসলে সামাজিক অবক্ষয় থেকেই আজ এই অবসথা। ব্যপারটা অনেকের কাছেই সাধারন হয়ে গেছে।

ধন্যবাদ কবি, কবিতার জন্য।

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই তৌফিক মাসুদ। সামাজিক অবক্ষয় থেকেই অনেক অনিয়ম আসে।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: বরাবরের মতই এই ছড়াটাও অসাধারণ হয়েছে । অনেক ভালো লাগেছে , বেশ মজা করে লেখেন আপনি । ভালো থাকবেন সবসময় । :)

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

কিরমানী লিটন বলেছেন: প্রেম প্রীতির পিএইচডিতে
আছে অনেক জন
প্রেমের দিবস দেখলে পরেই
চমকে তাদের মন।

চমৎকার ছন্দের দোলা,অনেক ভালোলাগা- মজার ছড়া

শুভকামনা প্রিয় প্রামানিক ভাই ...

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। আন্তরিক শুভ্চেছা রইল।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ আহ্বান করেছেন !!

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: সহজ সরল আছেন যারা
একটু বলে যাই
পিএইচডিদের মিষ্টি কথায়
ভুলে যাবেন না ভাই।


হাহাহাহা...........এ যুগের ছেলেমেয়েদের জন্য ভালো বলেছেন।

৩য় +।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

গেম চেঞ্জার বলেছেন: প্লাসে ৪র্থ হলাম। ছান্দসিক ভাললাগা :D :)

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: চতুর্থ হওয়ার জন্য আন্তরিক শুভ্চেছা। প্লাস ওয়ালাদের জন্য চা বরাদ্দ থাকল।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

আলভী রহমান শোভন বলেছেন: মজার ছিল।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলভী রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: সহজ সরল আছেন যারা
একটু বলে যাই
পিএইচডিদের মিষ্টি কথায়
ভুলে যাবেন না ভাই।

দারুন +

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। শুভ্চেছা রইল।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলেতো ভাই বেফাঁস করে
পিএইচডিদের গোমড়;
মিঠে বুলির শিকারীদের
ভেঙ্গে দিলে কোমর।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: তারপরেতেও পিএইচডিদের
লজ্জা কি ভাই আছে
এত কিছুর পরেও তারা
ঘোরে জুটির পাছে।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি আবার পিএইচডি করা নাতো ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: না ভাই আমি না অন্যের পিএইচডি নিয়ে লিখেছি। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিলেনতো ভাই আমার পিএইচ ডি টারে পচাইয়া । কবিতা ভালা হইছে ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: আরে ভাই আগে কইবেন না। আপনার যে পিএইচডি আছে এইডা জানলে কি আর ছড়া পোষ্ট দেই। ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। চমৎকার রসালো মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

কমরেড ফারুক ২ বলেছেন: আহারে পিরিতি।।।।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: আহারে পিরিতি!! ভালই বলেছেন ভাই, শুভেচ্ছা রইল।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, অনেক অনেক শুভেচছা রইল।

২২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: ছড়া দুর্দান্ত হয়েছে প্রামানিক ভাই ।

ইহা ব্লগ নোটিশ বোর্ডে টানিয়ে রাখা প্রয়োজন , সতর্কবাণী হিসেবে , যে হারে চারিদিকে ধুপধাপ শব্দ শুনি , পি এইচ ডি ওয়ালাদের তো রমরমা অবস্থা :)

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন সায়েদা সোহেলী। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.