নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বইশশাল্যা আর সিলেট্যা স্লোগান

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮


শহীদুল ইসলাম প্রামানিক

“বইশ্শালে বেশ্ব বেদ্যালয়
দেতে অইবে দেতে অইবে”
এই কথাটি বলল যখন ভাই
সিলেটিরাও সিলেট বিভাগের
দবি উঠালো তাই।

“আমরার চেয়ে খমলা ভাল
বইশশাল খেন বিভাগ হলো?”
বলল মিছিল করে
বিভাগ নিয়ে সরকার তখন
পড়ল বিষম ঘোরে।

পেরবেচারের পেতথম কথা
বেশ্ব বেদ্যালয় নিয়ে
“অবা ইতা কিতা কইন”
সিলেটি বলল গিয়ে।

এরপরেতে সিলেট জেলাও
বিভাগ হলো ভাই
আঞ্চলিক ভাষার স্লোগানগুলো
তুলনাবিহীন তাই।

(ছবি নেট)

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । বেশ মজার ছড়া । ভাল লেগেছে ।

কেমন আছেন প্রামানিক ভাই ?

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন?

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: :) :) কম মজা পাইছি

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। কম মজা পাইলেও খুশি হইছি।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



"দেত্তে অইবে দেত্তে অইবে” না হবে "দেতে অইবে দেতে অইবে" ।
আর "ব্যাশ্য" না "বেশ্ব বেদ্যালয়" হবে ।

মুই কিন্তু বরিশাইল্লা .....

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: হে হে তাইলো তো কথাই নাই। শুদ্ধ করার জন্য ধন্যবাদ।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

কলমের কালি শেষ বলেছেন: এইতো আলহামদুলিল্লাহ । ভাল আছি ।

ভাল থাকুন সবসময় । :)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: ই হা হা হা হা হা ভাই ব্যাপক লাগল

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

ধমনী বলেছেন: আঞ্চলিক ভাষা আমাদের গর্ব। দারুণ হচ্ছে আপনার ছড়াগুলো।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে। শুভ্চেছা রইল।

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

শামছুল ইসলাম বলেছেন: আঞ্চলিক ভাষা নিয়ে কবিতা-মজার হয়েছে।

ভাল থাকুন।সবসময়।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: “অবা ইতা কিতা কইন”
ছড়ায় কত্ত কিবা লিখইন ;)

++++

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ছড়ায় তো ছড়ানো ছিটানো অনেক কিছু থাকে তাহাই কিছু কিছু তুলে ধরার চেষ্টা। ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু।

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

গেম চেঞ্জার বলেছেন: আরো লম্বা হইতে পারত। :(

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: আরো লম্বা হইতে পারত কিন্তু মাথায় কাজ করলো না তাই লম্বা করতে পারি নাই। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

১০| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইর অন্য লিখার ছেয়ে কম মজা পাইলাম ।
হয়তো বুঝিনি তাই !

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: কম মজা পাওয়ার পরেই তো বেশি মজা পাওয়ার সম্ভাবনা, কম বেশি না থাকলে তো মজা কি জিনিষ বোঝাই মুশকিল হতো। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।

১১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




বইশশাল কেন বিভাগ হলো?”
এটাও সারতে হবে । "খেন" হবে ।

মুই ছিলেইট্টা না কইলাম ....

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ইয়েস, সিলেটিরা ক-রে খ উচ্চারণ করে। কথা ঠিক। ধন্যবাদ ভাই আহমেদ জী এস।

১২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

সাবলীল মনির বলেছেন: মজা পেয়েছি, তবে শেষে এসে মনে হয় একটু তাড়াহুড়ো করেছেন ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। আরো কিছু লেখা উচিৎ ছিল। ধন্যবাদ।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: আঞ্চলিক ভাষার স্লোগানগুলো
তুলনাবিহীন তাই।
!:#P

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা পড়ে মজায় লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ভালো লাগলো।

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

সুপান্থ সুরাহী বলেছেন: মজারু!
ভাল লাগল...

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপান্থ সুরাহী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল্ ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: ভালো, তবে বেশি ছোট হয়ে গেছে।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। চেষ্টা করবো পরে বড় করার।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

রুদ্র জাহেদ বলেছেন: মজা পেলুম খুব।ধন্যবাদ সুপ্রিয়

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

রক্তিম দিগন্ত বলেছেন: ছুডু বানায়ালছেন বাই। আরো পড়বার চাইতাছিলাম। শ্যাষ হইয়া গেছে। :(
তয় মজা পাইছি কইলাম। :)

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

প্রামানিক বলেছেন: হ ভাই তাড়াহুড়া করতে গিয়া ছোড হইছে। তয় ধন্যবাদ রইল।

২১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১

কিরমানী লিটন বলেছেন: “বইশ্শালে বেশ্ব বেদ্যালয়
দেতে অইবে দেতে অইবে"

আমরার চেয়ে খমলা ভাল
বইশশাল খেন বিভাগ হলো?” প্রামানিক ভাইয়ের মজার ছড়ায় -সব এলাকার ভাষার নান্দনিক পরিচয়ে,অনেক ভালোলাগা রইলো,শুভাশিস... =p~ =p~ X(( X(( :-P :`> :P

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২

জুন বলেছেন: হা হা হা প্রামানিক ভাই আপনি পারেনও বটে =p~

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! বেশ লিখেছেন।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

তৌফিক মাসুদ বলেছেন: তুলনা নেই। দারুন।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: ইতা খিতা খইন আফনে ?? অনেক মজা পেলাম । B-)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া। আঞ্চলিক ভাষায় মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: মজার ছড়া B-) ভালো লাগসে ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন অদ্বিতীয়া। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.