নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

উল্টো চলা

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯


শহীদুল ইসলাম প্রামানিক

উল্টো চলে উল্টো বলে
উল্টো খায় যে ভাত
খাওয়ার পরে উল্টো করে
ডান দিকে হয় কাত।

রাম ছাগলরে গরু বলে
গরুরে কয় ছাগল
পাগলরে কয় বড়ই চালাক
চালাকরে কয় পাগল।

ঘাসেরে কয় গাছের কান্ড
কান্ডরে কয় ঘাস
হাঁসেরে কয় মুরগী-মোরগ
মোরগরে কয় হাঁস।

মাছেরে কয় জীবজন্তু সে
জন্তুরে কয় মাছ
পিছনটাকে সামনে বলে
সামনেরে কয় পাছ।

মরারে সে জ্যান্ত বলে
জ্যান্তরে কয় মরা
এসব কথা ধরলে পড়ে
মেজাজ হয় তার চড়া।

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১ম :D

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: চা পাওনা থাকল। ধন্যবাদ

২| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিতো ২য় হইছি আমিও চা পাওনা থাকবো ? :#)

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

প্রামানিক বলেছেন: আপনার জন্যও চা বরাদ্দ থাকল। ধন্যবাদ

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ ছড়া ।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

তৌফিক মাসুদ বলেছেন: আগামীতে এটাই স্টাইল হতে চলেছে।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আমরা তো এখনই অনেক কাজ উল্টাপাল্টা করে থাকি। ঘুষ খাওয়া উচিৎ নয় তারপরেও ওইটাই খাই।

৫| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

ধমনী বলেছেন: প্রথম ২ জন চা পাইলে বাকীরা কিন্তু 'টা' এর অপেক্ষায় থাকলাম।
মজার দেশের ছড়ার মত। ভালো হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: আপনি এখনই আসেন আপনার জন্য টা রেডি। ধন্যবাদ

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

আহমেদ জী এস বলেছেন:

প্রামানিক ,


আমার বেলায় সবই ঠিক
তোমার বেলায় ভুল
যুক্তি টুক্তি বুঝিনা কিছু
নড়বোনা একচুল ..।
;)
এটাও আর একধরনের উল্টোচলা
লোকের বলা । :(

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ ভাই জী এস।

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: সব কিছু উল্টা

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভ্চেছা রইল।

৮| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: হাহা! দারুণ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চ্ছা রইল।

৯| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: হে হে ভাই ছড়া পড়ে আমিও কেমন যেন উল্তা দেখছি । বেশ হয়েছে ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আমরা তো এখন অনেক কাজই উল্টাপাল্টা করে থাকি।

১০| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: এরাই মনে হয় সঠিক ভাই।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন উল্টাই এখন সঠিক বলে মনে হয়। ধন্যবাদ

১১| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন: কি কবিতা লেখালেন ভাই, :D

হাসতে হাসতে দম বেড়িয়ে যাচ্ছে। দারুণ লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। আপনি হেসেছেন জেনে খুশি হলাম।

১২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

শামছুল ইসলাম বলেছেন: আপনার ছড়া মানেই একরাশ হাসি।

ভাল থাকুন। সবসময়।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ মজা পেলাম । সুন্দর ছড়া । :D

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে প্রামানিক ভাই।। :)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুধু চা দিলেই হবেনা। আমি কিন্তু আপনার দেশি মানুষ। মনে থাকে যেন।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: আপনি আমার দেশি হওয়ায় আপনার জন্য স্পেশাল নাপা শাকের পেকলাই বরাদ্দ থাকল। ধন্যবাদ আপনার রসিকতার মন্তব্যর জন্য।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

কাবিল বলেছেন: ব্লগে ঢুকেই আগে আপনার ছড়া কবিতা পড়ি, আপনার আপনার ছড়া কবিতা আমার কাছে চায়ের মত ভাল লাগে :)
যা না পাঠ করলে অন্য কিছু পড়তে ইচ্ছে হয়না।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনুপ্রানীত হলাম। আপনাদের উৎসাহ পেয়েই আজ এরকম ছড়া লিখতে পারছি। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

তাহসিনুল ইসলাম বলেছেন: খ্রাপ লাগলো --- ( মন্তব্যটা কিন্তু উল্টা ---------তাহলে বুইঝা নেন :) )

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: হা হা হা উল্টাপাল্টা ছড়া উল্টা মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: চমৎকার...

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শৃুভ্চেছা রইল।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

রাবার বলেছেন: মচৎকার =p~

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

আমি মিন্টু বলেছেন: লোভা ছেইহ কনিমাপ্রা ইভা B-)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: লোভা ছেইহ কনিমাপ্রা ইভা = এই উল্টারে সোজা করলে হয় = ভালো হইছে প্রামানিক ভাই।

চমৎকার উল্টা মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ

২১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ৈতয়ব খান বলেছেন: হি হি হি হি.......

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৈয়ব খান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার... B-) B-)

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর ছড়া ,
লিখনি চমৎকার ,
মজা করে পড়েছি ।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৫

গেম চেঞ্জার বলেছেন: খুব মজা পাইলাম......। বাস্তবের সাথে ব্যাফুক মিল পাইলাম।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার প্রকাশভঙ্গী। বেশ ভালো লাগল

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ, অনেক মূল্যবান মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "মরারে সে জ্যান্ত বলে
জ্যান্তরে কয় মরা
এসব কথা ধরলে পড়ে
মেজাজ হয় তার চড়া।" অামাদের অবস্থা অনেকটা এমনই । নিজে যা মনে করি, তাই ঠিক- এমনকি ভুল হলেও । কেউ যদি ভুল শোধরে দিতে চায়, উল্টো গালাগালি করি । বাস্তব কথন ভালো লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু, আপনার বিশ্লেষণমূলক মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের ''সুকুমার'' প্রামানিক ভাইকে শুভেচ্ছা ।

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

কামরুন নাহার বীথি বলেছেন:

আপনি নিজেই উলটা চলেন বলেই এই ছড়া!!!! !:#P
ছড়াটা কিন্তু দারুন হয়েছে!!!!

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: হে হে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আপনি দেখি সব কিছু সংগ্রহে রাখেন। অসংখ্য ধন্যবাদ

২৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:

আমি সোজা করে দিলাম!!! =p~
এখন থেকে সোজা হয়ে, সোজা পথে চলবেন!!!! =p~

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: আমি সোজা হলে কি হবে দেশের মানুষ তো সোজা হয়ে চলতে চায় না কাজেই তাদের সাথে আমাকেও উল্টা হয়ে চলতে হয়। ধন্যবাদ নাহার আপা।

৩০| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

আলোরিকা বলেছেন: ' কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে ' - এ মন্তব্য কোন ভাবেই আমার না । এটা ভারতীয় গায়ক নচিকেতার গান :)

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। আপনার সুচিন্তিত মতামত পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৩১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: স্ক্রু একটু টাইট দিল্ল্যান, বেগতন সুজা হই যাইব ;)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন বোকা ভাই স্ক্রু মনে হয় ঢিলার কারণেই এই অবস্থা। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.