নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চাপাবাজ

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫


শহীদুল ইসলাম প্রামানিক

এদেশ ছিলাম ওদেশ ছিলাম
করছে ভকর ভকর
লেখাপড়া টু থ্রী পাশ
নামটি তাহার ফকর।

এইটা খেলাম ওইটা খেলাম
চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ
মুখ বাঁকিয়ে বলছে কথা
যেন আজব ট্রেঞ্চ।

ট্রেনে বসেই গল্প করছে
যাত্রী একজন পাশে
নানান রকম গল্প শুনে
প্রফেসার সাব হাসে।

বলল তারে, জিওগ্রাফীর
অনেক নলেজ রাখেন
বর্তমানে আপনি মশাই
কোন দেশেতে থাকেন?

জিওগ্রাফী ইংলিশ শব্দ
জানে না তার মানে
বলল হেসে, দুইটি বছর
ছিলাম তো ওইখানে।

কথা শুনে প্রফেসারের
ওপরে উঠল চোখ
চিন্তা করে এতো দেখি
চাপাবাজের লোক!

(ট্রেঞ্চ>Trench শব্দটি খানা হিসাবে ব্যবহৃত)
ছবি নেট

মন্তব্য ৬৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

লেখোয়াড়. বলেছেন:
আপনি ছাড়া আর সবাই চাঁপাবাজ।
হে হে হে হে ........................

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। অনেক অনেক শুভ্চেছা।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

দেবু কুমার বলেছেন: প্রামানিক সাহেব এগুলো সংগ্রহ করে বই বেরও করতে পারেন।
এর আগে কোন বই লিখে থাকলে বই এর নামটা একটি বইলেন

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেব কুমার। আপনার মন্তব্যে অনেক অনুপ্রণিত হলাম। সামনের বই মেলায় আশা আছে বই বের করার। শুভেচ্ছা রইল।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: খুব সুন্দর ছড়া । ভাল লাগল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শ্রী অভিজিৎ দাস। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

লেখোয়াড়. বলেছেন:
@ অট
ছবির কথা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু মাইন্ড করবেন কিনা তাই বলিনি।

না, আমি ওই ধরনের ছবি এখানো বের করতে পারিনি।

চেষ্টা করছি।

একটি লিংক পেলে ভাল হতো।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: আপনার পোষ্টে বলা আছে।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

কল্লোল পথিক বলেছেন: হা হা হা চমৎকার ছড়া
ভাই আপনার সব ছড়া মিলে একটা বই বের করে ফেলেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম। সামনের বই মেলায় ইচ্ছা আছে। শুভেচ্ছা রইল।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মজার। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

চারু মান্নান বলেছেন: বাহ দারুন কবি,,,,,,,,,,,,,,,,,

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মান্নান ভাই। কেমন আছেন?

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

নেক্সাস বলেছেন: ভালই চাপা মারলেন.।হাহাহাহাহাহ। দারুন ছড়া

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নেক্সাস। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। শুভেচ্ছা রইল।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যতিক্রমী মন্তব্য করলাম! মাইন্ড খাইয়েন না যেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: চাপা মারা নিষেধ করতেও চাপার দরকার। ধন্যবাদ

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: কৌতুক থেকে ছড়া বানাইসেন। ভালা পাইলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

রানা আমান বলেছেন: সুন্দর হয়েছে । আসলেই এগুলো এক করে বই হিসেবে বের করার কথা ভাবতে পারেন প্রামানিক ভাই ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। সামনের বই মেলায় বই বের করার ইচ্ছা আছে। শুভ্চেছা রইল।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

গেম চেঞ্জার বলেছেন: আপনার হাতের কারিশমা ভাই!! :)
প্রকৃতার্থেই মনে হয় বই বের করার একটা টেরাই নিতারেন। ;) ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। চেষ্টায় আছি বই বের করার।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছেন । মনে কিছে করো না , ছড়ার ছন্দ পতন হলে ছড়ার মান কমে যায় । একটু চিন্তাভারনা করে লেখ চমতকার হবে ।কেননা ছড়ার হাত তোমার খুউব ভাল । রাগ করনা কিন্তূ । ভাল থেকো ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: নিজের ভুল নিজে বোঝা মুশকিল। তবে মাত্রা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, যে কারণে মাত্রার গরমিল থাকে। ধন্যবাদ আপনাকে উপদেশ দেয়ার জন্য।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: না ,ছড়া লিখতে গেলে মাত্রার প্রয়োজন ,যেহেতু ছড়ার থিমগুলো ভাল ,সেখানে মাত্রার জন্য না হয় আর একটু বেশি ভাবতে হবে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ব্লগে মাত্রা ছাড়া ছড়া পোষ্ট করলেও বই আকারে বের করার জন্য ছড়ায় মাত্রা নিয়ে কাজ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:

নতুনভাবে সুন্দর প্রকাশ, আমাদের একটা চাপাবাজি মন আছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: ভালোই লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: হে হে হে হে ........................
শহীদুল ইসলাম প্রামানিক ভ্রাতা
বেশ ভাল লাগল
অনেক দিন পর হাসলাম প্রাণ খোলে
বাসতবধর্মী কবিতা পড়ে
লিখার প্রত্যশায়
নুর চৌধুরী

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম ছড়াটি পড়ার জন্য। শুভেচছা রইল।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

খোলা মনের কথা বলেছেন: জিওগ্রাফী ইংলিশ শব্দ
জানে না তার মানে
বলল হেসে, দুইটি বছর
ছিলাম তো ওইখানে।[/sb

হাহাহা খুব হাসলাম ভাই। কোথা থেকে আসে ভাই এগুলো। একটু অনুসন্ধান করে দেখতাম আর কি ;) ;) ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। মন্তব্য করার জন্য খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: মজার ছড়া| দারুন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬

তামান্না তাবাসসুম বলেছেন: মজার ছড়া :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: সেই চেনা ছড়ার ফুলঝুরি দেখে ভাল লাগল । শুভেচ্চা দাদা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ অনিন্দ্য অন্তর অপু। খুশি হলাম এই ব্লগে পেয়ে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন লাগছিলো পড়তে। ভাল্লাগছে। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিষয় ভাবনা- মজার অথচ বাস্তবের অনুরণন - অভিনন্দন প্রামানিক ভাই...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

জনম দাসী বলেছেন: বললো হেসে দুইটি বছর ছিলাম তো ওই খানে...

ভাই... ফেসবুকে ''হাসাইতে হাসাইতে মাইরা পালামু'' একটা নিক আছে,

আমার ছোট বোন আমাকে হাসানোর জন্য, প্রতিদিন একটা করে পাঠায়। আপনি তো দেখি মশাই তার চেয়েও বেশি রম্য মানুষ। এত কিছু পান কই বলেন তো। খুব ভাল লাগলো তবে কান ধরছি আমার চা পান করিবার সময় টুকুতে আপনার লেখা পরুম না।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: বোন জনম দাসী, আপনারা যদি আমার লেখা পড়ে একটু প্রাণ খুলে হাসেন তাহলে আমার প্রাণটাও আনন্দে হেসে উঠে। আপনার প্রাণখোলা মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। তবে আপনাদের মত যারা ভাই বোন আছেন তাদের আশীর্বাদ আমার সবসময় কাম্য।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই বড়ই রসিক মানুষ , তাঁর রম্য ছড়া গুলিই এর প্রমান ।
আমিও রঙ্গরস ভালা পাই তাই প্রামানিক ভাইকেও ভাল লাগে ।
শুভকামনা জানবেন প্রামানিক ভাই ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: আপনার রম্য লেখার আমিও কিন্তু এক নম্বর পাঠক। আপনার লেখা আমি খুঁজে খুঁজে পড়ি। ধন্যবাদ

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: রম্য মানুষ। রম্য কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকবর উদ্দীন ভূঞা। মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

অগ্নি সারথি বলেছেন: দারুন কবিতা খানা মিস করেছিলাম ক্যামনে?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। আপনাদের পড়ার আগ্রহ দেখে অত্যান্ত খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত মন্তব্যের ভীড়ে আমি ক্ষুদ্রলোক কি লিখি ভাই,শুধু একটা প্রশ্ন করতে চাই-আপনি কতদিন ভূগোলে ছিলেন ভাই ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

প্রামানিক বলেছেন: দাদা ঐখানে ৯ বছর ছিলাম। ক্লাস টু থেকে টেন পর্যন্ত। ধন্যবাদ দাদা আপনার রসালো মন্তব্য পড়ে আনন্দিত হলাম।

৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

মো: আরিফ হোসেন বলেছেন: ভাল লাগল

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরিফ হোসেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শূণ্য মাত্রিক বলেছেন: দেব কুমার ভাইয়ের সাথে একমত। প্রামানিক ভাই বই অবিলম্বে বের হওয়া উচিত। তবে আমার ব্যাক্তিগত দাবী হল প্রতিটা কবিতার সাথে অদ্ভুত ছবি গুলাও যেন থাকে। :D

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূন্য মাত্রিক। আপনারা দোয়া করবেন যেন এবার বই মেলায় বই বের করতে পারি। চেষ্টা চলছে। উৎসাহ দেয়ার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

মিউজিক রাসেল বলেছেন: :-B B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.