নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পিকনিক সোনার গাঁ পানাম সিটি (ছবি ব্লগ)

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩


ছবি-০০

ছবি-০১

ছবি-০২

ছবি-০৩

ছবি-০৪

ছবি-০৫

ছবি-০৬

ছবি-০৭

ছবি-০৮

পানাম শহরের প্রধান গলি।
ছবি-০৯

অনেক দিন পর দেখা হলো তাই পরস্পরের মাঝে হাসির ফোয়ারা।
ছবি-১০

মনে হচ্ছে দুইজনে ঝগড়া করছে কিন্তু না ঝগড়া নয় আসলে তারা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন।
ছবি-১১

পোদ্দার বাড়িতে বাউল গানের গীতিকার কোহিনুর ভাই।
ছবি-১২

ব্লগ রত্ন মইনুল ভাই এবং তার ছোট মেয়ে।
ছবি-১৩

পোদ্দার বাড়িতে ছবি তোলার সময় কোত্থেকে যেন এই মগা মিয়া এসে দাঁড়ালো তাই কি আর করা বাধ্য হয়ে মইনুল ভাই ছবি তুলতে ক্লিক করল।
ছবি-১৪

তিন কন্যার ফটো সেশন।
ছবি-১৫

পোদ্দার বাড়ির পিছনের দরজা দিয়ে বের হলেই পুকুর। সম্ভাবত অন্দরমহলের মহিলারা এই পুকুরে গোসল করতো।
ছবি-১৬

ছবি-১৭

ছবি-১৮

পোদ্দার বাড়ির পিছনের অংশ। আসলে পোদ্দার বাড়িটি বিশাল বাড়ি। ভিতরে না ঢুকলে বুঝতেই পারবেন না এটা কত বড় বাড়ি আর কত রুম আছে। চারদিকে ঘর আর মাঝে নাট মন্দীর।
ছবি-১৯

ছবি-২০

ছবি-২১

ছবি-২২

পোদ্দার বাড়ির ভিতরে দোতালার দৃশ্য।
ছবি-২৩

ছবি-২৪

পোদ্দার বাড়ির উত্তর পাশের পুকুর। সুন্দর সান বাঁধানো ঘাট।
ছবি-২৫

ছবি-২৬

ছবি-২৭

হঠাৎ করেই নীল সাধু ভাইয়ের টেলিফোন। এক কথায় রাজী, এক রঙ্গা এক ঘুড়ির সাথে পিকনিকে গমন। গায়ে ছিল জ্বর, পিকনিক থেকে ফিরে এসেই কাঁথার নিচে ঢুকে জ্বরের মজা উপভোগ করতে লাগলাম। গত শুক্রবারে পিকনিক হলেও জ্বরের কারণে ছবি পোষ্ট দেয়া হয় নাই। আজকে তাই কিছু ছবি পোষ্ট করলাম।

মন্তব্য ১১৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

শাহাদাত হোসেন বলেছেন: ছবি দেখিয়েতো লোভ বাড়িয়ে দিলেন ।পিকনিকে যাইতে মন চাইতাছে ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: বছরে একবার পিকনিকের আড্ডায় মনকে ফুরফুরা করা উচিৎ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

পার্থিব লালসা বলেছেন: আমিই পরতোম হইলেম......হা: হা: হা:হা:হা:হা:হা:হা:হা:

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: আহারে!!! আপনারে ধাক্কা মাইরা দুই নম্বরে ফালাইছে। ভয় নাই চা ঠিকই পাইবেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

পার্থিব লালসা বলেছেন: হায়রে কপাল!!!!!

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: কপালের দোষ দিয়ে লাভ নাই। এসব বিজ্ঞানের কাজ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

জুন বলেছেন: খুব ভালোলাগলো ছবিগুলো প্রামানিক ভাই । মাইনুল ভাবীকে দেখে নিলাম এই ফাকে । আপনি কোনজনা চিনতে পারলাম না :(
+

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। যে অন্যের ছবি তোলে সে তার নিজের ছবি নিজে তুলতে পারে না এখানেই দুঃখ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগলো সবগুলো ছবি- অনেক শুভকামনা প্রিয় প্রামানিক ভাই...

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো প্রাামাণিক ভাই , ভালো থাকবেন ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। ছবি ব্লগে ঢু মারার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


১৪নম্বর ছবিতে ‘পোদ্দার সাহেবের’ ছবিটি কি আমার হাতে তোলা?

যা হোক, জ্বর উপভোগ করার পর ছবি পোস্ট দেবার জন্য ধন্যবাদ প্রামাণিক ভাই। ওইদিন কিন্তু আপনাকে অনেক ছড়ার প্লট দেওয়া হয়েছে। ওগুলো একটি একটি করে ছাড়তে শুরু করুন পিলিস!!!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

প্রামানিক বলেছেন: হে হে হে মগা মিয়ার ছবিটি যে আপনার হাতে তোলা এটা আর বলার অপেক্ষা রাখে না। জ্বরের পরে জানাই আন্তরিক ধন্যবাদ

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে। আর পিকনিকে খাওয়াদাওয়া হয় নি? :) নাকি চতুরতার সাথে এড়িয়ে গেলেন ভাই। ;)

আমারো জ্বর। :( কম্বলের সাথে প্রেম করছি। :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: খাওয়া দাওয়া ভালই হয়েছে তবে ওই সময় একটু বাইরে ঘুরেছি তো যে কারণে আমার ক্যামেরায় থুক্কু মোবাইলে ছবি তোলা হয় নাই। তবে জ্বরের সাথে কম্বলের ভাল সম্পর্ক আমিও কয়দিন এই সম্পর্কের মাঝখানে ছিলাম। ধন্যবাদ

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পিকনিক ব্যাপারটা হেব্বি ভাল্লাগে! ছবিগুলো সুন্দর হইছে!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে একঘেয়েমি জীবনকে একটু রিলাক্স দেয়ার জন্য পিকনিকে যোগ দেয়া দরকার। ধন্যবাদ

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দেখে ভালো লাগলো। শেয়ার করায় ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফূল্লাহ শামীম। ছবি ব্লগে ঢু মারার জন্য শুভ্চেছা রইল।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার 'চিকমিক' চমৎকার ছবি !!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। আপনি চিকমিকের নাম মনে রাখার জন্য খুব খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
আপনার সাথে ঘুরে এলাম ঐতিহাসিক পানাম নগরী।
ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। পিকনিকের ছবি দেখে মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: পোদ্দার বাড়িতে ছবি তোলার সময় কোত্থেকে যেন এই মগা মিয়া এসে দাঁড়ালো তাই কি আর করা ছবি তুলতে হলো।
----- হা হা হা হা

মগা মিঞার আরো দু'চারটা ছবি পেলাম !!!! :)






২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: দিলেন তো বোয়ালের আন্ডা ভেঙে।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: এতো দেখি দারুণ ছবি!!!

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: আড্ডা তো ভালই জমেছে।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

কামরুন নাহার বীথি বলেছেন:
খাওয়ার সময় অবশ্য মইনুল ভাই সবার আগে----------- :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: মইনুল ভাই-এর এটা ভাল লক্ষণ, খাওয়ার আগে আর কিলের পাছে।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

সুমন কর বলেছেন: সাধু ভাইয়ের পোস্টে আগে দেখেছিলাম আজ আবার দেখলাম। চমৎকার এবং +।

তা মগা ভাইটি জানি কে !! =p~

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: মগা মিয়া আপনাদের মতই একজন ব্লগার হঠাৎ করে এসে উপস্থিত।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
পোদ্দার বাড়ীর দুই পোদ্দার ----------- :D :D



২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: এরা দুইজন অরিজিনাল পোদ্দার।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

খোলা মনের কথা বলেছেন: ছবি তোলার সময় কোত্থেকে যেন এই মগা মিয়া এসে দাঁড়ালো তাই কি আর করা বাধ্য হয়ে মইনুল ভাই ছবি তুলতে ক্লিক করল। মগা মিয়ার ছবি তোলার সব ক্রেডিট মইনুল ভাই নিয়ে গেল ;) ;) ;)

সুন্দর হয়েছে। বিশেষ করে সেখানে যাওয়ার জন্য মনটা মোড়া দিয়ে ওঠছে। ধন্যবাদ শেয়ার করার জন্য

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে একঘেয়েমি জীবনকে একটু রিলাক্স দেয়ার জন্য এরকম আয়োজনে অংশ নেয়া দরকার। তাতে মনটা ক্ষণিকের জন্য হলেও ফুরফুরা হয়। ধন্যবাদ

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

নিমগ্ন বলেছেন: হায় হায়!!!!!!!!!!!!
মগা মিয়া কইলেন ক্যান। আপ্নারে তো র‌্যাপ মডেলের মতোই লাগছিল ;) ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: কন কি---- আমারে র ্যাপ মডেল বানাইয়া ফালাইলেন- -- - - -

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

নিমগ্ন বলেছেন: গা-টা একটু নাড়া চাড়া দিয়া একটু ইউটিউবে আপাইতেন ভাই, খুব মজা হতো। :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: মরছিরে- - - শ্যাষে ইউটিউবে ঢুইকা আপাইতে হইবো- -

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিথী আপুরে এক্সট্রা ছবিগুলানের জন্য ধন্যবাদ।
:)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: এক্সট্রা ছবির জন্য বিথী আপুরে হাজার হাজার ধন্যবাদ না দিয়ে পারছি না। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার আয়োজন । ছবিগুলো বেশ প্রাণবন্ত । আপনাদেরও একটু ক্লিয়ার করে দেখে রাখলাম, যে কোন জায়গায় দেখে চিনতে সুবিধা হবে !!! হা আহা

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই আপনি আমাদের চিনে রাখলেন! তাইলে তো ভাই দেখা হইলেই এক চা পাওয়া যাইবো।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: চা খাওয়াইতে গেলে তো আবার আমাকে চিনে ফেলবেন !!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

প্রামানিক বলেছেন: চেনা চেনি না হইলে তো চা পাওয়া যাইবো না।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো সবগুলো ছবি।
হা হা হা ১৪ নং লোকটা কে চিনিতে পারলাম না যে?

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ১৪নং ছবির লোকটা মগা মিয়া সামুর একজন ব্লগার। ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি যদি মগা মিয়া হন তাহলে আমরা নিজেকে কি বলবোে মিয়া? ভাই আমি আপানার বয়স থেকে অনেক ছোট হবো তাই তুমি অথবা তুই ডাকলে খুশি হবো ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: ব্লগের বেশির ভাগই আমার চেয়ে বয়সে ছোট এইজন্য অনুমান করে তাদেরকে ছোট ভাইয়ের মতই জানি এবং সেই হিসাবে ছোট ভাইদের নামের আগে ভাই শব্দ ব্যাবহার করি, আর যারা আমার চেয়ে বয়সে বড় তাদেরকে নামের পরে ভাই শব্দ ব্যাবহার করি।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

@কামরুন নাহার আফা....
প্রথমেই সেলাম!

আপনি তো দেখছি প্রামানিক ভাইয়ের মতো একই ভুল করছেন!
কার ছবি এনে আমার নামে চালাচ্ছেন? ...সামুর ব্লগাররা কিন্তু বোকা নন! B:-/

যা হোক... আমার খাওয়া সম্পর্কে যা বলেছেন, সেটি শতভাগ ঠিক। খুব ক্ষিধা ছিল সেদিন।
বনভোজনে এমনিতে কিন্তু ক্ষিধা বেশি থাকে। আপনাকে মিস্ করেছি :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: কামরুন্নাহার আফা মইনুল ভাইয়ের কথার জবাব দেন- - - -

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

আমি মিন্টু বলেছেন: অসাধারণ সুন্দর হয়েছে ভাই ছবি গুলো । ভালো লাগলো ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০২

আবু শাকিল বলেছেন: কামরুন নাহার বীথি আপু কি জমিদার বাড়ি গেছিল ???

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০

প্রামানিক বলেছেন: না ভাই নাহার আপা আমাদের সাথে যায় নাই, তবে তিনি অনেক পুরানো ব্লগার হিসাবে আমাদের অনেকের সাথে যোগাযোগ আছে।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

অপু তানভীর বলেছেন: কবে থেকে যাওয়ার কথা ভাবছি কিন্তু যাওয়া হইলো না আর .......

ইয়ে মানে কামরুন নাহার আফা কাছে এতো ফটু আইলো কেমনে ? উনি কুথায় ছিলেন সেদিন ? :D

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২

প্রামানিক বলেছেন: কামররুন নাহার আপা অনেক পুরানো ব্লগার। উনার সাথে এমনিতেই আমাদের অনেকের যোগাযোগ আছে। আমরা সবাই তাকে বড় বোনের মত শ্রোদ্ধা করি।

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: পরিচিত সব মুখ।

সবার সাথে যেন নিজেও ঘুরে এলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

প্রামানিক বলেছেন: হা বোন সবাই প্রায় পরিচিত, অনেক দিন পর সবাই একত্রিত হয়েছিলাম। অনেক মজা হয়েছে।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: পিকনিক যাইতে মুঞ্চায় ..

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। একঘেয়েমি জীবন থেকে রেহাই পেতে মাঝে মাঝে একটু পিকনিকে যাওয়া প্রয়োজন তাতে মনটা ফুরফুরা হয়। শুভ্চেছা রইল।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, ভাল্লাগলো ||

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরাজ কবির মুন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় হায়! আপনারা এত মজা করেছেন! আর আমি ওষুধ খেতে খেতে জেরবার। আরে নীল সাধু ভাই ফোনে একবার কইলেই তো ওষুধপত্র সব ফালায়া দিয়া হাজির হইয়া যাইতাম।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: হেনা ভাই কি আর বলবো, আপনারে যে আমরা কি ধরনের মিস করি সেটা বলে বুঝানো যাবে না। আপনি রাজশাহী ছেড়ে ঢাকায় চলে আসেন তো- - -

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেজদা কী ভলান্টিয়ার ছিলেন নাকি? শেষ ছবিতে তার বুকের ওই তকমাটা কিসের?

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: মেজদা শুধু ভোলান্টিয়ার নয়, গল্পের শিরোমনিও ছিলেন। ধন্যবাদ হেনা ভাই।

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:



আপনারা যখন বাসে উঠে ফিরছিলেন কিন্তু তার ২০ মিনিট আগেই পানামে ঢুকেছিলাম। নীলদা, মেঝদা আর মইনুল ভাইয়ের সাথে দেখা হয়েছিলো। যদিও আমি সোনারগাঁও এ সকালেই ঢুকেছিল কিন্তু অন্যকাজ ছিলো তাই পানামে আসতে দেরী হয়ে গিয়েছিলো। পরের বার ইনশাআল্লাহ্‌ আপনাদের সাথে একবার পিকনিকে যাবো বেঁচে থাকলে :) :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিনুর রহমান। আপনি যদি দেখা করতেন তাহলে আরো ভাল হতো, সামনা সামনি পরিচয় হতো। আগামীতে যদি বেঁচে থাকি হয়তো দেখা হবে।

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

হামিদ আহসান বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ৷

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

হামিদ আহসান বলেছেন: পোদ্দার সাহেবকে মগা মিয়া বলেন৷ সাহস তো কম না

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: হা ভাই, একটু বেশি সাহস দেখাইছি আরকি। ধন্যবাদ

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

সাহসী সন্তান বলেছেন: আমাগো বীথিপু যদি খানা পিনার ছবি না পোস্টাইতো তাইলে আপনার পোস্টে পিলাচই দিতাম না! আর পোদ্দার সাহেবরে মগা মিয়া কওনের সাহস আপনারে দিছে কিডা সেইটা ঝাতি জানবার চায়?



চমৎকার ছবি ব্লগে ভাল লাগা রেখে গেলাম! শুভ কামনা জানবেন!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: পোদ্দার সাহেবরে মগা কওনের কেউ সাহস দেয় নাই, নিজে থেকেই সাহস কইরা লইছি। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

অগ্নি সারথি বলেছেন: ছবি দেইখ্যা গায়ে জ্বালা উঠছে। নীল সাধু ভাইয়ের টেলিফোন আমরা পাই নাই। X(( X(( X((

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: নীল সাধু ভাইরে ধরেন, টেলিফোন কেন করে নাই আপনারে? টেলিফোন করলে আপনার সাথে পিকনিক করার সৌভাগ্য হইতো।

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: জায়গাটা পিকনিকের জন্য আদর্শ কি না জানি না কিন্তু আমার মোনে হয় একা একা নিরবে এই আদি শহরের প্রতিটি ইট ছুয়ে দেখার মজাই আলাদা। ঈর্ষা করে বললাম :P

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ১৯৯১সালে এই এলাকায় যখন পিকনিকে গিয়ে ছিলাম তখন এইসব পুরানো বিল্ডিংয়ে অনেক হিন্দু পরিবার দেখেছিলাম। এবার দিয়ে তাদের কাউকে দেখতে পেলাম না। সব বিল্ডিং ফাঁকা।

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




শীতের দিনে উষ্ণতার ছোঁয়া, ক'জন ব্লগারের একটি দিন ও তার ছবিতে ।

তবে বর্ণনা আরও একটু থাকলে ভালো হতো । যেমন খাবারের লবন চেখে চেখে দেখেছেন কে ! তাতে তার অর্ধেক ভোজন আগেই হয়ে গেছে কি না । কে মুরগীর ঠ্যাং আগেই নিজের পাতে তুলে নিয়েছেন । কে নিজের বোঁচকা -বুচকি আর কজনের জিম্মায় রেখে মহানন্দে গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছেন সারাটি দিন ইত্যাদি ইত্যাদি ............. :P

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জী এস। আপনি চমৎকার কথা বলেছেন। রাসালো করে কাহিনী দেয়া যেতো। কিন্তু জ্বরের কারণে লেখা হয় নাই। শুভেচ্ছা রইল।

৪৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ ভাইয়া , আপনার ক্যামেরার চোখে দেখা হয়ে গেল জায়গাটা। ফেসবুকে মনে হয় শেয়ার করেছিলেন আগে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রেজওয়ানা আলী তনিমা। আপনার মন্তব্যে খুশি হলাম। আপনি ঠিকই ধরেছেন ফেসবুকে ছবি দেয়া আছে। শুভ্চেছা রইল।

৪৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

মেজদা বলেছেন: এতো লোক কই থেকে এলো? পিকনিকে কোন ফাঁকে এমন সব ছবি তুললেন ? খুব ভাল লাগলো ছবি দেখে। ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: মনের অজান্তেই ফাঁকে ফাঁকে ছবি তুলেছিলাম আপনে হয়তো বুঝতে পারেন নাই। ধন্যবাদ কোহিনুর ভাই।

৪৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: খুব ভাল লাগলো ছবি

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোল্ডেন গ্লাইডার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: ২৪ নং ছবিতে পোদ্দার বাড়ির পুকুরে গোসল করে কে???

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: গোসল করে পোদ্দার বাড়ির কেয়ার টেকার। ধন্যবাদ ভাই।

৪৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঘুরে আসলাম ... আপনার সাথে.........।। পিকনিক মানেই মজাই মজা......

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: হা বোন আসলেই পিকনিক মানেই মজা। ধন্যবাদ

৪৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ঘটনাটি ঘটেই গেলো !!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: নুরু ভাই, আপনি থাকলে আরো ভাল হতো। ধন্যবাদ

৪৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

@কামরুন নাহার আফা....
প্রথমেই সেলাম!

আপনি তো দেখছি প্রামানিক ভাইয়ের মতো একই ভুল করছেন!
কার ছবি এনে আমার নামে চালাচ্ছেন? ...সামুর ব্লগাররা কিন্তু বোকা নন! B:-/

যা হোক... আমার খাওয়া সম্পর্কে যা বলেছেন, সেটি শতভাগ ঠিক। খুব ক্ষিধা ছিল সেদিন।
বনভোজনে এমনিতে কিন্তু ক্ষিধা বেশি থাকে। আপনাকে মিস্ করেছি :)
------ ----

কার ছবি এনে যে আপনার নামে চালিয়েছি, তা' সামুর ব্লগাররা জানেন!!! :)
সামুর ব্লগাররা বোকাও নন, আন্ধা - কানাও নন!! :)

আমি পিকনিকে যেতাম।কিন্তু আমার কর্তা ২১ তারিখ রাতের ফ্লাইটেই চলে গেলেন, একমাস থেকে।
তাই পতিবিরহে কাতর ছিলাম ২২ তারিখে!!! :(
পিকনিকে যাওয়া আর হয় নাই!!

অবশ্য ফেরদৌসা থাকলে ঠিকই ধরে নিয়ে যেত। ওকেও মিস করছি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: হে হে হে মইনুল ভাইয়ের এই কথায় আমি কিছু কমু না, আবার বীথি আপা যে ট্যাকার ডরে যায় নাই এটাও কাউরে কমু না।

৫০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
হায় হায় জুন আপু প্রামানিক ভাইকে চিনতে পারেন নাই!!!!
দেখুনতো এনাকে চেনা চেনা লাগে কি??? :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: এই মগা মিয়ারে পাইলেন কই?

৫১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো স্পষ্ট, সুন্দর।
আর মগারে চিনতে পাইরা আরো ভাল লাগলো ..

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: খাইছেরে মগারে হগগলতে চিন্না ফালাইল।

৫২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই আনন্দ করেছেন বোঝাই যাচ্ছে --- ছবি আর বর্ণনায় পিকনিকের আনন্দটুকু একটু হলেও উপভোগ করলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লাইলী আরজুমান খানম লায়লা। আপনি ঠিকই ধরেছেন, পিকনিকে অনেক মজা হয়েছে। শভেচ্ছা রইল।

৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

নীলসাধু বলেছেন: আহা দিন গেছে বটে একটা।
মিস করেছি নাহার আপাকে। বোন ফেরদৌসাকে সহ আরো অনেক প্রিয় মুখকে।


ভালোবাসা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: এরা দুইজন থাকলে আরো মজা হতো। আসলেই মিস হয়েছে।

৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: নীলসাধু বলেছেন: আহা দিন গেছে বটে একটা।
মিস করেছি নাহার আপাকে। বোন ফেরদৌসাকে সহ আরো অনেক প্রিয় মুখকে।
---

ফেরদৌসা থাকলে আমারও যেতে হতো!!
আমিও মিস করেছি আপনাদের!!
শুভেচ্ছা নীলদা!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

প্রামানিক বলেছেন: খালি মিস নয় নাহার আপা, আপনারা না থাকাতে পিকনিকের আনন্দ অনেক খানি মিস হইছে। সেইটা পোষাইতে তাড়াতাড়ি আপনি একটা পিকনিকের আয়োজন করেন। নইলে কিন্তু সবটি মিল্লা আপনার বাসায় গিয়া হামলা করুম।

৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও মিস করেছি। তবে দেশে থাকলে অবশ্যই নাহার আপা সহ আমিও যেতাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: আপনাকে আমরাও মিস করেছি। ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী।

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

অগ্নি কল্লোল বলেছেন: দারুন।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

অগ্নি কল্লোল বলেছেন: দারুন।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.