নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাছে মুকুল বাজারে আম

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

শহীদুল ইসলাম প্রামানিক

ফাল্গুনে গাছে গাছে মুকুল, মন মাতানো মৌ মৌ গন্ধ এটাই স্বাভাবিক।

ফাল্গুন মাসে গাছে গাছে মুকুল ছাড়া অন্য কিছু থাকার কথা নয়, অথচ বায়তুল মোকাররম মসজিদের উত্তর পার্শ্বে গিয়ে কাঁচা আমের সমারোহ দেখে চক্ষু চড়ক গাছ।

কাঁচা আমের সরবরাহ দেখে মনে হচ্ছে বৈশাখ, জৈষ্ঠ্য মাস।

কাঁচা আমের সরবরাহ দেখে মনে হচ্ছে বৈশাখ, জৈষ্ঠ্য মাস।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: আম দেন, চা-ও দেন।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: বায়তুল মোকাররম উত্তর গেটে আসেন কাঁচা আম খাওয়ামু। ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ছড়া রেখে ফল??

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: একঘেয়েমি কাটাতে এই অবস্থা।

৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কাঁচা আম।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮

প্রামানিক বলেছেন: কি আর বলবো কল্লোল দা, গাছে গাছে মুকুল অথচ বাজার ভরা কাঁচা আম।

৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

বিজন রয় বলেছেন: একটু পরে পল্টন যাবো।

বায়তুল মোকারমের উত্তর গেটের বিপরীতে অনেক ফলের দোকান আছে, অাজাদ প্রোডাক্টর পাশে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

প্রামানিক বলেছেন: আজাদ প্রোডাক্টের পাশেই তো বৈশাখ মাস শুরু হয়েছে। ধন্যবাদ চলে আসেন।

৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

রানা আমান বলেছেন: আম একটু আগেই বাজারে এসেছে মনে হয় । আমের life circle টা আসলে এমন হবার কথা ।
মাঘে বোল ,
ফাল্গুনে গুটি,
চৈত্রে আঁটি ,
বৈশাখে কাটিকুটি,
জৈষ্ঠ্যে মাখিজুখি ।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: আপনার আমের ছড়া ঠিক আছে, কিন্তু বর্তমানে কিছু আম গাছ আছে নিয়মের বাইরে আমের জন্ম দেয়। সেইসব ইঁচরে পাকা আমগাছের কারবার এইসব আম। ধন্যবাদ

৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: আহারে!!!!!!
জিহ্বায় পানি আইসা গেল
কি করুম ভাই
আম দেন

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: জিহ্বায় লবন মাখাইতে মাখাইতে আজাদ প্রোডাক্টের সামনে চলে আসেন, কাঁচা আম রেডি আছে, ছিলবেন আর খাইবেন।

৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

রানার ব্লগ বলেছেন: এই আম গুল থাইল্যান্ড থেকে এসছে । থাইল্যান্ডে সারা বছর আম হয়।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: বুঝতে পারলাম, তাইলে এগুলো পাচার হওয়া আম! ধন্যবাদ ভাই রানার ব্লগ।

৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

হামিদ আহসান বলেছেন: বাহ .....জিবে জল এসে গেল...

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই হামিদ ভাই, আজাদ প্রোডাক্টের সামনে চলে আসেন। জিহ্বার জল থেমে যাবে।

৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: কাঁচা আম খাবো :D

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: চলে আসেন পল্টন মোড়ে আজাদ প্রডাক্টের কাছে। ধন্যবাদ

১০| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

আবু শাকিল বলেছেন: আমার জিহ্বায় পানি আনার জন্য আপ্লে দায়ি :) :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: আপনি আজাদ প্রোডাক্টের কাছে চলে আসেন আপনার জিহ্বার পানি থামিয়ে দেয়া যাবে। ধন্যবাদ

১১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: আহ আম!

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: হা ভাই আম। খাইলে চলে আসেন।

১২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪

মাসুদ মাহামুদ বলেছেন: বাহ. ...
কেমন আচো ? ভায়ু

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন?

১৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কামরুন নাহার বীথি বলেছেন: উম্মম্মম্ম --------- কাচা আম দেখে জিভের পানি আটকাতে পারছি না!!!!!

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: কামরুন নাহার আপা, ছালা পাঠিয়ে দেন, আমের অসুবিধা হবে না। ধন্যবাদ

১৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

মাসুদ মাহামুদ বলেছেন: ভাল ভাই।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ। শুভেচ্ছা রইল।

১৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৮

উল্টা দূরবীন বলেছেন: খুব সুন্দর। গ্রামে এই মুহূর্তে গেলে নিশ্চই মৌ ঘ্রাণ আর কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কোন গাছে মৌ কোন গাছে আম। ধন্যবাদ

১৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

তৌফিক মাসুদ বলেছেন: শুরু হইল আরেকটা ফরমালিন উতসব।
শুভকামনা কবি। ফরমালিন বন্ধে একটা ছড়া হয়ে যাক।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার কথায় উৎসাহিত হলাম, অবশ্যই চেষ্টা করবো।

১৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: অসময়ের আম হলেও ছবি দেখে ভালো লাগলো। এসব আম দিয়ে সজনে ডাল, খেতে খুব ভালো লাগে।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। আপনি সুন্দর কথাই বলেছেন। ডালের সাথে সজনে আর আম দিলে মজাই লাগে। শুভ্চেছা রইল।

১৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

আজমান আন্দালিব বলেছেন: দাম নিশ্চয়ই অনেক!

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

প্রামানিক বলেছেন: এই তো ঠেকাইছেন। আজাদ প্রডাক্টের নিচে যারা ফল নিয়ে বসে তারা আনকমন সব ফল আনে ঠিকই কিন্তু দাম সবসময় বেশি নেয়।

১৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার সবুজিয়া আম ব্লগ !

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

২০| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

রুদ্র জাহেদ বলেছেন: দেখেতো এক্ষণ খেতে মন চায় ;)

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: জী ভাই, আগগুলো তাজাই মনে হচ্ছে। ধন্যবাদ

২১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: আবার কয়দিন পর দেখবেন আমের গুটি হওয়ার আগেই পাকা আম চলে এসেছে বাজারে।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন বোন। আমার গুটি না হতেই পাকা আম বাজারে চলে আসবে। বর্তমানে সারা বছরই আম পাওয়া যায়, যেটা আগে খুব একটা চোখে পড়তো না। ধন্যবাদ

২২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ডিজিটাল যুগে আমের মৌসুমও কি এগিয়ে আসছে?

ছবি দেখে জিভে জল !!!

ভাল থাকুন। সবসময়।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: ডিজিটাল যুগে গাছে মৌ আর বাজারে আম। দেখে আশ্চার্যই হলাম। ধন্যবাদ

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার ভাত মারলে কিন্তি আমি বিরিয়ানী খামু :-B

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: লগে আমারেও খাইতে দিয়েন। ধন্যবাদ

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

প্রামানিক বলেছেন: এই রঙচঙা কিসের শরবত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.