নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কাঠ ও কুড়াল

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭


শহীদুল ইসলাম প্রামানিক

কাঠ বলতেছে, ‘কুড়াল রে ভাই
জোরে কোপাও কেন,
মায়া মমতা নাই কি দেহে
পাষাণ হৃদয় যেন’?

বলছে কুড়াল বিজ্ঞ সেজে,
‘আমি নির্দোষ ভাই,
তোমার জাতি আমার দেহে,
শক্তি পাচ্ছি তাই’।

কোনো জাতির করতে ক্ষতি
থাকলে জাতি সাথে
অল্প শ্রমেই সেই জাতিটা
ঘায়েল হবে তাতে।

জাতির জাতি না থাকলেরে
ক্ষতি করা কষ্ট
জাতির ক্ষতি জাতিই করে
বুঝে নাও স্পষ্ট।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছড়া।প্রামানিক ভাইয়ের ছড়া নিয়ে কোন কথা হবে না

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

অগ্নি সারথি বলেছেন: বলছে কুড়াল বিজ্ঞ সেজে,
‘আমি নির্দোষ ভাই,
তোমার জাতি আমার দেহে,
শক্তি পাচ্ছি তাই’। - শত্রু তো ঘরেই থাকে। সুন্দর কবিতা ভাই।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন শত্রু ঘরেই থাকে। ঘরের শত্রুই বেশি ক্ষতি করে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

জুন বলেছেন: প্রামানিক ভাই আপনি এত দ্রুত এত সুন্দর সুন্দর ছড়া লিখেন কি ভাবে বলেন তো! আমার মানহীন লেখাগুলো একটু লিখতেই তো কত দিন লেগে যায়।
ভালোলাগলো ছড়া।
+

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: আমিও তো আপনার ভ্রমণ কাহিনী পড়ে মুগ্ধ হই। আপনিও লেখালেখিতে কম না। ধন্যবাদ জুন আপা। খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: ঘরশত্রু বিভীষণ

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

৫| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো। +

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীল পরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

কল্লোল পথিক বলেছেন:






বাহ!ভাল লেগেছে।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

সোজোন বাদিয়া বলেছেন: কঠিন ছড়া লিখেছেন প্রামানিক ভাই :)!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজোন বাদিয়া। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আসুন আমরা আগে জাতশত্রু তাড়াই।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাইসুল ইসলাম রাণা। ঠিকই বলেছেন আগে জাতশত্রু তাড়াতে হবে তারপর অন্য কিছু। আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

আরাফআহনাফ বলেছেন: "কোনো জাতির করতে ক্ষতি
থাকলে জাতি সাথে
অল্প শ্রমেই সেই জাতিটা
ঘায়েল হবে তাতে।"

স্পস্ট বুঝে নিলাম।

ভালো থাকুন নিরন্তর।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরাফ আহনাফ। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১০| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনার কাছে মোটামুটি হলেও আমি খুশি। শুভেচ্ছা রইল।

১১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কাঠ কুড়াল শতীন শতীন
ভাব দেখালে
তাহা দেখিতে কেমন লাগে।
কাঠ কুড়ালের দ্বন্ধ
দেখিতে লাগে মন্দ।
লোহার মনে লোভ জাগিলে
ক্ষোভের বলী কাঠের গায়ে লাগে
এই বলী কেউ কি আশা করে?
কাঠ কুড়ালের এক হাতে তালি নাহি বাজে
এ কথারও প্রমাণ মিলে ।
লোহার গায়ে কাঠ লাগালে
তাহাদিকে কুড়াল বলে।
কাঠ কুড়াল মিলেই আবার ঘর বাঁধে,
কাঠ কুড়ালের কে বা আপন, কে বা পর
তবুও রয়ে যাবে, জনম জনম ভর।

#প্রামাণিক ভাই লিখেছেন
ছড়া-ছন্দ হয় নাই মন্দ।
পড়ে হলাম আমি ধন্য#

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। আপনার মন্তব্য পড়ে অনেক কিছু জানা হলো। খুবই খুশি হলাম। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালৈ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

উল্টা দূরবীন বলেছেন: দারুণ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ প্রামােনিক ভাই।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

এম.এ.জি তালুকদার বলেছেন: সরি ভাই,নামটা লিখতে ভুল হওয়ার জন্য ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৬| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




হাস্যচ্ছলে প্রকট একটি সত্য বলে গেছেন ............জাতির ক্ষতি জাতিই করে .........
ছড়াটি বরাবরের মতোই বিবেকে ঘা দিয়ে গেল ।

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

রাজু বলেছেন: nice

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজু্। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই অাপনি অসাধারন সব ছড়া লিখেন। খুব ভাল লাগলো।পরের বই মেলা অাপনার ছড়ার বই চাই।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নুরুন নাহার লিলিয়ান। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অবশ্যই চেষ্টায় আছি বই বের করার জন্য। শুভেচ্ছা রইল।

১৯| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

মুসাফির নামা বলেছেন: ১ম না হলেও চা চাই।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: আপনার চা সবসময়ের জন্য বরাদ্দ আছে যখন ইচ্ছা খেয়ে যাবেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.