নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমিক

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯


শহীদুল ইসলাম প্রামানিক

ভর দুপুরে তাকিয়ে দেখি
জানালা দিয়ে তোকে
একটি ছেলে হাত ধরেছে
চিনি না তো ওকে?

তোর সাথে সে ঘুরছে কেন,
বে করেছিস নাকি?
ঘোমটা দিয়ে হাঁটতে গিয়ে
মুখ রেখেছিস ঢাকি।

বরের সাথে যেমন করে
নতুন বউয়ে হাঁটে
তেমন করে হাঁটছিলি তুই
গিয়ে নৌকা ঘাটে।

সেদিন না হয় ঝগড়া করে
গো ধরে আর যাইনি
তার পরেতে অনেক খুঁজেও
তোর দেখা যে পাইনি।

ছোট্ট ভুলে ভুলেই গেলি
আমার ভালবাসা
তোর সাথে যে ঘর বাঁধিবার
ছিল অনেক আশা।

কিন্তু একি দেখনু সেদিন
আমার নিজের চোখে
সেই থেকে যে এদিক সেদিক
খুঁজছি শুধু তোকে।

সত্যি নাকি বে করেছিস
ওই ছেলাটাই বর,
কোথায় পেলি? কি করে সে?
কোনখানে তার ঘর?

আমায় ভুলে ওই ছেলেকে
কেমনে বাসলি ভাল?
এইদিকে আয়, রাগ করেছিস
মুখ করলি যে কালো?

আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি তোর জয়?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

বিজন রয় বলেছেন: চা দেন।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: চা রেডি আছে চলে আসেন। ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেষ, চলে গেছে; এখন দেরী হয়ে গেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

প্রামানিক বলেছেন: দেরী দেখেই তো চলে গেল। ধন্যবাদ চাঁদগাজী ভাই। রসের মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: পারবে না, পারবে না, ভুলে থাকতে পারবে না...
অমন কবিকে ভুলে থাকতে গেলে পাষাণী হতে হবে যে
খুব আবেগ দিয়ে লেখা ভাই। ভালা লাগা আর ভাল লাগা

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: হা হা হা মন্তব্যটাও আবেগ দিয়ে লেখা। ধন্যবাদ

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এবার প্রেম ফুঁটেছে ছড়ায়,
নাম ছড়বে ধরা'য়।
এমন ছড়া আরও চাই,
ধন্য তুমি প্রামানিক ভাই ।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। শুভেচ্ছা রইল।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছোট্ট ভুলে ভুলেই গেলি
আমার ভালবাসা
তোর সাথে যে ঘর বাঁধিবার
ছিল অনেক আশা।


দারুন! ধন্যবাদ প্রামানিক ভাই।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

মুক্ত পিঞ্জর বলেছেন: আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি তোর জয়?

খুব ভাল লিখেছেন।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুক্ত পিঞ্জর। অনেক অনেক শুভেচছা রইল।

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

বার্তা বাহক বলেছেন: চমৎকার লেখনি! ধন্যবাদ কবি।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বার্তা বাহক। শুভেচ্ছা রইল।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

রিপি বলেছেন:
আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি তোর জয়?



হা হা
ভালো লেগেছে ভাইয়া।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রিপি। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

আহা রুবন বলেছেন: ভাবিকে বলে দেব নাকি?
খু্....উ.....ব ভাল লেগেছে.......

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: হা হা হা ভাবিকে বলে লাভ নেই লেখালেখিতে তার অনুমতি আছে। ধন্যবাদ রসিকতা করার জন্য।

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একদিনের এদিক ওদিকে বর জুটিয়ে নিয়েছে। ভালো ভালো।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: এই রকমই হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: হুম ! ভালো হয়েছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনি ভাল বলায় খুশি হলাম। কারণ আপনার ভাল, মোটামুটি, চলবে ইত্যাদি শব্দগুলো থেকে লেখার মানের একটা আন্দাজ পাওয়া যায়। যেটা আমার জন্য বিরাট পাওনা।

১২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভর দুপুরে তাকিয়ে দেখি
জানালা দিয়ে তোকে
একটি ছেলে হাত ধরেছে
চিনি নি তো ওকে?

খুবই দুঃখজনক! চলে যেহেতু গেছে কি আর করা!

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

প্রামানিক বলেছেন: অনেকের জীবনেই এমনই ঘটনা ঘটে। যে কারণে মমতাজের গান "ফাইট্টা যায়" হিট করেছে। মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: চা মনে হয় শেষ।
লেখা ভাল হয়েছে তা জানিয়ে গেলাম।
ধন্যবাদ,ভাল থাকুন।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: অসুবিধা নেই চা শেষ হলে আবার পানি গরম করা হবে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

জুন বলেছেন: দুক্ষের ছড়া প্রামানিক ভাই =p~
মজা পেলাম অনেক।
+

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। ছড়াটি হয়তো অনেকের জীবনের বাস্তব ঘটনা। পাড়া মহল্লায় তাকিয়ে দেখবেন এরকম কত ঘটনা ঘটছে।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ভালোবাসার ব্যথা ।
তবে ছড়ার নামটি - হয়েছে কি তোর জয়? হলে ভর দুপুরেও তাকিয়ে থাকা যেত ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, আপনার উপদেশ সাদরে গ্রহণ করলাম। শুভ্চেছা রইল।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: আহারে । বেশ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের ছড়া ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

কালনী নদী বলেছেন: যে জানে আর যে জানে না, তারা কি কখনও সমান হতে পারে?- আর কুরআন।
না ভাই আপনাকে কষ্ঠ দিয়ে কৃত্রিম সুখ হয়ত পেতে পারে জয় কখনও না,

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন ভাই। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: আহারে

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার ছন্দময়। কিন্তু পড়ে আঘাত পেলাম।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২

সোহানী বলেছেন: আহারে...............

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: টেরাজেডিক ছড়া :((

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: তার মানে আসল ঘটনা এইটা :D

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: এইটা অনেকের ঘটনা।

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এটাকে বাংলাতে বলে ছ্যাকামাইসিন ট্যাবলেট :D

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: এই ট্যাবলেট দুই একটা খাইছেন নাকি?

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আমিই মিসির আলী বলেছেন:
আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি তোর জয়? :((

মজা পাইলাম =p~
+

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিসির আলী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

মুসাফির নামা বলেছেন: চমৎকার।+++++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: মন বোঝেনা কিছুতেই প্রিয়া অামার,
চোখের জলে ভাসায় চোখের নদীর দুটি ধার!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: দারুণ লাগল ছন্দ মন্তব্য চমৎকার ।

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

কালনী নদী বলেছেন: 'যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে?' ৩৯:৯ (আল কোরআন) বাংলা মর্মবাণী

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: কোন দিনই সমান হতে পারে না। ধন্যবাদ ভাই কালনী নদী।

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

তৌফিক মাসুদ বলেছেন: আপনার লেখা পড়ে মজা পাই , তাই পড়ে যাই ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টিসীমানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০

জ্যোস্নার ফুল বলেছেন: বে তাইলে কইরাই ফেলাইল, সমস্যা নাই আমরাও বে কইরা ফালামু 8-| =p~

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: হা হা দেরি কইরা লাভ নাই ফরয কাজ যত তাড়াতাড়ি করা যায়।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

ফারিহা নোভা বলেছেন: হা হা হা 8-| ফানি

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফারিহা নোভা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

মেহেদি হাসান রনি বলেছেন: ভাই!
কবিতা আমিও লিখি!
আপনার মতো অতটা ভালো না হলেও মোটামুটি!
কিন্তু বেশি সাড়া পাই না!
তখন লিখতে মন চায় না

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ভাই হতাশ হবেন না। লিখতে থাকেন, একদিন সারা অবশ্যই পাবেন। ধন্যবাদ

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।++

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

ফরিদ আহমাদ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফরিদ আহমাদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.