| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
(উৎসর্গ সাদা মনের মানুষ)
শহীদুল ইসলাম প্রামানিক
কালী বাবা কালি গায়ে
নাম হলো ইঞ্জিল
সারা দিনমান কথা কয়না
কেমন তাহার দিল।
লোহা-লক্কর গায়ে-গলায়
হাতেও লোহার বয়লা
দেখলে পরে বোঝাই যায় না
মানুষ নকি কয়লা।
কাপড়-চোপর বয়লা-মালা
কোথাও নাইকো ফাঁকা
মাথা থেকে পা পর্যন্ত
পুরোই কালি মাখা।
আরবী লেখা কাসার বাটি
সেটাই ভিক্ষার থালা
এমন বেশে থাকলে পরেও
নেই কোন তার জ্বালা।
শরীর জুড়ে কালি থাকায়
দেখতে ভুতের মত
হঠাৎ করে চাইলে পরে
আঁৎকে উঠে কত।
কেউবা তারে আদর করে
কেউবা করে ধিক্কার
কেউবা আবার তারে দেখে
দেয় জনমের চিৎকার।
কিসের ধান্দায় হর হামেশা
এমন বেশে থাকে?
জানি না ভাই কোন পাগলে
বুদ্ধি দিল তাকে।
কালী বাবা নাম দিয়েছে
মোদের কামাল ভাই
তার ছবিতেই ছন্দ কথা
লিখে গেলাম তাই।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
প্রামানিক বলেছেন:
আইসা পড়েন চা রেডি।
২|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ হইছে চমৎকার, এ ব্যাপারে অমত কার?
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: হে হে হে- - -- -যা কইছেন তা মাথায় রাখলাম।
৩|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: 
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
প্রামানিক বলেছেন: চমেৎকার চা
৪|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
আহলান বলেছেন: সুপার্ব ...!
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান।
৫|
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
নীলপরি বলেছেন: ছন্দময় । ভালো লাগলো ।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। শুভেচ্ছা রইল।
৬|
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
মেহেদী রবিন বলেছেন: ধূপ ধাপ করে এই যে ছড়া বানিয়ে ফেলেন, তাও এমন চমৎকার। কিভাবে পারেন !
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: আপনাদের উৎসাহই অনেকটা কাজ করে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
৭|
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
জুনেদ আহমদ ৩ বলেছেন: কবি খুব চমৎকার লেখেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৮|
০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯|
০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: দিলাম গরম চা, আপনি বলতাছে সব সময় মাথায় রাখবেন, পরে তো আবার মন্ত্রী হয়ে যাওয়ার চান্স আছে ![]()
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৭
প্রামানিক বলেছেন: হে হে হে কন কি? এই বয়সে মন্ত্রী হইলে তো মাথা বইসা যাইবো।
১০|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭
ডঃ এম এ আলী বলেছেন: চা পান করতে চইলা আইতাছি ।
যা কইবার ঐহানেই
কইবাম ।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯
প্রামানিক বলেছেন: আইসা পড়েন আমি রেডি আছি। ধন্যবাদ
১১|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
জাতি ও সমাজ থেকে এরা কোন সাহায্য পেলো না
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই।
১২|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছড়া ভালো লাগার পরিমাপ করা যাচ্ছেনা। ছড়ার জন্য অনেক ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৩|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৫
কবীর বলেছেন: কালী বাবার ছড়া সুন্দর হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়া! + +
কেউবা তারে আদর করে
কেউবা করে ধিক্কার
কেউবা আবার তারে দেখে
দেয় জনমের চিৎকার -- ![]()
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫|
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯
অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা চমৎকার। সাদা ভাইয়ের ছবিগুলোর চমৎকার ছান্দিক ব্যাখ্যা। ভাল লেগেছে ছড়া।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬|
০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৪
মিঃ পাষাণ বলেছেন: বাহ বাহ বাহ.... এতো কবি নয় শুধু মহাকবি
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭|
০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৪
মারিয়া ফেরদৌসী বলেছেন: চমৎকার।
![]()
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮|
০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩
সুলতানা সালমা বলেছেন: হাহাহা। কবিতাটা মজার ছিলো। এই কবিতা টা কালি বাবার গলায় আপনার আশীর্বাদ স্বরুপ ঝোলানোর ব্যবস্থা করতে পারেন। ![]()
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: কালি বাবার গলায় ঝুলিয়ে দিলে ভালই হতো। ধন্যবাদ
১৯|
০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কালা বাবার ফেসবুক আইডি টা দিয়েন প্রামাণিক ভাই, রিকু পাঠামু ![]()
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: কালি বাবার ফেসবুক আইডিটা সাদা মনের মানুষের কাছে আছে।
২০|
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
এম.এ.জি তালুকদার বলেছেন: অনেকদিন ফিরে এলাম শুধু প্রামানিক ভাইকে একটা ধন্যবাদ দিয়ে চলে গেলাম।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন?
২১|
০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ভাইজান বিষয়টাকি, কালী বাবায় পাইছে নাকি , কারো কোন জবাব নাই
।
দেখতে আইছিলাম চায়ের দাওয়াতটা পাইছি কিনা
যাহোক শুভেচ্ছা রইল ।
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: বাড়ি ছিলাম না এই জন্য আপনাদের হাক ডাকের জবাব দিতে পারি নাই, এবার আসেন পান তামাক খেয়ে যান।
২২|
০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: লেখা তো বরাবরের মতই অসাধারন.,,,
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৩|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই দাওয়াত দেয়ার জন্য । ট্রাম বাবাজী গন দাওয়াত দিয়ে রাখছিল ইলেকশনের অাগেই , সরকারী ও বিরোধী সবই দেখি ঐদিকেই ছুটছেন । আমাদের তো আর যাওয়ার সুযোগ নাই তাই আইতাছি আপনার বাড়ীতেই । তয় কালী বাবারে তার দোস্ত ট্রাম বাবাজীর দাওয়াতটা পৌছাইয়া দিলে মনে হয় তিনি খুশী হবেন !!!
শুভেচ্ছা নিবেন ।
১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কালি বাবা আর ট্রাম বাবার মধ্যে পার্থক্য শুধু একজন কালি মাখায় আরেকজন পরিষ্কার থাকে। তবে আইসা পড়েন। ধন্যবাদ
২৪|
১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
অতঃপর হৃদয় বলেছেন: এগুলা কিসের ছবি দিছেন ভয় পাইছি।
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
প্রামানিক বলেছেন: সারা গায়ে কালি মাখানো পাগলের ছবি
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: সাবাস সাবাস........চা দেন