নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা সাভারের সিআরপি হাসপাতালে একদিন

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬


কয়েক দিন আগে গিয়েছিলাম ঢাকা সাভারের সিআরপিতে। পক্ষাঘাতগ্রস্ত রুগীর অভাব নাই। হাঁটতে চলতে পারে না। ট্রলিতে করে ঠেলে ঠেলে আত্মীয়স্বজনেরা এদিক থেকে ওদিকে নিয়ে যায়। অনেকে হাত পা নাড়াতে পারে না আবার অনেকে ঠিকমত মুখও নাড়াতে পারে না। তাদের কষ্ট দেখে খুব খারাপ লাগে। এমন রোগ যেন বিধাতা আর কাউকে না দেয় এই কামনা করি।

তবে সিআরপির পরিবেশটা চমৎকার। গাছ গাছালিতে ভরপুর। গেট দিয়ে ভিতরে ঢুকলে ছায়াঢাকা কোকিল ডাকা মনোরম পরিবেশ থেকে আসতে মন চায় না। মাঝে মাঝে ফুলের বাগান দেখলে মন ভরে যায়। পূর্বপাশে শানবাঁধানো ছোট একটি পুকুর আছে। চারদিকে গাছ দিয়ে ঘেরা। গাছের নিচে আরামে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ বসানো। একবার পুকুর পারে বসলে প্রাণ জুড়িয়ে যায়। পক্ষাঘাতগ্রস্ত রুগিদের জন্য এত সুন্দর পরিবেশে এত ভালো চিকিৎসার হাসপাতাল বাংলাদেশে আর নেই বললেই চলে।

যে ভাবে সিআরপি শুরু হয়েছিলঃ
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড (Centre for the Rehabilitation of the Paralysed – CRP) বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী ফিজিওথেরাপি সংগঠন। এর মূল কাজ শারীরিকভাবে অক্ষমদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির মূলে আছেন বাংলাদেশে বসবাসরত একজন ইংরেজ ফিজিওথেরাপিস্ট যিনি জীবনের অধিকাংশ সময়ই বাংলাদেশে মানবসেবায় ব্যয় করেছেন এবং এখনও করছেন। তিনি হলেন ভেলরি এ. টেইলর।

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত অবস্থায় ১৯৭৯ সালে অনেক কষ্ট এবং প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালের দুইটি পরিত্যক্ত গুদাম ঘর পান ভ্যালেরি টেইলর। এখানেই প্রথম একেবারে ছোট আকারে প্রতিষ্ঠা করেন ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি এবং রোগী ভর্তির প্রক্রিয়া শুরু করেন। প্রতিষ্ঠার পর অক্লান্ত পরিশ্রম করতে থাকেন এর উন্নতির জন্য। সাইকেলে চেপে বিভিন্নজনের ঘরে ঘরে যেতেন সাহায্যের জন্য। এজন্য তাঁকে অনেক লাঞ্ছনা-গঞ্জনাও সহ্য করতে হয়েছিল। এভাবে এই প্রতিষ্ঠানটি একসময় নিজের পায়ে দাঁড়াতে সমর্থ হয়। পরিণত হয় ৪০০ শয্যাবিশিষ্ট একটি দাতব্য ক্লিনিকে। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার এক পর্যায়ে তাঁকে নেতৃস্থানীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর ফলে এটি দাতব্য থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে অবশ্য তার পদ তিনি ফিরে পেয়েছেন। কিন্তু এর উদারনৈতিক স্বেচ্ছাসেবার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে।

১৯৯০ সালের পূর্ব পর্যন্ত তিনবার তাঁর চিকিৎসা কেন্দ্রের স্থান পরিবর্তিত হয়। পরে ঢাকা মহানগরীর অদূরে ১৩ একর জমির ওপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় সিআরপি’র কেন্দ্রীয় কার্যালয়। বর্তমানে ভ্যালেরির এই কেন্দ্রটি সিআরপি নামে সমধিক পরিচিত।

সিআরপি’র জন্ম যদিও ১৯৭৯ সালে ও রেজিস্ট্রেশন অর্জন ১৯৮১ সালে কিন্তু বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে ভেলোরির কার্যক্রম প্রায় ৩৪ বছর। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তার মূল্যবান অবদানের জন্য ব্রিটেনের রানী তাঁর বিশেষ খেতাব প্রদান করেছেন। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মানব কল্যাণের জন্য ১৯৬৬ সালে তিনি হল্যান্ডের ওয়ার্ল্ড অর্থোপেডিক কনসার্ন কর্তৃক ‘আর্থার আয়ার ব্রুক’ স্বর্ণপদকে ভূষিত হন। বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের সম্মানজনক নাগরিকত্ব প্রদান করে। এ ছাড়াও তিনি বাংলাদেশ সরকারের স্বাধীনতা পদক (২০০৪), মিলেনিয়াম অ্যাওয়ার্ড, খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণপদক (২০০৮), মহাত্মা গান্ধী শান্তিপদক (২০০৯), যুক্তরাজ্যের ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

পক্ষাঘাতগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত এই মহামানবী এখনও বিয়ে করেন নাই। ৮ ফেব্রুয়ারি, ১৯৪৪ইং সালে
কেন্ট, যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উইলিয়াম টেইলর মাতার নাম মেরি টেইলর।

(তথ্য সুত্র উইকিপিডিয়া)

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ধন্যবাদ মূল্যবান তথ্য জানানোর জন্য।

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে এটা তুলে ধরার জন্য।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল তথ্য জানলাম, যা জানতাম না কখনওই।
শুভেচ্ছা রইল।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া

অনেকেই জানেনা ফিজিও থেরাপী যে কোনো ফিজিক্যাল ডিসাবিলিটি ছাড়াও কত ধরনের ব্যাথা বেদনারও প্রায় স্থায়ী উপশম করে।
এই পোস্ট সকলের পড়া উচিৎ। সাভার ছাড়াও মিরপুর ১৪ তে একটি শাখা আছে।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অজানার কারণে অনেক লোক বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। বাংলার ঘরে ঘরে খবরটি পৌছানো দরকার। ধন্যবাদ

৫| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সাথে শেয়ারের জন্য ধন্যবাদ ভাইয়া।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


"এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার এক পর্যায়ে তাঁকে নেতৃস্থানীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর ফলে এটি দাতব্য থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। "

-ভেলরি এ. টেইলর'কে যখন সরাচ্ছিল, ঘটনাগুলো মনে আছে তো আপনার? দেখেছেন, সামান্য কিছু দুস্ট লোক কিভাবে পুরো দেশকে বিপথে নিয়ে গেছে!

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: এটাই স্বার্থন্বেষী মহলের চরিত্র। তাদের কাছে ভালোমন্দ নাই, সব জায়গায় স্বার্থ খোঁজে। ধন্যবাদ আপনাকে।

৮| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভেলরি এ টেইলর এবং সি আর পি হাসপাতাল সম্পর্কে তথ্যগুলো জেনে ভালো লাগলো।

ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৫

সোহানী বলেছেন: যদি সত্যিকারে গুনীদের নোবেল দেয়া হতো তাহলে ভেলরি এ. টেইলর অনেক আগেই তা পেতো। যাহোক তারপরও আমাদের কিছু বেইমান মীর জাফর তাকে দেশ ছাড়া করার চেস্টা করেছি ক'বছর আগে। স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা সম্ভব হয়নি।

অনেক ভালোলাগলো তাঁকে স্মরণ করাতে। অসাধারন একটা প্রতিষ্ঠান ও অসাধারন তার সেবা।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

প্রামানিক বলেছেন: ভালো কাজ করতে গেলে মীর জাফরদের কারণে অনেক সময় সেটা করা সম্ভব হয় না। ভেলরি এ টেইলরের ক্ষেত্রেও তাই হয়েছিল। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:



অনেক ধন্যবাদ।

ছড়া রেখে বৃত্তান্ত কেন, প্রামানিক ভাই?

এটা নিয়ে কি কোনভাবে একখান ছড়া নির্মান করা যেত না!

ভাল থাকুন।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ছড়ার পাশাপাশি কিছু বৃত্তান্তও থাকা দরকার। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

১১| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগা রইলো, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ,
পক্ষাঘাতগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত এই মহামানবী এখনও বিয়ে করেন নাই। ৮ ফেব্রুয়ারি, ১৯৪৪ইং সালে
কেন্ট, যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উইলিয়াম টেইলর মাতার নাম মেরি টেইলর।
এই মহিয়সী নারীকে বিনম্র শ্রদ্ধা জানাই।

ভাই আপনি কেমন আছেন?

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ভাল আছি ভাই, আপনি কেমন আছেন?

১২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ জনসেবামূলক পোষ্টের জন্য ।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিআরপি নিয়ে চমৎকার প্রতিবেদন।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

চিন্তিত নিরন্তর বলেছেন: বেচেঁ আছেন জেনে ভাললাগ।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: জী ভাই এখনও বেঁচে আছি তবে শরীরের অবস্থা খুব একটা ভালো না।

১৫| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা ছড়া কি বাদ দিছেন!!

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: বাদ দেই নাই কিন্তু সময় নাই।

১৬| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: ভিন দেশী ভেলরি টেইলর এর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণে রাখবে বলে আশাকরি প্রামানিক ভাই । তিনি হলেন আমাদের দেশের মাদার তেরেসা ।
সুন্দর পোষ্টে প্লাস ।
+

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: কি আর বলবো আপা, এই মহিলাকে বাংলাদেশের কিছু স্বার্থেন্বেষী মানুষ নাকানি চুবানি দিয়ে ছেড়েছে। ভেলরি টেইলরকে তাড়িয়ে দিয়ে দাতব্য চিকিৎসার এই হাসপাতালে ব্যবসা শুরু করেছিল। প্রধানমন্ত্রীর সহায়তায় ভেলরি টেইল আবার তার পদ ফিরে পেয়েছেন।

১৭| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , অআপনার এই পোস্টের মাধ্যমে ভেলরি এ. টেইলর এর মুল্যবান অবদানের বিস্তারিত তথ্য জানতে পারলাম ।
শুভেচ্ছা জানবেন ।

২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডঃ আলী ভাই শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.