নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামনিক
সেই যে চলে গেলে
আমায় ত্যাগ করিয়া
সেই থেকে খাইনি গো
আজো পেট ভরিয়া।
সকাল বেলা নাস্তায় দিতে
ভাজী ভর্তা কতো কি?
আলু ভর্তায় দিতে তুমি
বাঘা বাড়ীর খাঁটি ঘি।
বেগুন, আলু, পটল ভাজি,
ছোট মাছের চচ্চরি
খেয়ে খেয়ে বেহুশ হোতাম
টান টান হতো মেদ ভুরি।
শীতের দিনে খেজুর রসে
রসের পিঠা খেয়ে যে
পাটি সাপটায় খুশি হতাম
সাথে ভাপা পুলিতে।
পায়েস পিঠা শিরনী ফিরনী
হয়না কোন তুলনা
খাওয়ার পরে বলতে তুমি
আমার রান্না ভুলনা।
ভুলিতে কি পারি ওগো
তোমার হাতের রান্নাটা
খেতে গেলেই মনে পরে
চেপে যাই তাই কান্নাটা।
আবার তুমি আসবে কবে
দিবে খাবার তুলিয়া
তোমার হাতের রান্না খেয়ে
অতীত যাব ভুলিয়া।
******* ****** ******
(গান)
যদি কেউ গান গাইতে চান
**********************
সেই যে তুমি চলে গেলে আমায় ত্যাগ করিয়া
সেই থেকে যে খাইনি আমি আজো পেট ভরিয়া।
সকাল বেলা নাস্তায় দিতে ভাজী ভর্তা কতো কি?
আলু ভর্তায় দিতে তুমি বাঘা বাড়ীর খাঁটি ঘি।
বেগুন, আলু, পটল ভাজি, ছোট মাছের চচ্চরি
খেয়ে খেয়ে বেহুশ হোতাম টান টান হতো মেদ ভুরি।
এখন এসব পাইনা খেতে আফসোসে যাই মরিয়া
সেই থেকে যে - - -- -
শীতের দিনে খেজুর রসে, রসের পিঠা খেয়ে যে
পাটি সাপটায় খুশি হতাম-- সাথে ভাপা পুলিতে।
পায়েস-পিঠা শিরনী-ফিরনী হয়না কোন তুলনা
খাওয়ার পরে বলতে তুমি আমার রান্না ভুলনা।
ভুলতে কি গো পারি আমি এমন রান্না পাইয়া
সেই থেকে যে - - -- -
অনেক খুঁজেও পেলাম না গো তোমার হাতের রান্নাটা
খেতে গেলেই মনে পরে চেপে যাই তাই কান্নাটা।
আবার তুমি আসবে কবে বসে আছি পথ চেয়ে
খেয়ে আমি ধন্য হবো তোমার হাতের ভাত খেয়ে।
তা না হলে স্বাদ মিটবে না এই জীবনে মরিয়া
সেই থেকে যে খাইনি - ---
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ছন্দে ছন্দে সুন্দর কথামালায় রচিত ছড়া মাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল ।
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা পাঠে সন্ধ্যাটা কবিতার মতই ছন্দময় হলো।+++
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছন্দের মেলায় ঘুরে গেলাম। অপূর্ব ছড়াটি।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, এখন অন্য কেহ ভালো ভালো খাবার কাচ্ছেন!
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: জী ভাই, যারা বাংলাদেশে বউ রেখে বিদেশ গেছে, তারাই বউয়ের হাতের খাবার নিয়ে প্রতিদিনই আফসোস করে থাকে। তাদের মনের কথাগুলোই ছড়ায় তুলে ধরেছি।
৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই আগের মতোই স্বাদ, গন্ধ, জৌলুশ
ধন্যবাদ প্রামানিক ভাই
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৬
এডওয়ার্ড মায়া বলেছেন: ছন্দে ছন্দে দারুন শব্দ মালা !
আব্বা ঢাকা থেকে গ্রামে আসার পথে বাঘা বাড়ীর খাঁটি ঘি নিয়ে আসতেন।
গরম ভাতে ঘাঁটি ঘি দারুন এক স্বাস এবং ঘ্রাণ।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে ছোট কালের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।
৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৭
সনেট কবি বলেছেন: অসাধারণ
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১১
সোহানী বলেছেন: তো সে কোথায় গেল প্রামানিক ভাই.........
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ছড়ায় আমার কথা বলি নাই, যারা দেশে বউ রেখে বিদেশ গেছে তাদের মনের কথা বলেছি।
১০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গেছে কোথায়? এত ভালোবাসা ফেলে?
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: যাদের বউ বিদেশ থাকে তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন। ধন্যবাদ
১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
জাহিদ অনিক বলেছেন: পুরো একটা খাবারের রেসিপি- প্রিয়া যদি এসব বানাতে পারে তবে সে খাসা রাঁধুনি । তাকে মিস করছে ইচ্ছে করে ।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
১২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩
ঢাকাবাসী বলেছেন: অবধারিতভাবে চমৎকার একটি ছড়া, দারুণ ভাল লাগল।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আপনি কেমন আছেন?
১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা চমৎকার ! লিরিক হিসাবেও মন্দ না !!
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই ++++
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে ছন্দময় +++ ব্যাপক ভালো লাগলো।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাস্তবতার সাথে মিল আছে।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ ভোর ৬:০৭
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার লেখা। কবির কলমের খোঁচায় সবই যেন মধুর হয়ে যায়। আপনার লেখা সুন্দর হয়, যা মনে চায় লিখে যান। শুভ কামনা রইল।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ ভোর ৬:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমার লেগেছে দারুন
দুঃখ ভীষন করুন।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:২০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, যারা বিদেশ আছে তারা এই দুঃখটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫
মৌমুমু বলেছেন: দারুন লাগলো ভাইয়া!! চমৎকার ছন্দময়।
আপনি তার রান্না মিস করছেন। হয়তো দুর থেকে সেও আপনাকে রান্না করে খাওয়ানোর জন্য অপেক্ষায় আছে।
অপেক্ষার দ্রুত সমাপ্তি ঘটুক। ভালো থাকবেন।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:২২
প্রামানিক বলেছেন: লেখকরা সব সময় নিজের উদাহারণ দিয়ে অন্যের দুঃখ কষ্টের কথা তুলে ধরে এটাও তাই। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি, দিনে দিনে আপনার জ্ঞান বার্তাছে
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
প্রামানিক বলেছেন: চিকনগুনিয়ায় জ্ঞান অর্ধেক কইমা গেছে, তা নইলে কেউ কি এই রকম ছড়া লেখে।
২২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪
সনেট কবি বলেছেন:
কবি শহীদুল ইসলাম প্রামানিক
সকলের মনে তোলে আনন্দের টেউ
শহীদুল ইসলাম প্রামানিক কবি
ছড়াকাব্যে পাঠকেরে বিমোহীত করে;
কবিতার চরিত্ররা বাস্তবের মতো।
কবি খোঁজে মানুষের জীবনের কোণ
তারপর তুলে আনে সম্পর্কের হীরে
দেখি উহা জ্বলজ্বল কতটা যে করে
মুগ্ধমন দেখে শেষে নৃত্য করে উঠে।
চিত্তজুড়ে বাজে কত মনহরী বীণ
কবি কথা সুরে সুরে ব্যাঞ্জনায় ভরা
পাঠকের আকুলতা সেখানেই ঝরে।
মনে পড়ে আরো কত মিষ্ট কথা কবি
দিয়েছেন আমাদের সৌজনের সাথে
মোহনীয় রত্ন কথা যত্নকরে ঢেলে।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫
প্রামানিক বলেছেন: ভাই আপনার এই সনেট মন্তব্য গুলো সংগ্রহ করে রাখবেন। খুবই ভালো লাগে আপনার এই সনেট। ধন্যবাদ আপনাকে।
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২
অপরিচিত মানব শুণ্য বলেছেন: ভাল আছেন... অনেকদিন পর আপনাদের দেখতে এলাম.....
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারে পুণঃরায় ব্লগে পেয়ে খুশি হলাম।
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!
------
আমি কিন্তু আপনার নিয়মিত পাঠক...
বড় ভাল লাগে আপনার কবিতাগুচ্ছ....
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: আপনার পাসওয়ার্ড সমস্যার সমাধান হয়েছে জেনে খুশি হলাম। আপনাকে আবার নিয়মিত ব্লগে পাওয়া যাবে।
২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯
কানিজ রিনা বলেছেন: পরের পিঠা খেতে মিঠা যে করে বিশ্বাস
বউ হাড়াইয়া তাহার থাকে সর্বক্ষন দীর্ঘশাস।
মায়ের হাতের মন্ডা মিঠাই পায়েশ ছিল
জম্পেশ বউ যে আমার শিখেছিল মায়ের
হাতের কোরমা পোলাউ ভর্তা ইলিশ খিচুরী
মা যে আমার শিখিয়েছিল নিজের হাতের
জাদুকরী। সময় গেছে বউও গেছে এখন
আমি কিযে করি।
স্মৃতি জাগালেন প্রিয় লেখক। ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
প্রামানিক বলেছেন: বলেন কি! এরকম স্মৃতি আপনার জীবনেও আছে? তবে যাই বলেন মায়ের হাতের রান্নার স্বাদ কিন্তু আর কোথাও পাই না।
২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭
প্রোলার্ড বলেছেন: আপনার এই গানের কথা গুলো র সাথে AB এর সেই তুমির সাথে মিলাতে চেষ্টা করছি
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।
২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩
মোঃ তানজিল আলম বলেছেন: ব্রেকিং নিউজঃ
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সামহোয়্যারইন ব্লগের সম্মানিত মডারেটর "কাল্পনিক ভালোবাসা"
আজ সকাল ১১ টায় ল্যাব এইডে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) কিছুদিন ধরে তিনি চিকন গুনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাব এইডে ভর্তি হন।
গতকাল সন্ধ্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেললে আজ সকালে ডাক্তার তাকে া৳ত ঘোষণা করেন। বিস্তারিত জানতে ভিজিট করুন
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬
প্রামানিক বলেছেন: বলেন কি! এ ব্যাপারে পোষ্ট কই?
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০
প্রামানিক বলেছেন: মানুষের মৃত্যু নিয়ে রসিকতা করা ঠিক নয়।
২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । +++++++
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
অর্ক বলেছেন: এক কথায় চমৎকার! আপনার ছড়া পড়লে মনঃপ্রাণ পবিত্রতায়য় ভরে ওঠে। সত্যি দারুণ উপভোগ্য। বাঘাবাড়্ব্বির খাটি ঘি কি এখনও পাওয়া যায়? মনে হয় ছোটবেলায় খেয়েছি তবে নিশ্চিত নই বাঘাবাড়িরই কিনা!
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: বাঘাবাড়ির ঘি এখনও পাওয়া যায় তবে ঢাকা শহরে বেশির ভাগই নকল। ধন্যবাদ
৩১| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
রক বেনন বলেছেন: অসাধারণ হয়েছে প্রামাণিক ভাই, মায়ের হাতের রান্না নিয়েও একটা ছড়া চাই।
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৩২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন: অসাধারণ
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া। শুভেচ্ছা রইল।
৩৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছড়া।
০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
অদৃশ্য প্রতিভা বলেছেন: অসাধারণ লিখেছেন