নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
দুই পাগলে গাছের নিচে
করছে বাড়াবাড়ি
হায়! হায়! হায়! করছে একজন
আরেকজন আহাজারী।
এমন সময় ফটাশ করে
দিল গালে চড়
শব্দ হওয়ায় আরেক পাগল
পেল ভীষণ ডর।
ডরের চোটে বলছে পাগল,
এমন করলি কেন
এটম বোমার মতই গালে
শব্দ হলো যেন!
পাগল তখন চড় বসিয়ে
হি হি করে হাসছে
মশার রক্তে ডান হাতটা
রক্ত লালে ভাসছে।
গর্ব করে বলছে পাগল
যুদ্ধ করে মারলাম
মশা মারতে কামান নয়রে
এটম বোমা ছাড়লাম।
নারী, পুরুষ কোন জাতি সে,
কোন কারণে মারলি?
ছোট্ট একটা মশা মারতে
এটম বোমা ছাড়লি!
নারী হলো দুর্বল জাতি
নারী কি আর মারি
পুরুষ মশা মোদের শত্রু
এইটা কেমনে ছাড়ি?
পুরুষ মশাই মারবি কেন
ওর তো সংসার আছে
ওর রোজগারেই বউ-বাচ্চারা
খেয়ে পরে বাঁচে?
বাপ, মা ছাড়া এতিম মশা
কি করে সব খাবে,
হঠাৎ করে মশার মায়ে
কোথায় খাবার পাবে?
জলদি যা তুই মশার ঘরে
জোড় হাত করে বল
এখন থেকে আমিই দেব
ভাত, কাপড় আর জল।
কেমন কথা বললি ওরে
ভীষণ যুদ্ধ হলে
হাত-পা ধরে মাপ চায় কেহ
যুদ্ধে সৈনিক ম’লে?
অতো বুঝি না, বিনা কারণে
মারলি কেন ওকে?
ওই মশাটার সংসারের ভার
নিতেই হবে তোকে।
সেগুন বাগিচা
২৭/১১/২০১৭ইং
সময় ঃ বিকাল ৩ টা ৫০ মিঃ
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: সন্ত্রাসীরা যখন মানুষ হত্যা করে তখন মানুষকে মশাও মনে করে না।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মজার ছড়া।
ধন্যবাদ প্রামানিক ভাই।
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
এম আর তালুকদার বলেছেন: রুপক ভাবে যা বুঝালেন, সত্যিই অসাধারন।
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের মতোই অপূর্ব
শব্দ চয়নে চমৎকার ছড়ার
ছড়া-ছড়ি!!
ভালো লাগলো প্রামানিক ভাই
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: চা না খাইয়া আমি মন্তব্য করুম না, তাড়াতাড়ি চা দেন
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন:
নেন ভাই চায়ের সাথে ডাঙ্ক দিলাম, চুবায়া খায়ালান।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
রিএ্যাক্ট বিডি বলেছেন: ha ha valo lagce
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার গেয়ানের বাহার দেখে খুশিতে এক্কেরে কাইন্দালাইছি আমি
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: মাইনষে দুকখে কান্দে আপনে খুশিতে কাইন্দালাইছেন আমি এহন এই দুকখে কই যামু ভাইবা পাইতেছি না।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের ভেতর গরু গাড়ির চাক্কা আইল কইথ্থে
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: গোগুল মামু দিল, এইডা নাকি ডাঙ্ক। খাইতে কেমুন লাগে জানি না।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মশার জন্যে দুঃখের উদ্রেক হলো অনেক!
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
প্রামানিক বলেছেন: হা ভাই মশার জন্যেও অনেক সময় দুঃখ করতে হয়।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি এই ডাঙ্কের পরিচয় পেতে আমাকে এখন হেনা ভাইয়ের কাছে দৌড়াইতে হবে
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন, এই ডাঙ্ক-এর বাংলা শব্দ খুঁইজা পাইলাম না। মনে হয় দুইজনে গলাগলি ধইরাই হেনা ভাইয়ের কাছে যাইতে হইবো।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষ মেরেই সাফ করে ফেলতেছে আর তো মশা।
সুন্দর ছড়া।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন ফেরদৌসা রুহী, বৌদ্ধদের কাছে মশা একটা প্রাণী কিন্তু রোহিংগারা কোন প্রাণী না।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫
জুন বলেছেন: দারুন মজা পেলাম প্রামানিক ভাই দুই পাগলের কান্ড শুনে ।
আপনি সত্যি ছন্দের যাদুকর আমাদের ব্লগে ।
+
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনাদের উৎসাহ পেলে ছড়া লেখায় হাত খোলে কিন্তু চোরের জ্বালায় নাস্তানাবুদ হয়ে যাচ্ছি।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
ওমেরা বলেছেন: ছড়াটা খুবই মজাই লাগছিল ভাইয়া । কিন্ত ছড়টার অন্তরনিহিত ব্যাখ্যা জেনে খুবই কষ্ট পেলাম ভাইয়া ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: মানব জীবনে আমরা এরকম কষ্টই করে থাকি কিন্তু সমাধান হয় না।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪
Biniamin Piash বলেছেন: অসাধারণ একটি রূপক কবিতা।তবে শিরোনামটা কবিতার সাথে মানানসই মনে হচ্ছে না।এ বিষয়টা ভেবে দেখবেন আশা করি।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, ইচ্ছা করেই শিরোনাম পরিবর্তন করি নাই, তারপরেও দেখা যাবে কবিতা চুরি হয়েছে।
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮
মিথী_মারজান বলেছেন: দারুণ তো!
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মিথী_মারজান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন করে কি আর আপনার ছন্দের প্রসংশা করব। আমার দৃষ্টিকোন থেকে ছন্দের রাজা আপনি। ভাল থাকুন সবসময়।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
এফ.কে আশিক বলেছেন: চমৎকার... প্রিয় ছড়াকার।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: মশার কবিতা মজার হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
শামচুল হক বলেছেন: এক কথায় চমৎকার
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
কুঁড়ের_বাদশা বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না... কথাটা বলিয়াছেন-ফকির লালন।
পাগলদের ছড়া ভাল হয়েছে, প্রমাণিক ভাই।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কুঁড়ের বাদশা, মন্তব্য পড়ে খুশি হলাম।
২১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: মহীলা মশা মেরেছে। কারণ পুরুষ মশা রক্ত খায়না । খায় ফলের রস ।
পাগলদের ছড়া পড়ে বিনুদিত হলাম ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, পাগলরা তো অত গবেষণা করে না মহিলাও মশাও হতে পারে। মন্তব্য পড়ে অনুপ্রাণীত হলাম।
২২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক। ভাল লাগা জানিয়ে গেলাম।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০
শাহিন-৯৯ বলেছেন: অসাধারণ ছড়া।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: GOOD
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮
চিন্তিত নিরন্তর বলেছেন: বেশ কয়েক মাস পরে আপনার লেখা পড়লাম। মাঝ রাতে হাসির খোরাক জোগালো।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: আপনি রাত জেগে ছড়া পড়েছেন জেনে খুশি হলাম।
২৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬
মহামোহপাধ্যায় বলেছেন: মনে ধরল।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
২৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: প্রতিকী বলেই মনে হচ্ছে।। আসলেই সমাজে অনেকেই প্রতিদিন নীরবে খুন হয়ে যাচ্ছি অকাতরেই। যেন পাটাপুতায় ঘষাঘষি, মরিচের দফা শেষ!!
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
প্রামানিক বলেছেন: বলার কিছুই নাই, রোহিঙ্গাদের জীবন মশার চেয়েও সস্তা।
২৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
অলিউর রহমান খান বলেছেন: জনাব এটা ও অপূর্ব শব্দের বাহার। আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি ও এমন কিছু লিখতে চাই। ধন্যবাদ আপনাকে।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অলিউর রহমান খান, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন উপস্থাপন ভালো লাগল ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।
৩০| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: এক কথায় অসাধারন ছড়া । ছন্দে ছন্দে দারুন লাগল ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
প্রামানিক বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: সামান্য মানবতাবাদেরও শিক্ষা পাওয়া গেলো।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।
৩২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
সামিয়া বলেছেন: ছড়ায় ছড়ায় অনবদ্য প্রকাশ। +++++++্
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া, আন্তরিক শুভেচ্ছা রইল।
৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রূপক বিধৌত সাধুর সাথে সহমত।
আপনার ছড়া বরাবরের মতোই অসাধারণ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
প্রামানিক বলেছেন: ভালো আছি, কিন্তু কথা হলো-- এতদিন ছিলেন কোথায়?
৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হইয়াছে।
আপনার নামটা মনে হয় ভুল ইয়াছে-শহীদলু<শহীদুল।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিষয়টি আমিও খেয়াল করি নাই।
৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে ভালো লাগলো কবি+++++
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া!!!
++
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
খল ঠাকুর বলেছেন: ভালো লাগছে
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
জাহিদ অনিক বলেছেন:
আমি এতশত বুঝি না, মশা মারা অপরাধ কিনা জানি না। তবে শীতে মশার বাচ্চাদের নতুন দাঁত গজায়, রক্তের দরকার না হলেও সখ মেটাতে কামড়ায়।
আমি তাই চটাস চটাস মারতেই পছন্দ করি।
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
প্রামানিক বলেছেন: মশা মারেন, আরো মারেন, অসুবিধা নাই, তবে পাগলের দাবী মশার বউ বাচ্চাদের ভরণ পোষণ দিতে হবে।
৪০| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
মাকার মাহিতা বলেছেন: বাহ কি দারুন মশাকাব্য!
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকার মাহিতা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪১| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে মশাকে নিয়ে দুই পাগলের কবিতা ।
এমন পাগলেরই দরকার , তাহলে সব পাগলেই
বুজত অসামাজিক আর দানবিক কাজ করলেকি কয় ।
শুভেচ্ছা রইল
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম।
৪২| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া।
তা চা কি শুধু সাদা ভাই খাবে ?
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
প্রামানিক বলেছেন: সাদা ভাই চা চাইছে যে কারণে দিতে বাধ্য হয়েছি। একজন লোক চা খেতে চাইলে তাকে না করি কেমনে। তবে আপনেও চায়ের টেবিলে দাওয়াত- -
৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
রূপকের আড়ালে সমাজের গালে ঠাস করে একটা এটম বোমা ফাঁটালেন যেন !
সমাজে এমন নীতিবান পাগল যদি থাকতো ! সবাই বুদ্ধিমান বলেই সমাজটার এই দূরবস্থা ।
ডঃ এম এ আলী ভালোই বলেছেন যে , এমন পাগলেরই দরকার , তাহলে সব পাগলেই বুঝতো অসামাজিক আর দানবিক কাজ করলে কি হয় ।
আপনিও ঠিক বলেছেন --- সন্ত্রাসীরা যখন মানুষ হত্যা করে তখন মানুষকে মশাও মনে করে না।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
প্রামানিক বলেছেন: আহমেদ জী এস ভাই, আমাদের সমাজের কতরকম সমস্যা যে আছে, সে সব লিখে শেষ করা যাবে না। দিন দিন অনিয়ম, অত্যাচার, অনাচার বেরেই যাচ্ছে কিন্তু প্রতিকার করার উদ্যোগ নাই।
৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি যে কোন ধরনের হত্যাকান্ডের বিরোধী। খুন করে অপরাধ কমানো যাবে না। বাড়ানো যাবে। কেননা, খুন করাই সব চেয়ে বড় অপরাধ।
আপনার ছড়া বরাবরের মতোই অনেক সুন্দর। এ++++
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
প্রামানিক বলেছেন: বৌদ্ধ ধর্মেও হত্যা নিষিদ্ধ কিন্তু রোহিঙ্গ মেরে একাকার করেছে। হত্যা বন্ধ হবে কবে?
৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ছড়া কবিতা উপহার দিয়েছেন কবিবর। মুগ্ধতা জানিয়ে গেলাম
এমন করে ভাবতো যদি
দুনিয়ার সব লোকে,
তবে কি আর রইত দুখী
এই পৃথিবীর বুকে!
মানব প্রেমে পূর্ণ জ্যোতি
মানুষের অন্তরে,
সদা বইত সুখ সন্তুষ্টি
কেউনা মরতো ক্ষোভে।
শুভকামনা আপনার জন্য শ্রদ্ধেয়
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: ছন্দ মন্তব্য খুবই ভালো লাগল। ধন্যবাদ
৪৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: মজার ছড়া হলেও একটা মোরাল আছে। ভালো লাগলো বেশ +++
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
মিউজিক রাসেল বলেছেন: পড়ে ভলো লাগলো+++++++++++++
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
শামছুল ইসলাম বলেছেন: মশার জন্য এমন মায়াময় ছড়া লেখার পর প্রামানিক ভাইয়ের আর মশার কয়েল জ্বালানোর প্রয়োজন দেখি না ।
তাঁরা দল বেধে প্রামানিক ভাইয়ের বাসায় এসে শুন শুন গান গুনাবে । কিন্তু কেউ কামড়াবে না ।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
প্রামানিক বলেছেন: না ভাই মশায় যেদিন এই ছড়া লিখছি সেই দিনই ডবল কামড়াইছে। ধন্যবাদ
৫০| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
শামছুল ইসলাম বলেছেন: হা..হা...
মশা জাতি যে এতো কৃতঘ্ন, আগে জানা ছিল না ।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
প্রামানিক বলেছেন: জী ভাই, ওদের কাছে ভালো মন্দ নাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
লম্বা ছড়া; কাউকে হত্যা করা অপরাধ; কিন্তু উদাহরণে মশা থাকায়, সেটা প্রয়োজ্য হচ্ছে না