নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
উৎসর্গ ঃ ছড়ার রাজা-- কি করি আজ ভেবে না পাই।
শহীদুল ইসলাম প্রামানিক
সরকার আর বিরোধী দলে
চলছে টানাটানি
রাস্তা-ঘাটে চায়ের দোকানে
হচ্ছে কানাকানি।
উভয় দলের লক্ষ্য শুধু
ইলেকশনের চেয়ার
গণতন্ত্রের আসল সংজ্ঞা
কেউ করে না কেয়ার।
দেশের প্রতি এখন যেন
নজর নাইরে কারো
গণতন্ত্রের দোহাই দিয়ে
চাপা মারছে আরো।
গণতন্ত্রের টানাহেঁচড়ায়
নাস্তানাবুদ দেশটা
দেশ জনগণ উহ্য রেখে
চেয়ার দখলের চেষ্টা।
(ছবি ইন্টারনেট)
রিপোষ্ট
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: গ্রামে গিয়েছিলাম ভাই, যে কারণে ব্লগে আসা হয় নাই।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
আবু তালেব শেখ বলেছেন: ছড়ার মধ্যই বাস্তবতা। সুন্দর হয়েছে
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫
মাহমুদুর রহমান বলেছেন: কিছু করারও যে নেই।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবতো খেলেন পিঠা পুলি
গ্রামের বাড়ি গিয়ে,
মোদের জন্য আছে কিছু
মুড়ি ভাজা ঘিয়ে !!
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: অনেক দিন পর গাঁয়ে গেছি
সময় পাইনি ভাই
দৌড়ের উপর দিন কেটেছে
খাওয়া হয়নি তাই।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
নজসু বলেছেন:
এই টানাহেঁচড়ায় আমরা সাধারন পাবলিক চিড়ে চ্যাপ্টা।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
প্রামানিক বলেছেন: ঠিক কথায় বলেছেন, রাজনীতির টানা হেঁচড়ায় জনগণ চ্যাপ্টা চিড়ে।
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
গণতন্ত্র বলতে এখন
ভোটকেই বুঝে জনগণ,
সেখানেতেও দুর্নীতি আছে
রেহাই পায় না কোনজন!
গণতন্ত্রের দোহাই দিয়ে
পরিবারতন্ত্র চালিয়ে দেয়
জণরক্তে কেনা রোলারটাও
জণের উপর চালিয়ে দেয়!
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: আপনি বস্তবতার নিরীখে সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রমানিক ভাই, সবখানেই আজ কষ্ট ভাই।
ছড়ায় প্লাস+++
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: সেদিনও পড়েছিলাম, আজও পড়লাম । পোস্টটি উৎসর্গ করেছেন কি করি আজ ভেবে না পাইভাইকে। অভিনন্দন ওনাকে। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন ।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনার ধারাবাহিক লেখা আমি পড়তেছি খুব ভালো লাগছে। ধন্যবাদ
৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাস্তবতা নিয়ে ছড়া। দারুন।
কাজী নজরুলের মত প্রতিবাদি ছড়া চলুক....
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনাকে আর কি করি আজ ভেবে না পাই দুজনকে আমি একটা উৎসর্গ করেছি চোখেও দেখেননি। আফসোস
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
প্রামানিক বলেছেন: চোখে দেখেছি কিন্তু তখন অফলানে ছিলাম বলে মন্তব্য করতে পারি নাই। ছড়া উৎসর্গ করায় অসংখ্য ধন্যবাদ।
১১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি যদি চে গুয়েভারার অদ্ভুত দুটি সুন্দর চোখ না দেখে থাকেন, তাহলে ঈশ্বরের কাছেও তিরস্কৃত হবেন।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই, ধন্যবাদ ভাই রাজীব নুর। শুভেচ্ছা রইল।
১২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি যদি চে গুয়েভারার অদ্ভুত দুটি সুন্দর চোখ না দেখে থাকেন, তাহলে ঈশ্বরের কাছেও তিরস্কৃত হবেন।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পুন মন্তব্য করার জন্য।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: দারুন ছড়া, ভাইয়া
শিরোনাম এবং ভেতরের লেখা দুটোই একদম ঠিক, ঠিক ।
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কথার ফুলঝুরি, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
আরোগ্য বলেছেন: বরাবরের মতই দারুণ ছড়া।
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
ব্লগার_সামুরা বলেছেন:
গণতন্ত্রের টানাহ্যাচড়া চলতেছে। চলবে।
তার চেয়ে দেশে একনায়কতন্ত্রে চললেই ব্যাটার হবে।
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
প্রামানিক বলেছেন: গণতন্ত্রের দেশে একনায়কতন্ত্র চাওয়াটা উচিৎ হবে না।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬
ল বলেছেন: দারুন ছড়া।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাস্তবতা কে তুলে ধরেছেন কবিতায়। শুভ কামনা রইলো।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
খায়রুল আহসান বলেছেন: আগে তো তবু টানা হ্যাঁচড়া ছিল, জনতারও একটা সম্মান ছিল। এখন তো তাও নেই। জনতার তেমন কোন প্রয়োজন নেই, শুধু ফটো সেশনের সময়টুকু ছাড়া।
৯ম লাইনে "জনাতার" কথাটা বোধ হয় জনতার হবে।
ছড়ায় ভাল লাগা রেখে গেলাম। + +
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, ত্রুটি দেখিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
নজসু বলেছেন:
নতুন কবিতার অপেক্ষায় রয়েছি কবিবর।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আগামীতে নতুন কবিতা দেয়ার চেষ্টা করবো।
২০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১
মলাসইলমুইনা বলেছেন: শুধু কি "গণতন্ত্রের টানাহেঁচড়া?"
ক্ষমতা চায় দুনিয়ার সব ছেচড়া !
দুঃখ আমার শুধু একটাই,
যাচ্ছে গোল্লায় পুরো দেশটাই ।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
নজসু বলেছেন:
আমার প্রিয় ছড়াকার।
নতুন ছড়া পড়তে চাই।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
প্রামানিক বলেছেন: সময় সুযোগ পেলে অবশ্যই দিব ভাই।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
এই টানাটানিতে জনগন শেষ ।
যেমন পাটা আর পুতার মাঝে মরিচের জান যায় তেমন ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে।
২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই নতুন পোষ্ট অবশ্যই দিব। ধন্যবাদ
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: উৎগর্গে সহমত।।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন কই ছিলেন ভাই
আমরা মরি খুঁজে!!
ভালো ফসল হয়কি বলেন
মরা, শুষ্ক বীজে ?