নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
অন্যের লেখা কপি করেই
অনেক হচ্ছেন কবি
এসব দেখে মিটে যাচ্ছে
কবিতা লেখার হবি।
মেধার বালাই থাক বা না থাক
কবির খাতায় নাম
মনের মধ্যে একট্ওু নাই
ধরা পরার বদনাম।
কবিতার অর্থ নষ্ট হবে
এই ভয়েতে ভাই
দাড়ি কমা সেমিকোলনটাও
বাদ দেয়না তাই।
এমন কবির কান্ড দেখে
না হেসে কি পারি
মাঝে মাঝে এই কবিরাই
উল্টো দেয়রে ঝাড়ি।
আসল কবিরা এখন কিন্তু
আছে ভীষণ ডরে
যদি কখনও এই কবিরাই
সত্বের মামলা করে।
নিজের নামে ছাপানো বই
খুলে দেখাবে যখন
আসল কবির প্রমাণ করা
কঠিন হবে তখন।
কিংবা যদি চুরির দায়ে
্উল্টো দেয়রে ফেঁসে
নিজের লেখায় নিজেই তখন
ঝুলতে হবে কেসে।
কখনো যদি এই কবিরা
নবেল পায়রে ভাই
অবাক হলেও বলা যাবে না
ভাবছি বসে তাই।
(ছবি ঃ ইন্টারনেট)
১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার ছড়া সব সময়ই ভালো হয়। চুরিতো হবেই।
১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০১
প্রামানিক বলেছেন: আর বলেন ভাই, ইন্টারনেট সার্চ দিয়ে দেখি আমার অনেক লেখা কেউ কেউ নিজ নামে পোষ্ট করেছে। যে কারণে তাদের উদ্দেশ্যে কবিতাটি লেখা।
৩| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া
১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৪| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সমস্ত কবিরা দেশের বোঝা।
নজরুল, রবীন্দ্রনাথ আর জীবনানন্দ ছাড়া সবাইই অকবি।
১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: কবিতা লিখতে গিয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত
৫| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৩
নজসু বলেছেন:
১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৭
বাকপ্রবাস বলেছেন: কবি কেজি দরে বিক্রি করা যায়না?
১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
প্রামানিক বলেছেন: কবি কেজি দরে বিক্রি না হলেও কবিতার বই কেজি দরে বিক্রি হয়।
৭| ১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আবার লিখছেন, ভালো লাগছে।
১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৭
কামাল১৮ বলেছেন: গোপ দেখে যায় চেনা।
১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৯| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্ট বরাবর উপভোগ করি। ভালো কিছু লেখার জন্য চেষ্টা করেন এবং আপনার চেষ্টা সফল হয়।
১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন, আপনি কেমন আছেন?
১০| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: একটু কপি টপি করে মেরে দিতাম তারো বারোটা আপনার বাজাতেই হলো ।
১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০০
প্রামানিক বলেছেন: হে হে হে কপির সাথে টপি করতে সমস্যা নাই, নিজের স্বত্বটি অন্যে না নিলেও হলো।
১১| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৩
মুক্তা নীল বলেছেন:
ছন্দের তালে তালে নিদারুণ সত্য কথা । খুব ভালো লিখেছেন , আপনার শরীর কেমন এখন ?
১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: শরীর অনেকটা ভালো, আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবেই অনেককিছু হচ্ছে ছড়াকার প্রামানিক দা
ভাল থাকবেন------------