নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হিহি হিহি হাহা হাহা
পারছি না আর হেসে
এমন ঘটনাও হয়রে দেখি
সোনার বাংলাদেশে।
কলের পানি কোন দিকে যায়
বুঝতে না পাই ভাই
অনেক সময় এসব দেখে
ভীরমি খেয়ে যাই।
উল্টো হয়ে চাপার পরেও
শুকনা কলের মুখ
মুতের পানি ঝরছে বেগে
কেমন মজার সুখ।
ছবি দেখে হাসি পেলেও
দেখতে চমৎকার
এমন মজার দৃশ্য কোথাও
হয় কি রে বারবার।
ছবি ঃ ফেসবুক
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪
প্রামানিক বলেছেন: আমার তিনটা প্রার্থীই জিতেছে।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: হা হা হা হা ............ কল্লেন কি এইটা. প্রামানিক ভাই!!!!
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫
প্রামানিক বলেছেন: আমি কিছু করি নাই, আমি শুধু প্রদর্শন করেছি।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন........... বড়ই আচানক, আফসোস!!
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬
প্রামানিক বলেছেন: আফসোসই বটে
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি একা মানুষ ।
আপনার প্রার্থী তিনজন হয় কি করে!?
আপনার ভোট তো একটা।
নাকি জল ভোট দিয়েছেন!!?
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৬
প্রামানিক বলেছেন: আমি জাল ভোট দেই নাই, মনে মনে যাদের সাপোর্ট করেছিলাম তারা তারা পাস করেছে এখানেই আমার আনন্দ
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: মিষ্টি পানি নুনতা পানি কোন চাই বলুন
দুটোই আছে দেখবেন যদি কলের কাছে চলুন
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: এক কলে একটা পাওয়া যায় দুইটা হয় না
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার প্রামাণিক দাদা। ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: আজকাল এমন হচ্ছে
সামনে বা কি আছে--------------
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
প্রামানিক বলেছেন: সামনে ভালোও হতে পারে মন্দও হতে পারে। ধন্যবাদ
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমি জাল ভোট দেই নাই, মনে মনে যাদের সাপোর্ট করেছিলাম তারা তারা পাস করেছে এখানেই আমার আনন্দ
কবি বলিয়াছেনঃ পাগলের সুখ মনে মনে .....
মনে মনে
মনে মনে
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
প্রামানিক বলেছেন: ইলেকশনের সুখ প্রকাশ করতে নাই তাইলে বর্তমানে না হলেও ভবিষ্যতে বিপদ হতে পারে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: একটি মজার ছবি নিয়ে মজার ছড়া লিখেছেন। + +
চাপের মুখে এমন নিঃশঙ্ক, দ্বিধাহীন জলত্যাগ মনে স্বস্তি ও সুখের অনুভব দেয়।
০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য আ্ন্তরিক ধন্যবাদ জানাই।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
su]প্রামানিক বলেছেন: কাঠ মোল্লারা বুঝদার হোক এই কামনা করি।
বাংলাদেশের কার্যকর ভূমিকা পালন করিতেছেন এমন তিনজন কাঠ মোল্লার উদাহরণ দিন ।
তা দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব ।
শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে সুদূর আফগান/ ইরান দ্বীপপুঞ্জে যেতে হবে না।
যদি দেশেই সুলভ মূল্যে কাঠ মোল্লার দেখা পাওয়া যায় তাহলে আমাদেরকে কষ্ট করে অত দূরে যেতে হবে না শিক্ষা গ্রহণ করার জন্য।
০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: একদিন জুমার নামায শেষে কথা প্রসঙ্গে মাংস উল্লেখ করায় এক মোল্লা আমাকে বলল, আপনি তওবা করেন মাংস বলা যাবে না। অথচ শায়েখ আহমুদুল্লাহ বলেছেন মাংস উচ্চারণে কোন ইসলামের সমস্যা নাই। কিছু কম জানা লোক ইসলাম সম্পর্কে না জেনেই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকে এরাই হলো কাঠ মোল্লা।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ছবি এবং ছড়া দুটাই সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার প্রার্থী কি জিতেছেন?
নাকি হারু পার্টি??