নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
শিকড় থেকে শিখর তরি
চলছে এখন ঘুষ
কেউবা নিচ্ছে কেউবা দিচ্ছে
চলছে নিরঙ্কুশ।
ফাইল ঠেকিয়ে নিচ্ছে কেহ
দিচ্ছে বাধ্য হয়ে
সৎ সততার নাইরে কদর
সমাজ যাচ্ছে ক্ষয়ে।
চায় না খেতে তরপরেতেও
দিচ্ছে হাতে গুঁজে
অনিচ্ছাতেও খাচ্ছে কেহ
কেউবা চক্ষু বুঁজে।
কেউবা খাচ্ছে ঘুষের টাকা
কেউবা চোরের মাল
কেউবা খাচ্ছে ক্রয় কমিশন
কেউবা রিলিফ চাল।
অসৎ পথে খাচ্ছে সবাই
কেউবা বিনয় করে
কেউবা খাচ্ছে চোখ রাঙিয়ে
কেউবা পেশীর জোরে।
খাচ্ছে সবাই বাদ নেই কেউ
কম বেশি সব খোর
ইচ্ছা কিংবা অনিচ্ছাতেও
খোর নয় তো চোর।
খাচ্ছে হারাম করছে আরাম
করছে জুলুমবাজী
ঘুষবিনে কেউ করছে না কাজ
হচ্ছে না কেউ রাজী।
কেউবা খাচ্ছে পাল্লা দিয়ে
কেউবা ধান্দায় পরে
কেউবা খাচ্ছে বাধ্য হয়ে
কেউবা প্যাচের ঘোরে।
নাস্তানাবুদ হচ্ছে সবাই
বিষম ঘুষের জ্বালা
জন্মের পরে শিশু বাচ্চাদের
আসছে ঘুষের পালা।
সৎ মানুষদের কঠিন জীবন
পোক্ত ঘুষের দল
সতের চেয়ে অসৎ তেজী
ঘুষেই তাদের বল।
দেশটা জুড়ে পাইনা খুঁজে
ঘুষ ছাড়া আর লোক
সৎ লোকেরা বড়ই দুর্বল
গিলছে শুধু ঢোক।
পিয়ন থেকে মন্ত্রী এমপি
সবাই খাচ্ছে ঘুষ
এই যুগে যে ঘুষ খায় না
মানুষ নয় বেহুশ।
রচনা কালঃ ২৯/০৭/২০১৫ইং
ছবিঃ আলোকিত বাংলাদেশ
২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৪
প্রামানিক বলেছেন: ঢুস মেরেও লাভ হচ্ছে না। ওদের হুশ নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য
২| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কি খায় রে ভাই ঘুষ
খায় না কেনো তুস
পেটের মধ্যে বারছে তেল
মুখের দৌড় আইল
নীতিকথায় হচ্ছে ফানুস
ন্যায়পরায়ন সত্যবাদী নাই
নামাজে টুপি কপালে দাগ
কে বলছে আমি মানুষ-
কবরেতে কে দেখে ভাই হুশ।
ভাল থাকবেন ছড়াকার প্রামানিক দা
৩| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১
প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ
৪| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬
সোনাগাজী বলেছেন:
মুসলমানরা ঘুষ নে্য; কারণ, হজ্ব করলে মাফ পাওয়া যায়।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১
প্রামানিক বলেছেন: হজ্ব করলেই মাফ হবে এধরনের কথা হাদীস কোরানে লেখা নাই
৫| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৩
আজব লিংকন বলেছেন: দারুণ লিখেছে।।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৬
বাকপ্রবাস বলেছেন: খাচ্ছে যারা ঘুষ
মারতে হবে ঢুস