নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট ছেলে

http://www.facebook.com/ganza.baba2

্্্আিরফুল ইসলাম

্্্আিরফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একজন গাজা প্রেমিকের শাহবাগ গমন অতপর.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

৫ তারিখ দুপুর দিকে শুনলাম রাজাকার কদের মোল্লার ফাসির দাবিতে শাহবাগে বিক্ষোভ হবে ।আজিজ সুপার মাকেটে আমার একটা কাজ ছিল ওই দিন সেটা সেরে ৪ টার দিকে শাহবাগ মোড়ে গেলাম দেখলাম শখানেক ব্লগার ছাত্র জড়ো হইছে ওইখানে । ১০-১৫ মিনিট ছিলাম শাহবাগ মোড়ে ।দেখলাম শান্তিপূর্নভাবে ওখানে বিক্ষোভ হইতেছে ।একটা জরুরী কাজ থাকায় ওইখান থেকে চলে আসলাম ।তার পরদিন ভার্সিটি থেকে ফিরে ফেবুতে বসে শাহবাগের বিভিন্ন খবর পেতে থাকলাম ।বেশ কয়েকটা পেজে দেখলাম শাহবাগে ফ্রি গাজা খাওয়ানো হচ্ছে বেহায়া পনার চরম শিখরে পৌছে গেছে শাহবাগ চত্বর ।আনেক দিন ধরে গাজা খাইনা তাই ফ্রি ফান্ডে গাজা খাওয়ার জন্য সন্ধা ৬ টার দিকে গেলাম শাহবাগ ।ওইখানে পৌছার ইতি উতি করে খুজলাম কোথায় ফ্রি গাজা খাওয়াইতেছে কিন্তু কোথাও ফ্রি গাজা পেলাম না ।কার হাতে সিগারেট দেখলেই কাছে গিয়ে গন্ধ শুকতে শুরু করলাম ওইটা গাজা কিনা পরিক্ষা করার জন্য ।কিন্তু কর হাতে গাজা পেলাম না ।আর যা দেখে অভিভূত হয়ে গেলাম তা হল হাজার হাজার যুবক যুবতি বিক্ষোভ করছে তাদের একটাই দাবি রাজাকারের ফাসি চায় ।আমিও যোগ দিলাম তাদের সাথে ।১২ টার সময় বাসায় ফেরার সময় ভাবতেছিলাম গাজা খেতে গিয়ে জীবনে প্রথম বারের মত দেশের জন্য কিছু করলাম ।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ;)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ব্জ্র নিনাদে গুড় রন সজ্জায়
এক হও বীর বাঙ্গালী
রাস্ট ভাষা ও স্বাধীনতার চেতনায়
দূর হোক অপশক্তি ঘৃণ্য রাজাকার
স্বাধীনতা কেঁদে ফিরে
বাংলায় বারবার
আর নয় অন্যায় , খুন যখম নির্যাতন
পদধলে সফল হোক জনতার জাগরণ ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

খান মেহেদী ইমাম বলেছেন: ।১২ টার সময় বাসায় ফেরার সময় ভাবতেছিলাম গাজা খেতে গিয়ে জীবনে প্রথম বারের মত দেশের জন্য কিছু করলাম ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

্্্আিরফুল ইসলাম বলেছেন: আমার ভার্সিটি ও এই লিষ্ট এ আছে @ নায়ক রাজ

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

হেডস্যার বলেছেন:
সাবাস। দারুন হইছে লেখা। :)

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

s r jony বলেছেন: "ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

্্্আিরফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হেডস্যার

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

আজিজ বাংলাদেশী বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

ক্যাতক্যাতা বলেছেন: গাঁজা না খাইয়াই এতদুর! খাইতে পারলে তো আন্দোলনের নেতা হইতে পারতেন!

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই .....

ছাগু মুক্ত সামু চাই.....

(""যখন কেউ বলবে, রাজাকারের ফাসি চাই, তবে.... তখনই বুঝবেন সে ছাগু "")

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

মিজান আফতাব বলেছেন: জামাত-শিবিরের আরেকটি অপপ্রচার "ম খ আলমগীর ও খন্দকার মোশাররফ যুদ্ধাপরাধী"

Click This Link

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

পলাতক আসামী বলেছেন: অচাম :)

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইন্নো_৭১ বলেছেন: নায়করাজ ভাই, আপনার কাছে ছোট একটা অনুভুতি ব্যক্ত করেছেন ্্্আিরফুল ইসলাম ভাই। উত্তরটা আশা করছি।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইন্নো_৭১ বলেছেন: নায়করাজ ভাই, আপনার কাছে ছোট একটা অনুভুতি ব্যক্ত করেছেন ্্্আিরফুল ইসলাম ভাই। উত্তরটা আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.