![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের খাবার শেষ করে সিগারেট খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গলির টং দোকানটায় গেলাম ।একটা বেনসন কিনে কাঠ ফাটা এই রোদের মধ্যে দাড়াইয়া বিড়ি টানিতেছি ।হঠাত্ করে দেখলাম একটা তালগাছ টাইপের মেয়ে আসতেছে হাইট আমার হাইটের কাছাকাছি হবে ।
আপনারা আবার ভাইবা বইসেন না আমি বাট্লু টাইপের কোন পোলা ।হাইট আমার ৫ ফুট ৮.৫ ।তো এক দৃষ্টিটে মেয়েটাকে দেখতেছি ।আমার অবস্থা মুটামুটি পড়েনা চোখের পলক টাইপের ।মেয়েটা যখন ঠিক আমার সামনে আসল তখন আমার চোখে ও চোখ পড়ল ।আমার কানে তখন বাজতেছে "ও চোখে চোখ পড়েছে যখন নি....." ।মেয়েটা আমাকে ক্রস করে চলে গেল ।
পিছন থেকে আমি ওর দিকে তাকিয়ে আছি ।কিছু দুর যাওর পর ও ঘুরে আমাকে দেখল ।আমার ত তখন আসমানের চাঁদ পাওয়ার মত আবস্থা ।আমি মেয়েটার পিছু নিলাম ।কাছে গিয়ে জিঙ্গাস করলাম-
আপুর বাসা কি এখানেই ?
-জী ।
-আগে ত দেখি নাই আপনাকে ।
-আমরা এখানে নতুন আসছি ।
-কোথায় যাইতেছেন ?
-আমার ছেলেকে স্কুল থেকে আনতে ।
কথাটা শুনে আমি পুরাই ধরা খাইয়া গেলাম ।আচ্ছা আসি বলে কেটে পড়লাম ।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আপনার লগে মিয়া ফাপর নিসে।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
আদম_ বলেছেন: বলল আর অমনিই বিশ্বাস করলেন।