![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে বিকাল বেলা দেখলাম রেললাইন ধরে অনেক টুপি পড়া দাড়িওলা লোক হেঁটে যাচ্ছে।ভাবলাম হয়ত হুজুর হবে।কিন্তুতা হল না।কারণ তখন মাগরিবের আজান হচ্ছিল কিন্তু কেউই মসজিদে ঢুকল না।হাতে আবার লাঠিও ছিল।কপালে কাপড় বাধা ছিল।তাতে লেখা ছিল নাস্তিকের ফাঁসি চাই।পরে মনে হল যে আজ তো হেফাজতের সমাবেশ ছিল। একটা বয়স্ক হুজুর কে বললাম আচ্ছা চাচা ব্লগ কি জানেন?আর আপনার হাতে লাঠি কেন? উনি বললেন ব্লগ হচ্ছে খারাপ জায়গা যেখানে নবী রাসুলদের নিয়ে খারাপ কিছু লেখা হয়। লাঠি দিয়া ব্লগ ভাংবো।এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশ এগিয়ে যাবে কেমনে? এমনভাবে যদি কুৎসা রটানো হয় দেশ আগাবে কিভাবে?
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
মরু বালক বলেছেন:
উনি বললেন ব্লগ হচ্ছে খারাপ জায়গা যেখানে নবী রাসুলদের নিয়ে খারাপ কিছু লেখা হয়।
....
তো, ভাই কি বুয়েটের ইকোনমিক্সে পড়েন নাকি ???!!!!
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
খাটাস বলেছেন: ভাই আপনার বাবা কি জানেন ব্লগ কি? কিছু মূর্খ মুরুব্বী অনুভূতিতে আঘাত প্রাপ্ত হইয়া নয় ছয় বলিতেছে। তাদের বুঝানো দুরহ ব্যাপার।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
ফ্রিঞ্জ বলেছেন: আমি তো জানতাম ব্লগ দিয়া ইন্টারনেট চালায়!