![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তিনটি প্রশ্ন-
১)শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর আমাদের সবার মুখে একই কথা রাজাকারের ফাঁসি চাই ।ফাঁসি এখনও কর্যকর হয় নাইবাট আমরা কয়জন এখনও ফাঁসির দাবি নিয়ালিখি ?
২)সায়দির রায় ঘোষনার পর জামাত শিবির দেশে যে তান্ডব শুরু করে তাও সময়ের সথে এখন বিলিন হয়ে গেছে ।সায়দিকে কি ওরা মুক্ত করতে পারছে ?
৩)ব্লগারদের মুক্তির দাবি নিয়া এখন আমরা লিখতে লিখতে কিবোর্ড ক্ষয় করে ফেলতেছি ।কয়দিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব ?কয়েক দিন পর ই কি আমরা শুভ্রত,আসিফদের কথা ভুলে যাব না ?
আমরা হুজুগে বাঙ্গালি একটা টপিকস পেলেই ঝাপাইয়া পড়ি ।একটা আন্দোলনেরও কি শেষ আমরা দেখতে পারি না ?
ব্লগারদের নিঃশর্ত মুক্তি চাই ।
©somewhere in net ltd.