নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট ছেলে

http://www.facebook.com/ganza.baba2

্্্আিরফুল ইসলাম

্্্আিরফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজ সত্যজিৎ রায়ের জন্মদিন

০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৯

কল্পনা করুন তো আপনি বাংলা সিনেমা দেখছেন কিন্তু কোন নায়িকা নেই!

অবিস্বাস্য মনে হচ্ছে?

আর ও কল্পনা করুন সিনেমাটি যুগের পর যুগ জনপ্রিয়!

হয়তো ভ্রু কুচকে বলবেন 'হতেই পারেনা'। আরো বলি সিনেমাটিতে গান আছে!

ধুর কোন মানে হয়। যত্তসব গুলপট্টি।

সত্যজিত রায়ের 'ফেলুদা' আর 'গুপি বাঘা' সিরিজের মুভি গুলিতে কোন নারী চরিত্র খুজে পাবেন না! আর প্রত্যেকটিমুভি ই এক একটা মাষ্টারপিস। শিশুতোষ চলচিত্রের মানদন্ড হল গুপি বাঘা সিরিজ। ফেলুদা সিরিজ সম্পর্কে বলার কিছু নেই। প্রতিটি মুভি ই ব্যাবসা সফল।

পথের পাচালী কে ধরা হয় উপমহাদেশের সেরা চলচিত্র হিসেবে। উত্তম কুমার তার 'নায়ক' সিনেমাটিতে কাজ করেছিলেন। কাজ শেষে সত্যজিত রায় বলেছিলেন 'আমার ভুল হতে পারে তবে উত্তমের কোন ভুল হয় নি অভিনয়ে।' এটা শুনে উত্তম কুমার বলেছিলেন 'আমারআর কোন পুরষ্কার দরকার নেই। ' এ তো গেল সিনেমার কথা। তার অমর সৃস্টি শন্কু, ফেলুদা আমাদের মুগ্ধ করে রেখেছে বছরের পর বছর।

আজ তার জন্মদিন। ভাল থাকুন সত্যজিত।

--জাওয়াদ রায়হান শুভ

সত্যজিৎ রায়ের (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল, ১৯৯২) আদি বাড়ি বৃহত্তর ময়মনসিংহ। সত্যজিতের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং বাবা সুকুমার রায় দুজনেরই জন্ম হয়েছিল বৃহত্তর ময়মনসিংহ জেলায় ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.