| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ
সবার সাথে স্বাভাবিক সবসময়
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: হুম
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০
মুচি বলেছেন: যারা তারা এই সময়ের নয়, ইসলাম পূর্ববর্তি সময়কার। যারা আল্লাহর রাসূল(স) এর বিশ্বাস স্হাপন করেনি তারা কেমনে বেহেসত এ যাবে?? কখোনই নয়।
বর্তমানের অনেক মুসলমানই বেহেসত এ যাইব না, আবার ইহুদি, নাসারা রা কেমনে যাইব?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: কোরআন ্ও তাফসির সহকারে পড়তে হবে...............আর আমি তর্কতে নাই
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালো কাম করেন -
নিজের বাসায় কাজের শিশুটার সাথে ভালো ব্যবহার করুন - সৎ থাকুন - মিথ্যা কথা কম বলুন - ! মানুষের স্বার্থ হানী কর এমন কাজ থেকে বিরত থাকুন !
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: আমিন
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪
টানিম বলেছেন: পড়ে আসুন । মজাক করেন একটু । Click This Link
৫|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১
আমি মেহমান বলেছেন: যারা আল্লহতে বিশ্বাস করে, মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের কোন ভয় নাই - আল্লাহ তাদের প্রতিদান দেবেন।
আমি তাই বিশ্বাস করি! সব মুসলমানেরাই তাই বিশ্বাস করে।
আমাদের বিশ্বাসটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে!!
৬|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮
ব্লগার রানা বলেছেন: যারা ইমান এনেছে তারাই তো মুসলিম, তাহলে বেহেস্ত মুসলিম এর একার হোলনা কিভাবে????
৭|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৫
রিফাত হোসেন বলেছেন: খৃস্ট রা তো পুরোনো পথ অনুসরন করে না, তারা নিজের পথে চলে তাই বর্তমান যুগের খৃস্ট এই ক্যাটাগরীতে পরে না, যেখানে শূকর কে প্রধান খাদ্য হিসেবে চিনে !
আর ইয়াহূদীদের সুযোগ আছে তারা তেমন বিলুপ্ত নয়, কিন্তু .. কিন্তু থেকে যায়, আদও কি তারা সত কাজ করে ! ,যেভাবে অপরের ভূমি গিলে খাচ্ছে !
তবে আল্লাহ ভাল বলতে পারবেন ![]()
৮|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
সামস উদ দোহা বলেছেন: পুরা আউলা হয়ে গেসে নি আমনের মাথা? ইহুদি বেহেস্তে যাবে কই লিখসে? যারা বিশ্বাস স্থাপন করবে তারা যাবে। ধর্মান্তরিত হয়ে গেলে সে মুসলিম হয়ে যায়। সুতরাং কোন ধর্ম থেকে আসলো তা আর বিবেচনায় আসবে না।
৯|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯
রিফাত হোসেন বলেছেন: সামস উদ দোহা বলেছেন: পুরা আউলা হয়ে গেসে নি আমনের মাথা? ইহুদি বেহেস্তে যাবে কই লিখসে? যারা বিশ্বাস স্থাপন করবে তারা যাবে। ধর্মান্তরিত হয়ে গেলে সে মুসলিম হয়ে যায়। সুতরাং কোন ধর্ম থেকে আসলো তা আর বিবেচনায় আসবে না। এইটাই বুঝাতে চাইছিলাম আর কি
মুসলিম হলেও যে মুমিন হবে পরোপকারী হবে গ্যারান্টি নাই, মূল কথা যে ঈমান প্রকৃত অর্থেই আনবে তাদেরকেই পয়েন্ট করা হয়েছে । মন্তব্যে +
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩
বাঘ মামা বলেছেন: হুম