নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

প্রহলাদ

রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি মন্ডল ছিলেন দক্ষ গৃহিনী। মাত্র ১১বছর বয়সে তিনি পিতৃহারা হয়ে যান। জমিদারী প্রথা চলে যাওয়ায় একান্যভূত পরিবারটি খন্ড খন্ড হয়ে যায়। ধীরে ধীরে দেখা দেয় অভাব। তাঁরা ৯ ভাই-বোন। ভাইদের মধ্যে ছোট প্রহলাদ মন্ডল সৈকত। সংসারের অভাব অনটনে পারিবারিক অসচ্ছলতার মধ্য দিয়ে তিনি শিক্ষা ক্ষেত্রে দর্শন বিষয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৯৫ সালে মাত্র ১৬বছর বয়সে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার জেলা প্রতিনিধি দিয়েই তার সাংবাদিকতা শুরু। ১৯৯৭ সালে কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে এবং ১৯৯৯ সালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক মাতৃভূমি জেলা প্রতিনিধির দায়িত্ব পান। সেই সাথে এ সময় ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সাপ্তাহিক পত্রিকায়ও কাজ করেন। ২০০১সালে তৎকালীন বহুল প্রচারিত দৈনিক আজকের কাগজ পত্রিকায় রাজারহাট থানা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এ সময় ‘না খেয়ে মানুষের মৃত্যু’ শিরোনামে একটি নিউজ দৈনিক আজকের কাগজ পত্রিকার হেড লাইনে প্রকাশিত হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) রাজারহাটের হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে আসেন। তিনি রাজারহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রামান্তর নামের একটি পত্রিকায় নিউজ এডিটরের দায়িত্ব পালন করেন। আজকের কাগজ পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর ২০০৭ সালে উত্তরাঞ্চলের বহুল প্রচলিত দৈনিক করতোয়ায় যোগদান করে। ২০১১সালে খন্ডকালীন দৈনিক সমকাল পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ২০১৩ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন ও ২০১৭ সালে আমাদের সময় পত্রিকায় কাজ করার সুযোগ পান। এছাড়া বাংলা নিউজ২৪ ও ব্রেকিং নিউজসহ বেশ কয়েকটি শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল অনলাইন পত্রিকায় কাজ করছেন। বিরামপুর থেকে নিউজ ডায়রী ডট কম শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ক্রেষ্ট প্রদান করেন। ক্ষুরধার লেখনির জন্য বেশ কয়েকটি পত্রিকা ও প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা গ্রহন করেন। তিনি ডেইলি তোলপাড় ডট কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কাজ করছেন। ১অক্টোবর/১৯ থেকে তিনি চ্যানেল সিক্্র এ জেলার রাজারহাট থানা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি ২০১১সালে ১৩এপ্রিল ও ২০১৬সালের ১৭ ডিসেম্বর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তার বাম পা ভেঙ্গে তিনি পঙ্গুত্ব বরণ করেন। তারপরও তাকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। তিনি প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে সৎ ও সাহসী ভূমিকা পালন করেন। অল্প বয়স থেকে সাংবাদিকতা মহান পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী। তাঁর খুরধার লেখনিতে খরা-বন্যা, নদীভাঙ্গন, রাস্তাঘাট- শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠান সংষ্কার, সমাজ কুসংষ্কার, দূর্নীতি-অনিয়ম জিরো টলারেন্স না হলেও অনেকটাই কমে যেত। স্বাস্থ্য-শিক্ষা-কৃষি, ব্যবসা-বানিজ্য, সমাজ-সংষ্কৃতিতে তাঁর সাহসীকতায় ভূয়সী প্রশংসনীয়। ন্যায় ছিল তার হাতিয়ার, সত্যের পক্ষে ছিল অবিচল। তাঁর কণ্ঠস্বর প্রতিবাদী। বর্তমানে তিনি প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক। সাংবাদিকতা পেশায় অনুপ্রেরণা যোগান তারই স্যার মাধ্যমিক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শেখসাদী মন্ডল । তার পর থেকেই তিনি আর কোন চাকুরীকে পেশা হিসেবে না নিয়ে একমাত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই তিনি তাঁর অনুপ্রেরণাকারী স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক। তিনি যেমন সমাজ সংষ্কারক, তেমনি সংষ্কৃতি মনাও বটে। রাজনৈতিক ব্যক্তি না হয়েও তিনি সব দলের নেতা-কর্মীদের সাথে চলাফেরা করেন প্রতিনিয়িত। সর্বোপরি সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের মানুষের কাছে সাংবাদিকতায় আস্থা অর্জন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কৈশোর থেকে বহু চড়াই উৎরাই পাড় করে দীর্ঘ ২ যুগ অতিবাহিত করেছেন এ পেশায়। তিনি সকলের ভালবাসায় সিক্ত হয়ে তাঁর পেশাকে আরও বেগবান করতে চেয়েছেন।

প্রহলাদ › বিস্তারিত পোস্টঃ

রাজারহাটে অপহৃত †মহেদী হাসান বিরামপুরে উদ্ধার

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

[রসম।যঃঃঢ়://ং৩.ধসধুড়হধংি.পড়স/ংড়সবযিবৎবরহ/ঢ়রপঃঁৎবং/ঢ়ৎড়যধষধফ/ঢ়ৎড়যধষধফ-১৪৭০৩৭৯৮১৪-৪ভ৬০৫ফভথীষধৎমব.লঢ়ম]

অবশেষে ৪দিন পর ৫ আগষ্ট কুড়িগ্রামের রাজারহাট যুবলীগের কর্মী অপহৃত †মহেদী হাসানকে দিনাজপুর †জলার বিরামপুর †থকে উদ্ধার করা হয়েছে। তাকে ফিরে পাওয়ায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে আনন্দের বন্যা বইছে।
অপহৃত †মহেদী হাসান জানান, গত †সামবার বিকালে রাজারহাট-রংপুরগামী কাউনিয়া উপজেলার কাউনিয়া ফায়ার সার্ভিসের কাছে †পŠছিলে একটি মটর সাইকেল ও দু’টি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে একদল যুবক র‌্যাবের পরিচয় দিয়ে উপজেলা যুবলীগের কর্মী †মহেদী হাসান(২৬)কে নামিয়ে †নয়। সে উপজেলার চাকিপশার ইউনিয়নের আঃ মান্নানের পুত্র। পরে মাইক্রোবাসের ভিতরে কালো কাপড়দিয়ে †চাখ †বঁধে হাত পিছনে দিয়ে হাতকড়া পড়িয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে নিয়ে †যতে ১ঘন্টা সময় লাগে। †সখানে †চাখ বাঁধা অবস্থায় সকালে রুটি, দুপুরে ভাত †খতে †দয়া হতো। তাকে জঙ্গী সংগ?নের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এ বিষয়ে †কান তথ্য পাওয়া না যাওয়ায় তাকে গত ৫আগষ্ট রাত সাড়ে ১২টার দিয়ে মাইক্রো বাসে নিয়ে এসে দিনাজপুর †জলার বিরামপুর উপজেলার ডিগা বটতলী নামক স্থানে †ছড়ে †দয়া হয়। এসময় তাকে তার †মাবাইল †ফান সিমসহ †ফরত †দয়া হয়েছে। †সখানে বাজারের এক নাইটগার্ডের সহযোগীতায় অপহৃত †মহেদী বাড়ীতে খবর †দয়। পরে রাতেই তার বাড়ীর †লাকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। †মহেদী আরো জানান, তাকে †চাখ বাঁধা অবস্থায় হিলি সিমান্তের কাছে র‌্যাব-১৩এর কমান্ডিং অফিসারের গোপন †সলে †রখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে †মহেদী হাসান অপহরন হওয়ার পর তাকে না †পয়ে তার বাবা আঃ মান্নান কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রী করে এবং র‌্যাবের সদস্যরা তাকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু রংপুর র‌্যাব-১৩ বিষয়টি অস্বীকার করে। ফলে তার পরিবার উদ্বেগ-উৎকন্?ায় ভূগছিল। এমনকি এলাকায় যুবলীগ-ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অপহৃত †মহেদীর সন্ধান †চয়ে মিছিল ও মানব বন্ধন করেন। অপহৃত মেহেদী হাসান ফিরে আসার ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আঃ কাদের জিলানী ও চাকিরপশার ইউনিয়নের †চয়ারম্যান জাহিদ সরোয়ার্দ্দী বাàী বিষয়টি নিশ্চিত করেন।#

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.