নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই দালাল মুক্ত বাংলাদেশ!!

যেমন ঢাঁকের বাড়ি তেমনি নাচুনে বুড়ি.....

জেনারেশন৭৫

বাঁচতে হলে আবার আয় রে ভাই লান্গল ধরি গাঁয়...

জেনারেশন৭৫ › বিস্তারিত পোস্টঃ

শিবিরে গণপদত্যাগ : শিবিরের মধ্য কি ছাত্রলীগের অনুপ্রবেশ! ;) ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১০

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের ২৪ সদস্য গতকাল রাতে একযোগে পদত্যাগ করেছেন। রাত ১০টায় কার্যকরী পরিষদের এক সভা শেষে তারা এই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর একে একে পদত্যাগপত্র পেশ করেন বলে শিবিরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

শিবিরের সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মামুন গত রাতে সমকালের কাছে গণপদত্যাগের কথা স্বীকার করেন। তিনি জানান, গত ২১ জানুয়ারি পদত্যাগ করেন তিনি। কিন্তু বিষয়টি গোপন রেখেছিলেন। কারণ তখন পত্রটি কেন্দ্রীয় কমিটি গ্রহণ করতে রাজি হননি। তবে গত রাতে সেটি গ্রহণ করা হয়েছে। মামুন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গতকাল রাত ১টায় এ প্রতিবেদন তৈরির সময় সর্বশেষ খবরে জানা যায় পদত্যাগকারীর সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। তবে রাতে সবার নাম জানা যায়নি। মোট ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন_ শিবিরের কেন্দ্রীয়

অফিস সম্পাদক আহমেদ জায়দুর রহমান, অর্থ সম্পাদক আবদুর জব্বার, পাঠাগার সম্পাদক আবুল কালাম আযাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান সম্পাদক আতাউর রহমান সরকার, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মইন উদ্দীন, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাকসুদুর রহমান. রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি গোলাপ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুদ্দিন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাফাজ্জল হোসেন রুমেল।

শিবিরের কার্যকরী পরিষদ মোট ৩৯ সদস্যবিশিষ্ট। পদাধিকারবলে বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এ পরিষদের সদস্য হয়ে থাকেন। নির্বাচিত সদস্য সংখ্যা ৩৫। এর মধ্যে ২৪ জন পদত্যাগ করেছেন। বাকি ১২ জন আজ পদত্যাগ করতে পারেন। এরপর নতুন করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হতে পারে বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি শামসুদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনিসুর রহমান এ গণপদত্যাগের কথা স্বীকার করে গতকাল রাতে সমকালকে জানান, তারা পদত্যাগ করেছেন। কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে ইঙ্গিতে তারা দলীয় কোন্দলের কথা তুলে ধরেন। একই সঙ্গে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে ছাত্রলীগ নেতা ফারুককে হত্যার পর সংগঠনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

তাৎক্ষণিক এ পদত্যাগের একাধিক কারণ জানা গেছে। মূলত সভাপতির বিরুদ্ধে অর্থআত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ ছিলেন অনেকেই। আরেকটি বড় কারণ হলো, সাবেক সাধারণ সম্পাদক শিশির মুহাম্মদ মুনিরকে সভাপতির একক সিদ্ধান্তে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের এক-তৃতীয়াংশ সদস্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত সদস্যদের পরামর্শে মনোনয়ন দিতে পারেন। কিন্তু গত ২০ জানুয়ারি শিবিরের কার্যকরী পরিষদ গঠনের পর সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই একক ক্ষমতাবলে এক-তৃতীয়াংশ সদস্য মনোনয়ন দেন। যাদের অনেকেরই নাম শিবিরের কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনের সময় ব্যালট পেপারেই ছিল না। এতেও ক্ষুব্ধ হন পরিষদের সদস্যরা। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংসতার পর ঘটনা ঠিকমতো সামাল দিতে না পারার অভিযোগ আনা হয় সভাপতির বিরুদ্ধে।

২৪ কার্যকরী সদস্যের পদত্যাগের পর মঙ্গলবার রাতেই নতুন কার্যকরী পরিষদ পুনর্গঠনে শিবিরের বৈঠক শুরু হয়। রাত ২টায়ও বৈঠক চলছিল। তবে শিবিরের একাধিক সূত্র জানিয়েছে, আজকালের মধ্যে বাকি সদস্যরাও পদত্যাগ করবেন। দুই-একদিনের মধ্যে নতুন কমিটি গঠিত হবে। তবে সভাপতি রেজাউল করিম পদত্যাগ করবেন কি-না তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

পদত্যাগের এই ঘটনার বিষয়ে শিবিরের অভিভাবক সংগঠন জামায়াত নেতারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। একজন এ বিষয়ে মুখ খুলতে রাজি হন। তিনি হলেন শিবিরের সাবেক সভাপতি এবং মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক হামিদুর রহমান আজাদ। গতকাল রাতে সমকালকে তিনি জানান, এটা শিবিরের অভ্যন্তরিন বিষয়।

গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। এরপর শিবিরের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গত দু'সপ্তাহ ধরে শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ।



http://www.shamokal.com/

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-২

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২১

জেনারেশন৭৫ বলেছেন: জামাতের প্রভাব থেকে বিশেষ করে মুজাহিদের প্রভাব থেকে শিবির বের হয়ে আসাই উচিত।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩২

মরুর মুসাফির বলেছেন: এইমাত্র একটি খবর জানতে পারলাম, শিবিরের সদ্য বিদায়ী সেক্রেটারী জেনারেল শিশির মোহাম্মদ মনির নিজে সভাপতি হওয়ার জন্য ইন্টারনেটেও প্রচারণা চালিয়েছেন সদস্যদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে যেন সভাপতি করা হয় এমন প্রচারণা ও সদস্যদের মধ্যে প্রভাব সৃষ্টি করেছেন বলে কেন্দ্রীয় পরিষদ সেই সময় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বুঝতে পারতেছিনা ঘটনা কি? বড় রকম কোন পরিবর্তন মনে হচ্ছে। তবে ভয় হচ্ছে, কাঠামো ভেঙ্গে গেলে সংগঠন টিকিয়ে রাখা খুব কঠিন হবে। তার উপর রাবির ঘটনার পর সরকারের শিবির নিষিদ্ধের আয়োজন। সব মিলিয়ে ঝড়ো হাওয়ার আশংকা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২০

জেনারেশন৭৫ বলেছেন: শুনেছিলাম অনকদিন আগে থেকেই যুদ্ধপরাধি ইস্যু নিয়ে শিবিরের মধ্য অস্হিরতা চলে আসছিল। আর এই জেনারেশন ৭১ দায় নিবে কেন? শিবিরের মধ্য একটা পরিবর্তন দরকার ছিল, এখন হয়তবা সেটাই হতে যাচ্ছে! জামাতের প্রভাবমুক্ত সংগঠন খুবই জরুরি।

শিবিরের কত% লোক জামাত করে বলতে পারবেন? মনে হয় ১০% ও না। আমার বন্ধুরা অনেকেই শিবির করত তাদের ২/১ জন ছাড়া আর কাউকে জামাতের রাজনীতিতে তো দেখি না।

মুনির শিশির যদি ঐ কাজ করে থাকে তবে সে খারাপ কাজ করেছে। যতদুর জেনেছিলাম শিবের সে সবচেয়ে বেশি অযোগ্য নেতা যে নেতা হওয়ার জন্য নিজের প্ররোচনা চালায়।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯

হায়রে দুনিয়া বলেছেন: মরুর মুসাফির বলেছেন: এইমাত্র একটি খবর জানতে পারলাম, শিবিরের সদ্য বিদায়ী সেক্রেটারী জেনারেল শিশির মোহাম্মদ মনির নিজে সভাপতি হওয়ার জন্য ইন্টারনেটেও প্রচারণা চালিয়েছেন সদস্যদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে যেন সভাপতি করা হয় এমন প্রচারণা ও সদস্যদের মধ্যে প্রভাব সৃষ্টি করেছেন বলে কেন্দ্রীয় পরিষদ সেই সময় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বুঝতে পারতেছিনা ঘটনা কি? বড় রকম কোন পরিবর্তন মনে হচ্ছে। তবে ভয় হচ্ছে, কাঠামো ভেঙ্গে গেলে সংগঠন টিকিয়ে রাখা খুব কঠিন হবে। তার উপর রাবির ঘটনার পর সরকারের শিবির নিষিদ্ধের আয়োজন। সব মিলিয়ে ঝড়ো হাওয়ার আশংকা।
--------------------------------------------------------------
তাই সময় এবং গায়ে চামড়া থাকতে দেখো কোন মরুর দেশে তোমাদের কোন শেখ আব্বুরা নিয়া যায় কিনা।

পরে চামড়া-চুমড়া উঠায় ফালাইলে কোইও না যে সাবধান করি নাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২২

জেনারেশন৭৫ বলেছেন: আপনেও না মরুর কোন দেশে থাকেন?

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৭

সত্য ভাষন বলেছেন: ইসলামে নারী নেতৃত্ব হারাম কিন্তু খালেদা জিয়ার কাছে খুব আরাম

ভাইরে মিথ্যা কথার একদিন ধ্বংস হবে এটাই স্বাভাবিক। তবে আমার সন্দেহ হয় এটা নতুন কোন চাল নয়তো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৩

জেনারেশন৭৫ বলেছেন: শুনেছিলাম অনকদিন আগে থেকেই যুদ্ধপরাধি ইস্যু নিয়ে শিবিরের মধ্য অস্হিরতা চলে আসছিল। আর এই জেনারেশন ৭১ দায় নিবে কেন?শিবিরের মধ্য একটা পরিবর্তন দরকার ছিল, এখন হয়তবা সেটাই হতে যাচ্ছে! জামাতের প্রভাবমুক্ত সংগঠন খুবই জরুরি।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৮

হায়রে দুনিয়া বলেছেন: জ্বি না স্যার, আমি মরুর পুরা উলটা চরম শীত আর বরফের দেশে থাকি।

But NO disrespect to the people who live in the gulf countries by the way.

বরং আমার অশেষ শ্রদ্ধা তাদের জন্য যে জীবিকার প্রয়োজনে তাদেরকে ওই পশুদের দেশে থাকতে হয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৭

জেনারেশন৭৫ বলেছেন: যাক যেখানেই থাকেন বা যে মত বা পথেরই হোন দেশের জন্য যতটুকু সাধ্য আছে ততটুকুই করেন....

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪০

যীশূ বলেছেন: নাটক! নাটক!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫০

জেনারেশন৭৫ বলেছেন: মনে হয় না নাটক। কিছু একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে মনে হয়। হয় জামাতের একবারে পারমানেন্ট হবে নয় জামাত থেকে বের হয় আসবে......

মনে হয় না জামাতের নেতৃত্বের মতামতের বাহিরে যেতে পারবে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

ফিনিক্সম্যান বলেছেন: ওরেব্বাশ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫১

জেনারেশন৭৫ বলেছেন: --------------

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০

দ্বীপবালক বলেছেন: এখানে নাটক ফটকের কী আছে? কার্যকরী পরিষদের সদস্যরা পদত্যাগ করতেই পারেন। সিস্টেম ফলো করে করলে এতেতো কোন সমস্যা হবার কথা নয়।
তারাতো অন্যদের মত মারামারিতে লিপ্ত হননি।
দায়িত্বশীল সংগঠনগুলোতে এমন ঘটতেই পারে। দুনিয়ার অনেক দেশেই এমন হয়। আমাদের দেশেই শুধু পদ আঁকড়ে ধরে বসে থকার প্রবণতা দেখা যায়। এঁরা পদত্যাগ করে বরং ভালই করেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫

জেনারেশন৭৫ বলেছেন: সবচেয়ে বড় কথা তারা অন্য সংগঠনের মত মারামারিতে লিপ্ত হননি।

এর আগেও তো ১বার শিবিরে বিদ্রহো হয়েছিল। সাবেক শিবির সভাপতি আব্দুল কাদের বাচ্চু সহ কাপ সদস্য এর আগেও শিবির থেকে বহিস্কার হন এবং পরে ছাত্র মজলিশ গঠন করেন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৫

নন্দনপুরী বলেছেন: ইসলামে নারী নেতৃত্ব হারাম কিন্তু খালেদা জিয়ার কাছে খুব আরাম

ভাইরে মিথ্যা কথার একদিন ধ্বংস হবে এটাই স্বাভাবিক। তবে আমার সন্দেহ হয় এটা নতুন কোন চাল নয়তো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

জেনারেশন৭৫ বলেছেন: হতেই পারে নতুন কোন চাল।

শিবির যদি সরকার নিষিদ্ধই করে তবে কিছু নেতৃত্বকে সেভ করার জন্য ৩য় একটা ফ্রন্ট খোলার ব্যাবস্হা রাখছে কি না।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৩

মৌনোতা বলেছেন: দ্বীপবালক বলেছেন: এখানে নাটক ফটকের কী আছে? কার্যকরী পরিষদের সদস্যরা পদত্যাগ করতেই পারেন। সিস্টেম ফলো করে করলে এতেতো কোন সমস্যা হবার কথা নয়।
তারাতো অন্যদের মত মারামারিতে লিপ্ত হননি।
দায়িত্বশীল সংগঠনগুলোতে এমন ঘটতেই পারে। দুনিয়ার অনেক দেশেই এমন হয়। আমাদের দেশেই শুধু পদ আঁকড়ে ধরে বসে থকার প্রবণতা দেখা যায়। এঁরা পদত্যাগ করে বরং ভালই করেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭

জেনারেশন৭৫ বলেছেন: এর আগেও তো ১বার শিবিরে বিদ্রহো হয়েছিল। সাবেক শিবির সভাপতি আব্দুল কাদের বাচ্চু সহ কাপ সদস্য এর আগেও শিবির থেকে বহিস্কার হন এবং পরে ছাত্র মজলিশ গঠন করেন।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

চিটির বাক্স বলেছেন: পদত্যাগ করতেই পারে, মারামারী না করলেই হয়। পদত্যাগ করে শৃঙ্কলা রক্ষা করে চলাই একটি আদর্শ, ক্ষমতা আকড়ে না ধরে এভাবে চলা অনেক ভাল মনে হচ্ছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬

জেনারেশন৭৫ বলেছেন: একটা ভলো দিক লক্ষ করলাম যে তারা অন্য সংগঠনের মত মারামারিতে লিপ্ত হননি।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

সরকার মারুফ বলেছেন: শিশির মনির যে প্ররোচনা চালিয়েছে, তার ব্যাপারে কতটা জানেন?

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭

জেনারেশন৭৫ বলেছেন: আমাদেরর পাশের শহরেই থাকেন পরিচিত এক সিনিয়ার ভাই যিনি শিবিরের একসময় প্রভাবশলি কাপ সদস্য ছিলেন। উনার কাছ থেকে ফোনে জানলাম........

মিডিয়া একটু বাড়িয়ে লিখেছে। মুলত পদত্যাগ করেছে ২০ জন তাদের মধ্য ১৩ জনের ছাত্রজীবন একেবারেই শেষ। আজকের মধ্যই নতুন করে কার্যকরি পরিষধ গঠন হবে । সরকারের নির্যাতনের ভয়ে অনেকেই নাকি এই কঠিন সময়ে দয়িত্ব নিতে চাচ্ছিলেন তার সাথে নেতৃত্বের মধ্য কিছু ভুলবুঝাবুঝি তো অবশ্যই আছেই......

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩৩

রাজমুকুট বলেছেন: আসল খবর জানতে নিচের লিংকে ক্লিক করুন
Click This Link

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৮

মুবাশ্বির বলেছেন: @ জেনারেশন৭৫: বাংলাদেশে এস.এস.সি, দাখিল পরীক্ষার ফরম ফিলাপের সময় কী হয় তা মনে হয় সবারই জানা। সবাই বয়স কমাতে গিয়ে দেখা যায় একই মাস, একই বছর--এমনকি মাঝে মাঝে একই দিন হয়ে যায়।

শিবিরের ১৩ জন নেতার শিক্ষাজীবনে এতদিন কিছু হল না, হঠাৎ একসাথে শেষ হল-- কাহিনী কি এতটুকুই? নাকি ঘটনার পেছনে ঘটনা আছে?

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩

মাইমুনা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.