নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব্যসাচী

মানুষের জন্য

প্রজন্ম পশ্চিমাঞ্চল

প্রজন্ম পশ্চিমাঞ্চল › বিস্তারিত পোস্টঃ

"একটি অসমাপ্ত চিঠি"

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মেয়ে,
তুই জানিস না হয়ত, তোকে আমি মনের সব কয়টা জায়গা দিয়ে দিয়েছি।
আর তো কোন জায়গা বাকি নাই কারো জন্য। শুধু দুঃখ এই যে তোর হাসিতে চাইলেই হাসতে পারলাম না, তোর কান্নায় চাইলেই কাঁদতে পারলাম না।
তুই আমাকে কোনদিনও ভালবাসবি না জানি, কিন্তু তোকে ভাল না বেসে আমি থাকতে পারব না। হোক না সে একপক্ষীয়। তোকে কোনদিনও বলব না কষ্ট দিসনা আমাকে। শুধু বলব নিজে অনেক ভাল থাক।মনে রাখিস কোনদিনও তোর জন্য আমার ভালবাসা কমবে না।
মনে রাখিস আমার কাছে আমার চাইতে তোর ভালথাকাটা অনেক জরুরী।
বলতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু কেন জানি লেখার ভাষা পাচ্ছি না খুঁজে।

..............................
..............................
..................

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

আমি নীলকণ্ঠ বলেছেন: তুই মেয়ে, আমার গানের ছোট্ট পাখি
বলনা আজি কোথায় তোরে রাখি?

হৃৎপিণ্ডে তুই ঝটপটানি পাখি
হারাস না তুই খুললে আমার আঁখি।

ভালোবাসার তুই না বুঝিস কিছু
তবু আমি থাকবো পিছু পিছু।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

প্রজন্ম পশ্চিমাঞ্চল বলেছেন: ধন্যবাদ আমি নীলকন্ঠ। আমি কি আপনার মন্তব্য টা কপি পেস্ট করতে পারি? অন্য কোথাও পোস্ট করার জন্য?
(আপনার নামে)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০

আমি নীলকণ্ঠ বলেছেন: যা দিয়েছি তা উজার করেই দিয়েছি। মন্তব্য আপনাকে দিয়েছি, এখন তাকে কাটুন, মারুন, যা ইচ্ছা করুন।


কোন সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.