![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তুমি কোন দিন বুঝবে না;
আমার অবচেতন মনে
জায়গা করে নেয়া, এক অপ্সরী তুমি।
তুমি হয়ত জানবে-ও না,
এই ছেলেটা কতটা কাঁদছে
প্রতিনিয়ত, শুধু তোমার জন্য।
মেয়ে তুমি হয়ত-
থাক তোমার খেয়াল খুশিতে।
তোমার জন্য ভা্লোবাসায় ভরপুর
একটি হৃদয় কে দেখতে,
প্রবল আপত্তি তোমার।
কিন্তু তোমার এই প্রবল আপত্তি-কে
প্রতিনিয়ত আঘাত করতে চাই আমি।
মনে রেখ মেয়ে-
অন্যেরা যখন চাই,
আমি তখন দাবি করি।
আর দাবি না মানলে,
জোর করি।
মনে রেখ, সেই জোর-কে
অগ্রাহ্য করবার অধিকার,
শুধু তোমারই আছে।
আর এ অধিকার ভালোবাসার।
©somewhere in net ltd.