নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণঃ আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা এই পিটিশনে সমর্থন দিন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

যুদ্ধপরাধীদের বিচারের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমর্থন আদায়ের লক্ষ্যে আমেরিকায় বসবাসরত সকল বাঙালীর পক্ষ থেকে একটা পিটিশন করা হয়েছে। কিন্তু পিটিশনটা সরকারের দৃষ্টিগোচর করার জন্য প্রয়োজন প্রায় ১ লক্ষ ভোট। আজ ১৩ই ফেব্রুয়ারীতে প্রস্তাবিত এই পিটিশনটিতে এই পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫ সহস্রাধিক।



সামুতে আমেরিকা প্রবাসী সকল ব্লগারকে অনুরোধ জানাচ্ছি, এই ইস্যুটিতে ওবামা প্রশাসনের সমর্থন আদায়ের লক্ষ্যে আপনি ও আপনার পরিবারের সবার নাম দিয়ে ভোট দিন। এটা আমেরিকা প্রবাসী সকল বাংলাদেশীর নৈতিক দায়িত্ব। আমরা কি দৈনন্দিন জীবন থেকে মাত্র ৫ মিনিট সময় নিয়ে এই কাজটুকু করে বাংলাদেশে আন্দোলনরত কোটি মানুষের সাথে সমর্থন জানাতে পারিনা?



স্বাক্ষর প্রদানের শেষ দিনঃ ১৫ই মার্চ ২০১৩।

দেখুনঃ এখানে





মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

আরজু পনি বলেছেন:

আরো দুটো পোস্ট দেখলাম এর পক্ষে আর বিপক্ষে....
Click This Link অপুর্নর এই পোস্টটা পক্ষে আর Click This Link টিভি পাগলার এই পোস্টটা বিপক্ষে............

কাজেই ভালো মতো যাচাই করে যা করার করা উচিত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: বোকার মতো মানুষের কথা না শুনে আপনি নিজে একটু যাচাই করেন।
সবাই উইকিপিডিয়াতে গিয়ে হোয়াইট হাউসের পোফাইল পেইজ থেকে লিঙ্ক জেনে নিন।

http://en.wikipedia.org/wiki/White_House

এর পর দেখুন নিচের লিঙ্ক
http://whois.domaintools.com/whitehouse.gov

.গভ ডোমেইন নেইম ব্যক্তির নামে হয়না। এভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য ঐ লোকটাকে আপনার ব্লক করা উচিত। আপনার কি মনে হয় আমেররিকার প্রশাসনের ওয়েবসাইট ব্যক্তি মালিকানায় নিয়ে কেউ বসে আছে আর সরকার ঘাস খাচ্ছে? এটা আমেরিকার সরকারের সাইট।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আর আপনার দেয়া দ্বিতীয় লিঙ্ক কোথায় গেল? কিছু বুঝলেন? নিচের মন্তব্যে স্ক্রীণশট দিয়েছি, দেখেন আপনাদের কিভাবে বোকা বানালো!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

ফ্রিঞ্জ বলেছেন: আর আম্রিকার সাপোর্ট লাগবো না। আমাগো বিচার আমরাই করুম।
এইসব ভিক্ষার আবদার করবেন না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ভিক্ষা কে চাইছে? আমেরিকার নাগরিক হিসেবে আমি ওবামার দৃষ্টি আকর্ষণ করার অধিকার রাখি, প্রত্যেকটা আমেরিকানই রাখে। এটা ভিক্ষা নয়, অধিকারের প্রশ্ন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

দূরবী৩২১ বলেছেন: গতকাল আমি এই পোস্ট টা পোস্ট করি কিন্তু পরে তা মুছে দেয় অনেকের হয়তো মনে আছে টিপাইমুখ বাধ নিয়া একটা অনলাইন পিটিশনে সই করার ডাক দেওয়া হইছিলো। বলা হইছিলো তিন লাখ সিগনেচার পড়লে নাকি জাতিসংঘ এই বাধ নির্মানে হস্তক্ষেপ করবে। সেটা ছিলো একটা মিথ্যাচার, যা নিয়া আমি লড়ছিলাম তখন। এখন এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়া হোয়াইট হাউজে একটা পিটিশন লিংক শেয়ার হইতেছে। অনেকে না জাইনা হয়তো শেয়ার করতেছে। এইটা একটা স্ক্যাম। এইটার বিনিময়ে আপনার ই-মেইলটা চল্লিশ সেন্টে বিক্রি হবে, আপনি যেহেতু স্প্যাম ফোল্ডার চেক করেন না, আপনারে নিয়া যাবতীয় বানিজ্য ওইখানেই হয়ে যাবে। সো লিভ ইট।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু বলার নাই, আপনি দুই কলম বেশী বুঝছেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

দূরবী৩২১ বলেছেন: Click This Link ভাই দেখে আসেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: দেখলামতো, ভুল তথ্য দেয়ার পর আমি যখন প্রমাণ হাজির করলাম তখন দৈড়ায়া পোস্ট মুছে ফেলছে? কেন জানেন?
একটা কবিতা মনে পড়তেছে...

৭কোটি বাঙালীর মুগ্ধ জননী
রেখেছো বাঙালী করে, মানুষ করোনি...

মনে পড়ে? যাইহোক, সৌভাগ্যবশত আমি নিচের মন্তব্যে তার দেয়া স্ক্রীণশটা এড করে দিয়েছিলাম। আমি জানতাম দৌড় দিবে। এবার হলোতো? তাই বারবার বলি অন্যের শোনা কথায় কান না দিয়ে নিজে যাচাই করুন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: জনাব, ঐ লিখায় পোস্ট করা ইমেইজের ৩ নম্বরটা দেখেন (লাল আন্ডারলাইন করা)। ডোমেইন নেইম কি লিখা?

https.com আর চালায়া দিলো whitehouse.gov বইলা। আপনেরাও হ হ বলে লাফায়া উঠলেন?



আপনারা শিক্ষিত মানুষ। জাইনা-শুইনা এইরকম ভুল করেন কি করে?

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: লেখক বলেছেন: কিছু বলার নাই, আপনি দুই কলম বেশী বুঝছেন।

হা ঠিক ইনারা একটু পাইলেই হয় =p~

রায়হান ভাই সকালে যখন পোস্ট করে ব্লগে বোধই আমিই প্রথম সিগনেচার দিসি, এর ভিতর সব কিছু চেক ও মারছি। নু ভেজাল! B-))

তাছাড়া ভাবলাম আকাউন্ট যখন বানাইসি অন্য কাজের গুলাতেও সাইন দিয়া আসি B-)) সাইবার প্রাইভেসি নিয়ে আরেকটাতেও দিসি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: টিভি পাগলা, পুরাই কট্। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.