নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আমার ছেলেবেলা কেটেছে আর দশটা সমসাময়িক বাঙালী ছেলেদের মতোই। এর মাঝেও বেশ কিছু ব্যাপার আছে যেগুলোকে হয়তো আমি খুব সহজেই ব্যতিক্রম হিসেবে গণ্য করতে পারি। খুব সম্ভবত সেটাই স্বাভাবকি। আশির দশকের প্রথম ভাগে জন্ম নেয়া আরো অনেকের মতোই আমিও ছোটবেলা থেকে বাংলা ব্যান্ড সংগীতের ভীষণ ভ্ক্ত। শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই, জনপ্রিয় ব্যান্ড মাইলস্, ফিডব্যাকের মাকসুদ ভাই, জেমস্, প্রমিথিউস এর বিপ্লব দা, অবসকিওর, চাইম এদের গান শুনেই বড় হয়েছি।
আজ সকালে ঘুম থেকে উঠে বাচ্চু ভাইয়ের একটা চমৎকার গান মনে পড়ে গেল। সবার সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: "রাতের তারার মত অামার প্রেম।" - অসাধারণ একটা গান ছিলো। বাকি গানটার ব্যাপারেও আপনার সাথে একমত। বর্তমান প্রজন্ম আমাদের ব্যান্ডের স্বর্নালী দিন/গানগুলো সম্পের্ক কতটুকু সচেতন আমি জানিনা। দেশ থেকে দূরে আছি অনেক অনেকদিন হলো। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১
বিপরীত বাক বলেছেন:
রাতের তারার মত
অামার প্রেম।
কোনদিন তুমি
বুঝতে পারনি।
এসেছিলে শুধু
দিনের অালোতে।
কখনো অামায় তাই ভালবাসনি।
একই অ্যালবামের গান। এছাড়া অারও একটা গান ,,,তখনো বুঝি শুধু কেঁদেই যাবো,,।
এই গানগুলো ছিল একটু অন্যধাঁচের। লিডগুলো ছিল অসাধারণ।