নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

জো স্যাটরিয়ানি - মেইড অফ টিয়ারস্

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৩

যারা গীটার ভালোবাসেন, তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যে কখনো জো স্যাটরিয়ানির নাম শোনেনি। গীটারের ব্যাপারে আমার ধারনা শূণ্যের কোঠায়, তবুও আমিও ব্যক্তিগতভাবে জো স্যাটরিয়ানির একজন ভক্ত। তার মোটামুটি সবগুলো এ্যলবাম-ই আমার ব্যক্তিগত সংগ্রহে আছে। তবে একটা বিশেষ ট্র্যাক আমাকে ভীষণভাবে টানে আর সেটা হলো মেইড অফ টিয়ারস্। উনার লাইভ পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করছি। কেমন লাগলো জানাতে পারেন। আর হ্যাঁ, ভালোমানের একটা হেডফোন দিয়ে শুনতে হবে কিন্তু! B-)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:




আপনার দেয়া ভিডিওর মিউজিক শুনলাম, ভালো।

০১ লা ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগলো। বাংলাদেশের প্রয়াত আইয়ুব বাচ্চু বেশ কয়েকবার তার প্রিয় গিটারিস্টদের তালিকায় জো স্যাটরিয়ানির, স্টিভ ভাই-এর নাম উল্লেখ করেছিলেন। আমি দু'জনেরই সলো গিটার বাজানো শুনেছি, তবে আমার কাছে বাচ্চু ভাই আর স্যাটরিয়ানির বাজানোর মধ্যে রিদমে-এ যথেষ্ট স্বাতন্ত্রতা লক্ষ্য করেছি। দু'জনেই রক ঘরানার হলেও স্যাটরিয়ানি কে হার্ড রক ঘরানারা মনে হয়েছে, যতদূর জানি দু'জনেই ব্লুজ বাজাতেন। অবশ্য আমার ধারনায় ভুল থাকাটাও অস্বাভাবিক নয়। ধন্যবাদ।

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ মিউজিক শুনে খুব ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন:

আমি গিটার ভালোবাসি।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বাহ্। বেশ তো!

৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

ফয়সাল রকি বলেছেন: আমিও গীটার ভালোবাসি।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ২:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালোলাগলো কিন্তু শেয়ার করা মিউজিকটা কেমন লেগেছে সেটা জানালো হয়তো আরো বেশী ভালো লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.