নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
ফারুক মাহফুজ আনাম জেমস -এর সপ্তম ব্যক্তিগত এ্যালবাম যা সিএমভি মিউজিক লেবেল থেকে ২০০৭ সালে রিলিজ হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট দশটি ট্র্যাক রয়েছে। এ্যালবামটির বেশীরভাগ গান লিখেছেন বিশু শিকদার। এছাড়াও শফিক তুহিনের লিখা দু'টো গান (এই বুকটা চিড়ে, সুরাইয়া) এবং একটি সংগ্রহীত গান রয়েছে যার প্রকৃত গীতিকারের নাম অনুল্লেখ রয়েছে। এই এ্যালবামটির উল্লেখযোগ্য ট্র্যাকের মধ্যে রয়েছে, উঠেছে তুফান, অবরোধ, তুমি কাঁদলেই যা এখনো জেমস ভক্ত শ্রোতাদের মনে পড়বে। এ্যালবামটি অডিও ক্যাসেট এবং সিডি এ দুটো ফরম্যাটেই বাজারে এসেছিলো।
এ্যালবামটির সবগুলো গানের লিরিকস এবং সাথে গানের ইউটিউব ভিডিও লিঙ্ক পাওয়া যাবে প্রকাশনীর পাতা থাকে। ধন্যাবদ।
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৯
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ ইফতেখার ভাই।
জেমস এর মর্ম জাতি এখনো বুঝেনাই।
বুঝবে যখন সে থাকবে না।
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: কথা সত্য।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: জেমস প্রথম থেকেই আমার প্রিয় লিস্টে ছিল । ভারতে গিয়ে একটা গানেই হিট হল । এখন ঢাকায় অনেকেই জেমসের এই উত্থানকে মেনে নেয়নি । আমার মনে হয় ভাল সুরকার, গীতিকার দরকার ছিল আমাদের দেশে । জেমসের লিঙ্ক পেয়ে ভালই হল , শুনব এখন ।
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আমরা এক প্রকার তাদের গান শুনেই বড় হয়েছি। এই বয়সে এসেও শুনতে খারাপ লাগছে না। আগামীতে আরো বেশ কিছু এ্যালবাম আসবে, সবগুলোই এখানে পোস্ট করা হবে। ধন্যবাদ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
কথক আরমান বলেছেন: একমুখী রাস্তা আমার খুব প্রিয়।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগলো।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ব্যান্ডের গান গুলো এক আধবার শোণার মতোন। তবে রবীন্দ্রসংগীতের মতো না যে সারা জীবন শোণা যায়।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি একমত হতে পারছি না তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
লিংক ফলো করে এই বুকটি চিড়ে গানটি শুনে আসলাম ।
ভাল লাগল । বাকি গানগুলি সময় করে শুনব ।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।
১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের প্রচেষ্টা সার্থক হচ্ছে দেখে এবং জেনে ভালো লাগছে। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫১
সোহানী বলেছেন: শুনবো.........