নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

টাইম স্কয়ারে ঘোরাঘুরি

১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৯


বাংলাদেশে থাকতে টাইম স্কয়ারের নাম বহুবার শুনেছি। ৯০ দশকের শেষ ভাগে ছোট চাচা চাকুরী নিয়ে নিউ ইয়র্কে আসার পর থেকে জায়গাটা নিয়ে ভীষণ উৎসাহ কাজ করেছে। অবশ্য আমেরিকার মাটিতে পা দেয়ার পর থেকেই সেই ইচ্ছেটা উবে যেতে বেশী সময় লাগে নি। বছরের শেষ দিনে এখানে পা রাখার কোন জায়গা খুঁজে পাওয়া মুশকিল যদিও এখানটায় সারা বছরই লোকজনের আনাগোনা থাকে। এখন অবশ্য জায়গাটাকে এড়িয়ে চলি। প্রায় ৬/৭ বছর পর ক'দিন আগেই ঘুরে এলাম টাইম স্কয়ার। বড় বড় বিজ্ঞাপনের নিয়ন বাতি ছাড়া তেমন কিছু অবশ্য চোখে পড়ে না। যতটুকুই চোখে পড়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আমিও একদিন এখানে যাবো।

২০ শে মে, ২০২১ সকাল ১০:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক আছে।

২| ২০ শে মে, ২০২১ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: কথায় বলে, নিউ ইয়র্ক নেভার স্লীপস!

২০১৩ সালে এলাকাটিতে কয়েকবার গিয়েছিলাম। এমন একটি সদাব্যস্ত এলাকা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, চেনাই যায় না।

ভিডিও ক্লিপটি আরেকটু ছোট হলে ভাল হতো বলে মনে হয়। আর ভিডিও’র টাইটেলটা “Wondering Around Times Square” না লিখে “Wandering Around Times Square” লিখলে তা শুদ্ধ হতো।

২০ শে মে, ২০২১ সকাল ১০:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: নিই ইয়র্ক আসলেই ঘুমায় না, আর তাই ২০০৬-এর দিকে ম্যানহ্যাটান থেকে কুইন্সে মুভ করে চলে এসেছি। আপনার উপদেশ মতো টাইটেল পরিবর্তন করে দেয়া হলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.