নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

নগর বাউল - ফিলিংস

০৮ ই মে, ২০২২ রাত ২:২৩


বাংলাদেশী জনপ্রিয় ব্যান্ড দল ফিলিংস -এর একটি স্টুডিও এ্যালবাম যা ১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে ক্যাসেট ফরম্যাটে বাজারে এসেছিলো। পরবর্তীতে একই মিউজিক লেবেল থেকে পুনরায় সিডি আকারে বাজারে ছাড়া হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যেখানে মূল কন্ঠশিল্পী ও গীটার বাদক ছিলেন ফারুক মাহফুজ আনাম জেমস, ড্রামস বাজিয়েছেন এহসান এলাহী ফান্টি, বেইজ গীটার বাজিয়েছেন আলম আওরঙ্গজেব বাবু আর কী-বোর্ড বাজিয়েছেন আসাদুজ্জামান আসাদ।

আডিও আর্ট রেকর্ডিং স্টুডিওতে ট্র্যাকগুলো ধারণ করা হয়েছে যেখানে মিক্সিং ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন আজম বাবু। এ্যালবামটির কাভার ডিজাইন করেছেন নিয়াজ আহমেদ অংশু। ফিলিংস ব্যান্ড দলটি এই এ্যালবামটি উৎসর্গ করেছে তাদের শ্রোতা এবং বন্ধুদের।

এ্যলবামটির উল্লেখযোগ্য ট্রাকগুলোর মধ্যে রয়েছে, হারাগাছের নুরজাহান, তারায় তারায়, নগর বাউল ও তবে বন্ধু নৌকা ভেড়াও এর মতো জনপ্রিয় গানগুলো। সম্প্রতি এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ রাত ২:৩৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: 'আমি তারাই তারাই রটিয়ে দেবো তুমি আমার ' বেস্ট।

০৮ ই মে, ২০২২ রাত ৩:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, গানটা সে সময়ে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলো। আজও ভালোলাগে।

২| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যাত্রা গানটা তো মাথা খারাপ করে দিয়েছিলো প্রজন্মের !!

০৮ ই মে, ২০২২ দুপুর ১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. খারাপ বলেন নি! ধন্যবাদ।

৩| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:




নগর বাউল এ্যালবামে তারায় তারায় গানটা সবচেয়ে প্রিয় ।


আমি তারায় তারায় রটিয়ে দেবো
তুমি আমার






১১ ই মে, ২০২২ সকাল ৮:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, গানটা সুন্দর। ধন্যবাদ।

৪| ১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কাজ করে চলেছেন আপনারা।
শুভকামনা---

০২ রা জুলাই, ২০২২ ভোর ৬:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গুরুর চাদর টা 'ভাইরাল' হয়েছিল।

২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.