নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

জানাম সামঝা কারো - অডিও সিডি

১২ ই জুলাই, ২০২২ রাত ১১:১২


সালমান খান আর উর্মিলা-র ছবি যা নব্বইয়ের দশকের শেষ দিকে রিলিজ হয়েছিলো। সর্বমোট আটটি ট্র্যাক রয়েছে এ্যালবামটিতে। লাভ হুয়া, সাবকি বারাতে আয়ি, চান্দনি আয়া হে তেরা দিওয়ানা গানগুলো মোটামুটি মানের মনে হলেও হঠাৎ অনলাইনে একদম নতুন সিডিটা চোখে পড়ে যাওয়াতে সিদ্ধান্ত নিলাম কিনবো। দাম অনেক বেশী তবুও সিডিটা অর্ডার করছি ইংল্যান্ডের এক দোকান থেকে। আসতে সময় লেগেছে এক সপ্তাহের মতো। আমি ছোটবেলায় সাল্লু ভাইয়ের বিরাট ভক্ত ছিলাম। তার স্টাইলগুলো অন্যান্যদের তুলনায় বেশ আলাদা ছিলো।

সিডিটা কেনার আরেকটি বিশেষ কারণও রয়েছে। কাভারের ছবিতে নিউ-ইয়র্কের দৃশ্য ব্যবহার করা হয়েছে। সঠিক ভাবে বলতে গেলে টাইম স্কয়ারের পাশের রাস্তার দৃশ্য ওটা। বিলবোর্ডে জে লেনোর ছবিও দেখতে পাওয়া যাবে সাথে ডেভিড লেটারম্যানের থিয়েটার বা রেকর্ডি স্টুডিও কিছুটা চোখে পড়বে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: Jaanam Samjha Karo জেনারেশান নাইন্টিজের হিট গান।

১২ ই জুলাই, ২০২২ রাত ১১:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।

২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: জীবনে অভিও আর ভিডিও সিডি মিলে কত সিডি যে কিনেছি তার কোন ঠিক নেই । এতো সিডি আমার ছিল যে সেটা দিয়ে চাইলে একটা আলাদা দোকান দেওয়া যেত । এখনও পুরানো আলমারির কোথায় হয়তো কয়েকটা সিডি বাক্স পাওয়া যাবে ।
একেবারে যখন সিনেমা দেখা শুরু করি তখনকার জামানার গান এই জানাম সামঝা কারো !

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোনো আলমারিটা খুঁজে দেখুন কিছু পাওয়া যায় কি না! আমি এই ধরনের সিলেক্টেড সিডি কালেক্ট করি। ভালো লাগলে, প্রয়োজনে লোক আপনার বাসায় গিয়ে নিয়ে আসবে সমস্যা না থাকলে। এটা ১৯৯৯ সালের মুভি, আমি সে বছরই এস.এস.সি পাশ করেছিলাম। ব্যক্তিগতভাবে আমাার জন্য মেমোরেবল বছর। ধন্যবাদ।

৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: মুভিটতা দেখেছি কিনা মনে করতে পারছি না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: মনে না করতে পারারই কথা! =p~

৪| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:


কে কে গেয়েছেন?

১৩ ই জুলাই, ২০২২ রাত ১:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: স্বাধীন নিচে উত্তর দিয়েছেন তবুও পরিপূর্ণ ভাবে লিখে দিচ্ছি। আনু মালিক, হেমা সারদেশাই, কুমার শানু, অল্কা ইয়াগনিক, ইলা অরুন, কাম্মাল খান, জাসপিন্দার নারুলা ও উদিত নারায়ণ। ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১৭

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: সোনাগাজী

Malik, Ila Arun, Kamaal Khan, Jaspinder Narula, Alka Yagnik , Udit Narayan , Hema Sardesa

৬| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১৯

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: Malik < Anu Malik ( টাইপো)

১৩ ই জুলাই, ২০২২ রাত ১:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝতে পেরেছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.