নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের উপর আল-জাজিরা-র অনুসন্ধানী প্রতিবেদন

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৮


ধীরে ধীরে অনেক চোর-বাটপারদের খুঁজে পাওয়া যাচ্ছে। তবে আল জাজিরা রীতিমত কুমির খুঁজে পেয়েছে। তাদের প্রতিবেদনটি দেখার আমন্ত্রন থাকছে। এরা নাকি দেশ-প্রেমিক, ৭১-এর চেতনাধারী, তাই তেনাদের চেতনার গরমে টেকা যাচ্ছিলো না এতদিন। দুঃখজনক যে, এই সকল কুলাঙ্গারদের জন্য দেশে এখনো অনেকে উহ্-আহ্ করছে। তাদের অনেককেই সাম্প্রতিক সময়ে সামুতেও দেখা যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ভাবনার অবকাশ রয়েছে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

ঢাবিয়ান বলেছেন: ভুমি মন্ত্রী দিয়ে শুরু। আস্তে আস্তে সকল রাঘব বোয়ালের খবর বের হবে আশা করছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আল জাজিরার আগে এগুলো দেশের গোয়েন্দা সংস্থাগুলোর জানার কথা। তারা কেন এগুলো প্রকাশ করে নি সেটাই মূল চিন্তার বিষয়।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০

অস্বাধীন মানুষ বলেছেন: সবে মাত্র শুরু ভাই। এখনো নির্বাচন হয় নাই স্থায়ী সরকার গঠন হয় নাই। নির্বাচনের পর খেলা হবে।
এত লোকজন মারার পরেও যারা আওয়ামীলীগের জন্য মহ মহ করে ব্লগ এবং ব্লগের বাহিরে বুঝতে
হবে ওই দালাল গুলোরে গরম ডিম থ্যারাপী না দেয়া পর্যন্ত ওগুলো সোজা লাইনে আসবে না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা বেশ ভালো বলেছেন। ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৩

ঢাবিয়ান বলেছেন: ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে , আলজাজিরা এটা কয়েকমাস আগে আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বানিয়েছে। গোয়েন্দা সংস্থা বর্তমান অন্তর্বর্তী সরকারকে কতটা সাহায্য করছে বলা মুশকিল

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তাই মনে হয়েছে। ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫১

প্রহররাজা বলেছেন: আল জাজিরার সব রিপোর্ট মোদি, ট্রাম্প, পুতিন, হাসিনা এদের নিয়ে। কিন্তু ইরান, পাকিস্তান, আফগানিস্তান, হামাস -- এদের সন্ত্রাসী কাজ নিয়ে চুপ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে লাভ নেই। আমাদের পৃথিবী ছোট, নিজেদের লোকাল সমস্যা নিয়েই নাভিশ্বাস উঠে যাচ্ছে। আগে না হয় এগুলোই হজম করা যাক। ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩

তানভির জুমার বলেছেন: প্রতিটা আওামীলিগারই এরকম হারামজাদা। শেখ কালাম ব্যাংকের ব্রাঞ্চ লোট করতো কিন্তু এবার আওয়ামীরা পুরো ব্যাংকই লুট করে নিয়ে গেছে। কিছু ব্যাংক কলাপ্স করবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম, গভর্ণর মহোদয় তেমনটাই বলছেন দেখলাম।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি অলরেডি দেখেছি এই ৭১-এর চেতনার ভিডিওটা। বাইদ্যাওয়ে, আমাকে একটা চোর দেখাতে পারবেন যে ৭১-এর চেতনায় বিশ্বাসী না? সিংলে ১ টা।

প্রহররাজা বলেছেন: আল জাজিরার সব রিপোর্ট মোদি, ট্রাম্প, পুতিন, হাসিনা এদের নিয়ে। কিন্তু ইরান, পাকিস্তান, আফগানিস্তান, হামাস -- এদের সন্ত্রাসী কাজ নিয়ে চুপ।
আপনি যা দেখতে চাচ্ছেন তা দেখানোর জন্য তো বিবিচি, চিএনএন, এপি, নিউইয়ারক টাইমস সহ আরও বহু বালসাল নিউজ এজেন্সি আছেই। তারা যা বলে না, তারা যা লুকায় তা প্রকাশ করার জন্যই তো আল জাজিরা। সুতারং আল জাজিরা মোদি, ট্রাম্প, পুতিন, হাসিনাকে নিয়ে তো বলবেই।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কামাল১৮ এর মন্তব্যের অপেক্ষায়!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকে হতাশ করছি হয়তো কিন্তু উনি আমার ব্লগে চিরস্থায়ী কমেন্ট ব্যানে আছেন। ধন্যবাদ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০০

রবিন_২০২০ বলেছেন: প্রতিদিন নতুন নতুন খবর বের হচ্ছে। এরা তো আর একদিনে এইসব করেনি, একা একা ও করেনি। মানি লন্ডারিংয়ের কঠিন আইন কানুনের মধ্যে ইংল্যান্ডে সে কিভাবে এতো টাকা সরালো ?
অবাক হয়ে লক্ষ্য করছি চেতনা ধারীরা ইদানিং আবার হাউ কাউ শুরু করছে। ব্লগে দেশদ্রোহী চেতনাধারী দের ভীড় দেখে মনে হয় কালবৈশাখীর জারজ দিযে ইদানিং ব্লগ ভরে গেছে। ভালো থাকবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপাতত পঞ্চইন্দ্রিয় সচল রাখুন। দেশে অনেক কিছু খুব অল্প সময়েই ঘটছে। ধন্যবাদ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২০

শিশির খান ১৪ বলেছেন: কেমন ছাগল ওরে যে হিডেন কেমেরা দিয়া ভিডিও করতেছে সেটা ও বুঝেই নাই চুরি করা টাকা দিয়া ফুটানি মারার কি দরকার ? এই রোলস রয়েস দিয়া কি হইবো এগুলা তো চুরির টাকায় কিনা হের ৩০০ বাড়ি হের ছোট ভাইয়ের ২০০ বাড়ি এক পরিবারের লন্ডনেই আছে ৫০০ বাড়ি শুনছি অন্যান্য দেশে দুবাই সিঙ্গাপুর আমেরিকা তেও এমন ৫০ থেকে ৬০ টা বাড়ি আছে। বেটা যদি একেক দিন একেক বাসায় যায় তও দুই বছর লাইগা যাবে। ওর কবর কোন দেশে হবে সেটা দেখার খুব শেখ আছে। এর বাবা এস আলমের মামা এর বাবার কাছ থেকে এস আলম ট্রেনিং নিছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭

জুল ভার্ন বলেছেন: এটা আওয়ামী লুটেরাদের খণ্ডিত চিত্র। সব আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক একই চরিত্রের।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: মোটাদাগে তেমনটাই মনে হচ্ছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.