![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত তেমন কিছুই নেই!
জিমেইলে মেইল সেন্ড করার পরে আপনি যদি মনে করেন কোন ভুল হয়েছে, ভুল ঠিকানাতে পাঠিয়েছেন, কোন তথ্য কম বা বেশী হয়েছে বা অন্য কারণে মেইল পাঠাবেন না তাহলে আনডু করার সুয়োগ আছে।
এজন্য জিমেইল খুলে Settings থেকে Labs ট্যাবে যান। এবার Undo Send এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার ট্যাবে এসে দেখুন Undo Send এ ৫ সেকেন্ড নির্বাচন করা আছে না থাকলে ৫ সেকেন্ড নির্বাচন করুন। ব্যাস এবার থেকে মেইল করলে উপরে Undo আসবে যা স্থায়ি হবে ৫ সেকেন্ড। আপনি মেইল সেন্ড করার ৫ সেকেন্ডের ভিতরে Undo তে ক্লিক করলে মেইল কম্পোজে ফিরে আসবে।
তাছাড়াও Labs এর মধ্যে অনেক ধরনের সুন্দর অপশন আছে।
তবে কিছু ব্রাউজারের পুরাতন সংস্করণ জিমেইলে ল্যাব সমর্থন করে না, সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
২| ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:৪১
মউ বলেছেন: সুন্দর। +
৩| ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:৪২
সাজিদস্টার বলেছেন: +++
৪| ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৪
সানি জামান বলেছেন: ভাল ব্যবস্থা
৫| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
ঝিলি বলেছেন: বাহ বেশ সুন্দর ব্যাপার তো। তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর ব্যাপারটা জানানোর জন্য।
৬| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
বাসার বলেছেন: +++++
৭| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
ওস্তাসাঁই বলেছেন: ধন্যবাদ
৮| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
_উল্লাস_ বলেছেন: হুম... জানতাম।
কিন্তু এইটা মূলত ৫ সেকেন্ড পর ইমেইল টা সেন্ড করে। এক্ষেত্রে এই অপশনটায় না গিয়ে নিজেই একটু সাবধানে সেন্ড করলেই হয়।
যাই হোক সাহায্যকারী পোষ্টের জন্য +++
৯| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
বজ্রাহত বলেছেন: আমাদের দেশের ইন্টারনেটের যে স্পিড..
তাতে ৫ সেকেন্ড খুবই কম সময়!!!
১০| ২০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
মালতি বলেছেন: +
১১| ২০ শে মে, ২০০৯ রাত ১১:১১
প্রতিচ্ছবি বলেছেন: সকলকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ
১২| ২৪ শে মে, ২০০৯ দুপুর ১২:৫১
অক্ষর বলেছেন: ঠিক আছে কৈরা দেখবোনে
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০০৯ বিকাল ৫:৪০
লাশ বলেছেন: ভুল হইলে আবার করমু সমস্যা কি
।