নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

১ দিনে বেকার করে দেয়া হলো ১.২০ কোটি লোক

১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

অবৈধ কাজ বন্ধ করে আদালত ঠিক কাজটি করেছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) একটু আগে হাইকোর্ট রায় দিয়ে বন্ধ করতে বলেছে -ব্যাটারি চালিত থ্রি-হুইলার, একইসঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।দেশে প্রায় ৪০ লাখ এসিড ব্যাটারিচালিত থ্রি-হুইলার রয়েছে। ইজিবাইক নামে পরিচিত।
আমি বলতে চাচ্ছি - ৪০ লক্ষ ইজিবাইকের সাথে গড়ে ৩ জন (ড্রাইভার ২ জন অন্যান্য ১ জন )করে লোক জড়িত হলে ,আদালত ১ দিনে বেকার করে দিলো ১.২০ কোটি লোক।
১৭ কোটির দেশে ১ কোটি ২০ লক্ষ লোক প্রশাসনের সমাজের সকল মানুষকে অবৈধ সেবা প্রদান করে যাচ্ছে বছরের পর বছর কিভাবে ? আমরা সুধী সমাজ
ব্যাটারি চালিত থ্রি-হুইলারসেবা কেন নিয়েছি ?
এখন এলোকগুলির কি হবে ?
আমি ইজিবাইককে বৈধ করার পক্ষে বা বিপক্ষে বলছি না।
বলছি ......

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: মূল যেই প্রশ্ন - এগুলি আমাদের দেশে তৈরী নয় এটা নিশ্চিত, যদি আমাদের দেশে তৈরী না হয়ে থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এগুলি দেশে আসল কিভাবে এবং এত বছর চলল কিভাবে ?

আর যদি আমাদের দেশে তৈরী হয়ে থাকে তাহলে এগুলি তৈরীর আগে কি অনুমতি পেয়েছিল ?

এখানে পক্ষ-বিপক্ষ নয় বিষয় রুটি-রুজির এবং পুজির ।

১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। এগুলি আমদানি করা। আমদানির অনুমতি দিয়ে ,অবৈধ বলছে।
বিচার হওয়া উচিত সবার আগে প্রশাসনের সরকারের !

২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

খায়রুল আহসান বলেছেন: এগুলো বন্ধ করার কারণ হিসেবে রায়ে কী বলা হয়েছে?

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।রায় - এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। যা থেকে সরকার কোনো অর্থ পায় না। এছাড়া এগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কায়িক শ্রম লাঘবের অন্য কোন উপায় বের না করে এই রায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিজ্ঞানের উৎকর্ষ কাজে লাগিয়ে মানুষ তো সামনের দিকে এগুবে। এধরণের বাহন যদি পরিবেশের জন্য হুমকির কারণ হয় তাহলে এর বিকল্প বা পরিবেশ বান্ধব সহজলভ্য বাহনএর ব্যবস্থা করে তারপর এই রায় দেওয়া উচিত ছিল।
সত্যিই উদ্ভূত উটের পিঠে চলেছে এই দেশ!!!

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।যারা রায় দেয় ,তাদের ধারণাই নাই
দেশের কর্মজীবী (জনসংখ্যার ১০ ধরলেও) ১০%বেকার করার পরিণতি কত ভয়াবহ। !

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

নাহল তরকারি বলেছেন: এখন কি করবেন?

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আগামী বলবে

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেহেতু পাশের দেশ থেকে না হয়ে চায়না থেকে আমদানি হয়---

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।একপেশে মন্তব্য।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



রায়ে কত সময় অবধি এগুলোকে চলতে দেয়ার কথা হয়েছে; তারপর যান গুলোর কি হবে, সেই সম্পর্কে কি বলা হয়েছে? আপনি কিছুই তো লিখেননি! পোষ্ট করতে হলে, সবকিছু জেনে, উহাকে এনালাইসিস করে লিখুন।

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।দেশের রায় ও সরকারের প্রজ্ঞাপন তো গত সময় বা সেদিন থেকেই কার্যকর হয় বেশির ভাগ ক্ষেত্রেই !
এক কথায় এতো লোক বেকার,তার বেশি এনালাইসিসের জ্ঞ্যান নেই ভাই।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: রাস্তায় আরো একটা অশান্তি শুরু হবে ।
কোথাও টাকা পয়সা জায়গামতো গছিয়ে চলবে , কোথাও বন্ধ হবে ।
যারা দিন আনে খায় তারা কই যাবে ?
চাকুরী থেকে অবসরপ্রাপ্ত বা সারাজীবনের সঞ্চয় করে কেনা পরিবারের কি হবে ?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,শীতল ঘরে বসে এগুলো মনে থাকে না।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: ধন্যবাদ।দেশের রায় ও সরকারের প্রজ্ঞাপন তো গত সময় বা সেদিন থেকেই কার্যকর হয় বেশির ভাগ ক্ষেত্রেই !
এক কথায় এতো লোক বেকার,তার বেশি এনালাইসিসের জ্ঞ্যান নেই ভাই।

-মিডিয়ায় কিছু একটা শুনে কিছু একটা লিখে বসেন, যার কোন সঠিক অর্থ হয় না; রায়ে অনেক কিছু থাকে, আপনার লেখায় কিছুই নেই; হাউকাউ

১৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। মাঝে মাঝে বলে যাবেন "কিচিরমিচির" প্লিজ ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৩

আমি নই বলেছেন: আমাদের দেশের আইন/রায় গুলো কেমন জানি, আগে/পিছে কোনো কিছু চিন্তা না করেই জনগনের উপর চাপিয়ে দেয়া হয়। আদালত চালক/মালিক/ব্যবসাহী/আমদানী কারকদের সরাসরি ক্ষতি না করে কিভাবে অভিযোগুলোর সমাধান করা যায় এব্যাপারে সরকারকে দায়িত্ব দিতে পারত।

এখন ইজিবাইক চালক/মালিক/ব্যবসাহী/আমদানী কারকদের উচিত হবে সরকারের বিরোদ্ধে ক্ষতি পুরনের মামলা করা।

১৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। মামলার রায় তারাই দিবে,আধীকার আদায় করতে হবে

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০১

সোহানী বলেছেন: আত্মঘাতী সিদ্ধান্ত বলবো। কোন সমাধানের পথে না যেয়ে সমস্যাকে কেঁচি দিয়ে কাটছে। এমনিতে দেশে বেকারদের হাহাকার, এখন আরো বাড়বে হাহাকার।

১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,শীতল ঘরে বসে এগুলো মনে থাকে না।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:২৬

নেওয়াজ আলি বলেছেন: আহারে গরিব মরে আর মরে। কে দেখবে কে বলবে

১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৭ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৩৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেকে ক্ষতিগ্রস্থ হবে

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশে উল্টা-পাল্টা নির্দেহাশ দেওয়া হাই কোর্ট থাকার দরকার নেই।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আদালত অবমাননায় হুলিয়াতে পরবেন

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আদালতের প্রধান বিচার পতি এস কে সিনহা এখন নিজেই আসামী। সুতরাং আদালত অবমাননার ভয় দেখিয়ে উল্টা-পাল্টা আদেশ দেওয়া ঠিক না।

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।এদেশের সময় আদেশ ,পালানোর সময় পলায়ন ভিসা তাদের তৈরি থাক।দৌড়ের উপর পাবলিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.