নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

যেখানে তদবির দরকার সেখানেই চালাব:পররাষ্ট্রমন্ত্রী(জাতি তাই করে)

১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৪

যেখানে তদবির দরকার সেখানেই চালাব: পররাষ্ট্রমন্ত্রী (তদবিরের বৈধতা আসন্য ?) সাব্বাস বাঘের বাচ্চা।প্রকাশ্যে ন্যায় অন্যায় মেনে নেয়া ,কোনো বাহাদুরির কাজ নয়। সেটাই বাহাদুরি - প্রকাশ্যে নিজেদের বিপক্ষের কোনো কথা মানব না , প্রয়োজনে গোপনে বা অবৈধ পথে তদবির করবো (তদবির মানেই অবৈধ পথ )
পত্রিকার খবরটি র কপি দেয়া হলো -
যেখানে তদবির দরকার সেখানেই চালাব: পররাষ্ট্রমন্ত্রী
দেশের স্বার্থে যেখানে তদবির চালানো দরকার সেখানেই সরকার তদবির করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
র‌্যাব ও এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট নিয়োগ করবে কিনা, জানতে চাইলে আবদুল মোমেন বলেন, আমি এসব বলতে পারব না। লবিস্ট নিয়োগ যুক্তরাষ্ট্রের চর্চা। এটা বোধ হয় ২০১৩-১৪ সালে করেছিল এবং ওরা কাজ করে। প্রত্যেক দেশই লবিস্ট নিয়োগ দেয়। আমাদের দেশে বলা হয় তদবির। তবে যেখানে তদবির দরকার, সেখানে আমরা চালাব। দেশেও তো কাজ করতে গেলে অনেক সময় তদবির লাগে।
মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সময়-সময় আমাদের অনেক ধরনের দুর্যোগ আসে। আমরা সেগুলো সমাধান করি। এখনো একটা হয়তো অসুবিধা আসছে। আমেরিকানরা পরিপক্ব জাতি। তারা দেখবে। যদিও র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে গত কয়েক বছরে সন্ত্রাস কমেছে। এটা তাদের নিরপেক্ষ সমীক্ষা। সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করবে নিশ্চয়ই।
আমাদের মন্ত্রী এতো কিছুর পিছনে অর্থ ও সময় ব্যায় না করে যদি -
প্রথমেই বলতেন -আমেরিকা যা বলছে হয়তো সত্য হতে পারে ,তাই আমরা আবার অনুসন্ধান করে জানাবো কতটা সত্য বা মিথ্যা। অনুদান যেন বন্ধ না হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.