নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দেশে`র গোয়েন্দা সংস্থা গুলি সরকারকে কতটা তথ্য দেয় (!?)

১৬ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:১০

প্রশ্নটা মনে হবার কারণ হলো -
হারিছ চৌধুরীর ঢাকায় ইন্তেকাল, ঢাকাতেই দাফন : কন্যা সামীরা
বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যু, লন্ডনে দাফন - Jugantor
লন্ডনে করোনায় হারিছ চৌধুরীর মৃত্যু - Sylheter Sokal
এতদিন কোথায় ছিলেন হারিছ চৌধুরী - মানবজমিন
হারিছ চৌধুরীর 'মৃত্যু' নিয়ে যা বললেন তার সাবেক সহকর্মীরা -জাগোনিউজ
[বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গুলির যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। অনেক সরকারি গোয়েন্দা সংস্থা আছে ,আছে দক্ষতাও। এবং এলিট শ্রেণীর লোকেরাই এই কর্মে নিয়োজিত ,তাদের ক্ষমতাও অনেক।তার পরেও জনগণ বা সরকার কেন জানেন না বা জানতেন না যে -সরকারের মতে বা দেশের আইন মোতাবেক একজন জাতীয় সাজা প্রাপ্ত ব্যাক্তি ১২ বছর নজরদারির বাইরে ছিলেন বা আছেন।
বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছেঃ
NSI,DGFI,SB (Police),DB,PBI
NSI: এটি বাংলাদেশের প্রথম সারির গোয়েন্দা সংস্থা। আভন্ত্যরীণ এবং বহিঃবিশ্ব থেকে তথ্য সংগ্রহ করে তা এ্যানালিসিস করে। সরাসরি সিভিলিয়ান থেকে রিক্রুট করা হয় এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদ থেকে।
DGFI: Director General of Forces Intelligent হচ্ছে সামরিক বাহীনির গোয়েন্দা সংস্থা। এই সংস্থা সাধারণত সামরিক গোয়েন্দা কাজ পরিচালনা করে এবং প্রয়োজনে অভিযানও পরিচালনা করে থাকে।
SB: Special Branch(Police) পুলিশের বিশেষ শাখা। জেলা পর্যায়ে এই সংস্থার নাম পালটে হয়ে যায় DSB (District Special Branch) এটি বাংলাদেশের প্রথম গোয়েন্দা সংস্থা। সরকারের যেকোন ধরণের তথ্য, ভেরিফিকেশন, বিদেশীদের গতিবিধি, ভিআইপি/ভিভিআইপি দের নিরাপত্তা প্রদান, অপরাধ দমনে তথ্য সংগ্রহ, ইমিগ্রেশন নজরদারী'র মত কাজ করে থাকে।
DB: Detective Branch এর মূল কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ বা অমীমাংসিত কেস এর তদন্ত করা। এছাড়াও আভন্ত্যরীন যেকোন ধরণের অপরাধ দমনে বা মীমাংসাতে এই সংস্থা কাজ করে। পালন করে। পুলিশ থেকেই রিক্রুট করা হয়।
PBI: Police Bureau of Investigation অনেকটা FBI এর আদলে গঠন করা এই সংস্থাটি আমার জানামতে এফবিআই এর বাংলাদেশী ভার্সন বলা চলে। অমীমাংসিত এবং কঠিন কেস গুলো এই সংস্থা তদন্ত করে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:৩৭

মোঃ আয়ান মিয়া বলেছেন: তের বছর আগে হারিছ চৌধরী যে নানার বাড়ি পালাইয়া গিয়ে ছিলেন তা কি সব ছিল মিথ্যা সংবাদ!

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
গোয়েন্দারা যদি সরকারকে তথ্য লুকায় তবে তো সরকারের চিন্তা করা উচি

২| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই পকেট ভরতে ব্যস্ত!

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
গোয়েন্দারা যদি সরকারকে তথ্য লুকায় তবে তো সরকারের চিন্তা করা উচি

৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: অনেক অনেক রহস্য লুকিয়ে আছে, আশা করি একদিন সব রহস্য উন্মোচিত হবে।

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আর যদি - গোয়েন্দারা তথ্য না জানেন তবে - সাজা পাওয়া উচিত

৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২২

সোবুজ বলেছেন: হারিছ চৌধুরীর মরা বাঁচা নিয়ে কোন আগ্রহ নাই।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। বিষয়টা ব্যাক্তি নিয়ে নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.