নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৪

ধর্ম সূত্রে প্রার্থনা ভিন্ন,অবস্থান এক[লতার শেষকৃত্যে]প্রশ্ন থেকে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেক মুছলিম ভাইবোন এই ছবিটাকে প্রশংসায় ভাসিয়ে বাহবা দিচ্ছেন ,যা চরম ধর্মের বিকৃতি বা অপমান।
ধর্ম সূত্রে যে যার মতো প্রাথনা করছেন ভালো কথা ,দেখতেও চমৎকার লাগে।তবে আসলেই কি ইসলামে এভাবে প্রার্থনা করা ইসলাম সম্মত নাকি , ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করা হলো ?
ঘটনা -
রবিবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের সকল স্তরের মানুষ। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান (মুছলিম)। ম্যানেজার পুনম দামানিয়ার (হিন্দু) সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেনতিনি । এদিন ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। তারপর দু হাত উপরে তুলে আল্লাহুর কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন জনাব শাহরুখক। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির।
আমার জানা মতে (ধর্মের বিশেষজ্ঞ নোই ,জন্ম সূত্রে মুছলিম ) - কোনো ভিন্নধর্মীর মৃত্যুতে আল্লাহর কাছে আত্মার শান্তির জন্য প্রার্থনা করা যায় না।
কোরআন বলে - ‘নবি ও মুমিনদের উচিত নয়; মুশরেকদের জন্য মাগফেরাত (ক্ষমা) কামনা করে, যদিও তারা আত্মীয় হোক; একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী।’ (সুরা তাওবাহ : আাত ১১৩)
কুরআনুল কারিমের আয়াতে এ বিষয়টি সুস্পষ্ট যে, যদি কেউ ঈমানহীন হওয়ার কারণে সুস্পষ্ট জাহান্নামী হয়, যদি সে আত্মীয়ও হয়; তথাপিও তার জন্য মৃত্যুর পর দোয়া করা যাবে না। কাউকে দোয়া করতে বলাও যাবে না। কেননা তা সুস্পষ্ট হারাম। আর যারা হারাম কাজ করবে বা হারাম কাজে উৎসাহিত করবে, তারা হবে সুস্পষ্ট গোনাহগার।
ধর্মকে বিকৃত করা চরম অপরাধের কাজ। আল্লাহ সবাইকে হেদায়েত দেন করবেন।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়াটা বলদ মার্কা মানুষে ভরে আছে। সমস্যা হয়েছে আগে বলদ মার্কা মানুষ গুলির গন্ডি ছিলো নিজেদের ভিতরে। কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কারণে এখন এদের গন্ড সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে।

অনলাইনে যাদের এইসব ছবিতে গিয়ে কমেন্ট করতে দেখবেন, এরা মূলত নামে মুসলিম, কিন্তু এরা ইসলামের বেসিক বিষয়গুলি পর্যন্ত জানে না।

এই বলদ গুলি এটাও জানে না যে শাহরুখ খান নিজে কোন ধর্মের উপর বিশ্বাসী নন। সুত্রঃ somoynews.tv

শাহরুখ আরও বলেন, ‘আমাদের পরিবারে সব ধর্মের উৎসব পালন করা হয়। আমি কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মের ওপর বিশ্বাসী নই, প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করি না। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। ইসলামের রীতি-নীতিকে মানি। ইসলাম খুবই পবিত্র ও শৃঙ্খলাপরায়ণ ধর্ম।’

এখন এই লোক মুনাজাত ধরলে যেমন সুবহানআল্লাহ বলার কিছু নাই; তেমন হাত জোড় করে প্রার্থনা করলেও কিছু বলার নাই।

এই বলদ গুলা শুধুই বিনোদোন, আর নাস্তিকদের সুবিধা করে নেওয়ার সুযোগ মাত্র।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ। চমৎকার বলেছেন (দুএকটি শব্দ ছারা )

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭

এভো বলেছেন: সুরা তওবাহ আয়াত ১১৩
নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী।
-------------- শাহরুখ খান নবী নন এবং মুমিন ও নন, সুতরাং তিনি মাগফেরাত কামনা করতে পারেন। এই আয়াত শুধু মাত্র নবী এবং মমিনদের জন্য প্রজোয্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ম কথা হল, প্র্যাকটিসিং মুসলিম নাটক, সিনেমা করতে পারে না। ২য় কথা হল, একটা বিশাল বলদ জেনারেশন ফেসবুক ইউজ করে...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



লতার গাওয়া সিনেমার প্রেমের গান শোনা ১ জন মুসলমানের উচিত কিনা?
লতার প্রেমের গান শোনেনি, এই রকম ১ জন ব্লগারের নাম জানা আছে আপনার?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: কিছু লোক পোস্ট না পড়ে ,উদ্ভট মন্তব্যে অরাজগতা ছড়ায়
এখানে বিষয়টা হলো -
ব্যাক্তি নিজ জীবনে নিজের সাথে ধর্মের বিধান কতটুকু মনে সেটা একান্তই ব্যাক্তিগত (সমাজে প্রভাব পরেনা )
আবার
ব্যাক্তি সামাজিক জীবনে নিজের স্বার্থে সমাজের সাথে ধর্মের বিধান কতটুকু বিকৃত করে ও সমাজে প্রভাব ফেলে সেটা সমাজ , দেশ ,ধর্মের অবমাননার সামিল ।
ক্লিয়ার !?

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

সোবুজ বলেছেন: যে ব্যক্তি ঈমান এনেছে সেই মমিন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,জ্বি

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৭

সৈকতসৈকত বলেছেন: ফেসবুকিয় আজাইরা পোস্ট
পোস্টে মাইনাস -

মাইনাস বাটন ফেরত চাই -

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: আপনাকে প্লাস

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২২

সাসুম বলেছেন: অতি দামী পোস্ট দিয়ে ব্লগ ভর্তি করার জন্য ধন্যবাদ। যতদিন আপনাদের হাতে ইসলাম ততদিন ইস্লামের কোন ক্ষতি হবেনা। আপ্নারা যেভাবে চাইবেন সবাইকে সেভাবেই ইসলাম পালন করতে হবে।

পোস্ট স্টিকি করা হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বিষয়টা তুচ্ছ নয় !

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়াটা বলদ মার্কা মানুষে ভরে আছে
কথা সত্য ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮

জটিল ভাই বলেছেন:
এসব নিয়ে আর না বলে উপভোগ করাই শ্রেয় মনে হয়। চলিতেছে সার্কাস...... :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ।
ধর্মের বিকৃত প্রচার অসহনীয়

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলাম ধর্মে সঙ্গীত বিনোদন খেলাধুলা ইত্যাদি নিষিদ্ধ।
তাই সংগীত খেলাধুলা নিয়ে মন্তব্য করতে চাইলে ইসলামকে একপাশে রেখে এরপর মন্তব্য করা উচিত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সঙ্গীত বিনোদন খেলাধুলা ইত্যাদি নিষিদ্ধ।এই বিষয় নিয়ে কিছুই বলিনি। বলেছি - ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপনা করেছে একজন(মুছলিম!)
ধর্মের বিকৃত প্রচার অসহনীয়

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৪

নেওয়াজ আলি বলেছেন: এরা ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ । যেইটুকু জানতো এখন সেটাও ভুলে গিয়েছে তাই বিকৃত করছে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

বিটপি বলেছেন: শাহরুখ খান যদিও তার মুসলিম পরিচয় নিয়ে খুব বিব্রত কিন্তু জন্মসূত্রে মুসলিম হবার দায় সে কিছুতেই ঘাড় থেকে নামাতে পারছেনা। হিন্দু বিয়ে করেছে, ছেলেমেয়েদেরকে ধর্ম থেকে ১৪ হাত দূরে রেখেছে। ছেলেমেয়েদেরকে নীতি নৈতিকতা শেখানোরও প্রয়োজন মনে করেনি - একজন হিন্দু গায়িকার জন্য তার হাত তুলে প্রার্থনা করাতে তার বলদ শ্রেণীর ভক্তবৃন্দ এমন একজনের মুসলিম পরিচয়ে উদ্বুদ্ধ হয়ে আছে। সেউকাস কি বিচিত্র এই জাতি!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

ঢাবিয়ান বলেছেন: কবে এই উপমহাদেশ শিখবে যে ধর্ম পালন কে কিভাবে করবে তা ব্যক্তির ব্যক্তিগত ব্যপার? ভারতে হিন্দু মৌম্বাদী বিজেপির এক নেতা প্রশ্ন তুলেছেন শাহ্রুখ খান নাকি প্রার্থনার নামে থুথু ছিটিয়েছেন আর আমাদের দেশের মৌলবাদীরা ব্লগ/ ফেসবুক কাপাচ্ছে যে শাহ্রুখ খান নাকি ইসলাম ধর্মকে বিতর্কিত কুরেছে মুস্লিম কায়দায় প্রার্থনা করে!!! এইসব মৌলবাদীদের প্রচন্ড আপত্তিকর ও আক্রমনাত্মক ভাব দেখে মনে হয় যে ধর্ম তাদের বাপ দাদার সম্পত্তি । তারা ঠিক করে দিবে কে কিভাবে লোক দেখানো ধর্ম পালন করবে !!! অথচ ইসলাম ধর্মে স্পষ্টই বলা আছে যার যার পাপ পুূন্যের হিসাব শুধু তাকেই দিতে হবে, অন্য আরেকজনকে নয়। তাহলে কেন আমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনের ধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলি?

ছবিটা প্রসংসা কুড়িয়েছে সব ধর্মের শান্তিপুর্ন সহবস্থানের চিত্র হিসেবে যেটা খুবই জরুরী এই উপমহাদেশে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমি পরিষ্কার করে বলছি -
(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।
তিনি (জনাব শাহরুখ সাহেব )ব্যাক্তিগত ভাবে ধর্ম পালন কিভাবে করলেন সেখানে কোনো মন্তব্য করা হয়নি বা কিছু বলার নাই ,
যেহেতু সমাজে প্রভাব পরে বা পাবলিক প্লেসে ধর্মের বিকৃত প্রকাশ দেখেছি ,তাই বলা হয়েছে।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সাম্প্রদায়িক সম্প্রিতী বর্তমান বিশ্বে সবচেয়ে জরুরী।বর্তমানে এদেশের বেশিরভাগ লোক কট্টরভাবে ধর্ম অনুসরণ করে না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

জাদিদ বলেছেন: যার যেভাবে মনে চায় সে সেভাবে প্রার্থনা করবে। প্রার্থনা যার কাছে করা হয় আর যিনি করেন এটা তার ব্যক্তিগত ব্যাপার।

আমাদের আশেপাশে কিছু এক দামের বলদ আছে যারা নিজেকে আল্লাহ ভাবতে পছন্দ করেন। ফলে তারা ঘোষনা দেয় কে কাফের, কে জাহান্নামী, কে বেহেশতি।

এই সব ছাগলগা জানে না যে, কোরানের শুরুতেই একটি বাক্য পই পই করে শেখানো হয়েছে - সেখানে বলা হয়েছে - আল্লাহ তালা বিচার দিনের মালিক - অর্থাৎ তিনি সেরা বিচাররক শুধু নন, তিনি ঐ বিচার দিনেরই মালিক। তিনি যারে ইচ্ছা মন চায় তারে মাফ করতে পারেন, যা রে ইচ্ছা তারে দোজগে দিতে পারেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।
পালন করলে হয়তো কিছু বলার নাই ,যেহেতু জমাজে প্রভাব পরে..তাই বলা

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

জাদিদ বলেছেন: ও হ্যাঁ। পোস্টে মাইনাস।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: ইসলাম নিয়ে নূন্যতম জ্ঞান থাকলে কেউ এই ছবির কিংবা কাজের প্রশংসা করতে পারে না।
অমুসলিমদের সালাম (শান্তি বর্ষিত হোক) পর্যন্ত বলা যায় না। কীভাবে এর বিদেহী আত্মার শান্তি কামনা করা যায়?
এই মহিলার তো নরেন্দ্র মোদীর ভক্ত ছিল শুনেছিলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

নীল আকাশ বলেছেন: জাদিদ বলেছেন: ও হ্যাঁ। পোস্টে মাইনাস।
জী আপনি সেটা দিতেই পারেন। তবে এটা ইসলাম কোন ভাবেই সমর্থন করে না।
তবে শাহরুক ছেলের জামিনের মেয়াদ বাড়ানোর জন্য এইসব নোংরা কাজ না করলেও পারতো।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫

জাদিদ বলেছেন: নীল আকাশ ভাই আপনার মন্তব্যেও মাইনাস। কেন দিলাম? এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা থেকে দিলাম। একজন ব্লগার হিসাবে অন্য সহ ব্লগারের কোন মতের বিপক্ষে অবস্থানের যে স্বাধীনতা আছে, সেখান থেকে দিলাম। আপনিও চাইলে আমার এই মন্তব্যে মাইনাস দিতে পারেন।

ইসলাম নিয়ে এখানে অনেকেই অনেক ভালো জানেন। অনেক ব্লগারের কথা বার্তার ধরন শুনে মনে হয় আল্লাহপাক তাদের সাথে আলোচনা করে কোরান লিখেছেন। তাদের মতামতই চুড়ান্ত। কেউ যদি এই ধরনা নিজে পোষন করতে চায়, সে সেটা করুন তার সে স্বাধীনতা আছে। কিন্তু প্রকাশ্যে লিখলে দ্বিমত আসবেই। তাছাড়া কোন মহৎ একটি আইডোলজি যদি কারো নির্দিষ্ট দৃষ্টিসীমার ব্যাখ্যার কারনে প্রভাবিত হয়, তাহলে সেটা অন্যায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
[অনেক ব্লগারের কথা বার্তার ধরন শুনে মনে হয় আল্লাহপাক তাদের সাথে আলোচনা করে কোরান লিখেছেন। তাদের মতামতই চুড়ান্ত।]
নাউযুবিল্লাহ
পোস্ট পড়েছেন বুঝেছেন (!)মতামত দিয়েছেন মাইনাস সহ।ধন্যবাদ

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

নতুন বলেছেন: মনের মাঝে ঘৃনা রাখা ঠিক না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১১

জাদিদ বলেছেন: @লেখক: আমি এটা নীল আকাশ ভাই সম্পর্কে বলি নাই। আমি উদহারন হিসাবে দিয়েছি।

আপনার পোস্ট পড়েছি এবং মাইনাস দিয়েছি। ধর্ম ভিত্তিক ভন্ডামীতে আমার আপত্তি আছে। কিন্তু আমি কারো প্রার্থনার স্বাধীনতা কেড়ে নিতে পারি না। প্রার্থনা করা হয় আল্লাহর আছে, আপনার বা আমার কাছে না। যার সম্পর্কে প্রার্থনা করা হচ্ছে সে মানুষ না অমানুষ, হিন্দু না খ্রিস্টান এই সব আলাপ করে।

লেট পিউপল কানেক্ট উথ অলমাইটি গড। লেট গড ডিসাইড এ্যাবাউট দ্য প্রে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমি পরিষ্কার করে বলছি -
(ইসলাম)ধর্মকে ব্যবহার করে জনপ্রিয়তাকে ধরে রাখা চরম অপরাধ।
তিনি (জনাব শাহরুখ সাহেব )ব্যাক্তিগত ভাবে ধর্ম পালন কিভাবে করলেন সেখানে কোনো মন্তব্য করা হয়নি বা কিছু বলার নাই ,
যেহেতু সমাজে প্রভাব পরে বা পাবলিক প্লেসে ধর্মের বিকৃত প্রকাশ দেখেছি ,তাই বলা হয়েছে।
আপনাকে প্লাস

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

জ্যাকেল বলেছেন: খুবই দুঃখজনক যে, ব্লগেও ধর্ম সংক্রান্ত ব্যাপারে উদার মনোভাবের অভাব দেখা যাচ্ছে। আমার পয়েন্ট অফ ভিউ উল্লেখ না করে পারছি না-

১। শাহরুখ খানের মনে কি আছে তা আল্লাহ ব্যতীত আর কে বলতে পারে? সো, এটা নিয়ে কথা বলা মানে কিছুটা আল্লাহর গায়েব জানা'র ওপর অধিকার ফলানো হয়ে যাচ্ছে না? যেমন- উনি নাস্তিক আর উনি মুসলমানের কাতারে নন/খারিজ এইসব। উনি বিব্রত মুসলিম পরিচয়ে এটা জানার সুত্র আছে?
২। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে নির্দেশ দেওয়া হয়েছিল অথচ সেই নির্দেশের কোন তোয়াক্কা দেখা যায় না।
৩। ব্লগে বিশাল মুফতী দেখা যাইতেছে যে ইসলামে সংগীত, খেলা, শিল্পচর্চা যেইগুলা শান্তির জন্য প্রতীকী সেইগুলানে হারাম করে দিচ্ছেন যেখানে উঠতে বসতে একজন মুসলমান অন্য মুসলমানকে শান্তির জন্য প্রার্থনা করতে দেখা যায়। কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? (ইসলাম = শান্তি, এর কি হবে?)

৪। মুমিন, মুসলমান, ঈমানদার = এক নহে। ঈমানদার = বিশ্বাসী, মুসলমান/মুসলিম = অনুগত, যেখানে মু'মিন অর্থ যারা সব রকমের সন্দেহ মুক্ত হয়ে একদম আল্লাহর কথা মত চলতে চায়, চাইতেছে। তাহলে দেখা যাইতেছে যিনি ১০০% সমর্পণ (জাগতিক যেকোন জ্ঞান যা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে উনি তাহা ডাস্টবিনে রাখেন) করতে পেরেছেন উনি শান্তি কামনা করা উচিত না শয়তানের এবং যেকোন কাফের এর জন্য। #আয়াতের পটভুমি না বুঝে সরাসরি অর্থ গ্রহণ করা ভুল পথে চালিত করার সম্ভাবনা হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমি পরিষ্কার করে বলছি -
কেও ব্যাক্তিগত ভাবে ধর্ম পালন কিভাবে করলেন সেখানে কোনো মন্তব্য করা হয়নি বা কিছু বলার নাই ,
যেহেতু তিনি (শাহরুখ সাহেব ) একজন সেলিব্রেটি ও প্রভাবশালী তাই তার প্রকাশ্যের কাজকর্ম সমাজে প্রভাব পরে,বিশেষ করে সেটা যদি ধর্মের বিকৃত বা ভুল রূপ হয় তবে ,সঠিক পথ বা সঠিক পদ্ধতিটি বলে দেয়াটাই উত্তম।
'(আল্লাহ ভালো জানেন )

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

ঈশ্বরকণা বলেছেন: আজকে এই পোস্টে ব্লগার জাদিদের চার চারটে খানিকটা অবাক হয়েছি বলতে দ্বিধা নেই। চারটে মন্তব্যের সংখ্যাটাতেই অবাক হয়েছি কমেন্টের বিষয় নিয়ে না। ওটা নিয়ে কিছু বলতে চাইছি না। ব্লগ কাপ্তানের দায়িত্বতো তার হাতেই ---স্টিয়ারিঙ ঠিকঠাক ঘুরিয়ে (আপত্তিজনক মন্তব্য বা অশ্লীল ভাষা ব্যবহারের বিষয়ে ব্লগ দিকনির্দেশনামূলক কিছু কঠিন গাইডলাইনের কথা বলে) ব্লগ জাহাজটার কোর্স ঠিকঠাক রাখার কাজটাও তারই ! অন্য পোস্টগুলোরও আপত্তিজনক মন্তব্যের ব্যাপারগুলো নিয়ে চারটে না হোক একটা হলেও তার মন্তব্য করা দরকার সেটাই আশা করেছিলাম।সেখানে তার কোনো মন্তব্য নেই দেখে যারপরনাই হতাশ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
[যারা বুঝতে চাইবেনা তাদের একের অধিক বার বুঝতে যাওয়ার অর্থ হলো,"পরিবেশ ঘোলা করা " (আমার মতে )]
আমি পরিষ্কার করে বলছি -
কেও ব্যাক্তিগত ভাবে ধর্ম পালন কিভাবে করলেন সেখানে কোনো মন্তব্য করা হয়নি বা কিছু বলার নাই ,
যেহেতু তিনি (শাহরুখ সাহেব ) একজন সেলিব্রেটি ও প্রভাবশালী তাই তার প্রকাশ্যের কাজকর্ম সমাজে প্রভাব পরে,বিশেষ করে সেটা যদি ধর্মের বিকৃত বা ভুল রূপ হয় তবে ,সঠিক পথ বা সঠিক পদ্ধতিটি বলে দেয়াটাই উত্তম।
'(আল্লাহ ভালো জানেন )

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে, নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী [সূরা তওবা – ১১৩]

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ।সহমত

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

ঢাবিয়ান বলেছেন: শাহরুখ খান সুরা পড়ে ক্ষমা প্রার্থনা করেছেন সেটা কি কেউ শুনেছে? সাধারনত ননমুসলিম কারো মৃত্যূ হলে আমরা RIP or Rest in Peace বলে থাকি বা ''ওপারে ভাল থাকুন'' এই জাতীয় কন্ডোলেন্স মেসেজ হিসেবে ব্যবহার করে থাকি। শাহরুখও হয়ত তাই করেছেন। ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে তোমরা কারো সম্পর্কে কু ধারনা করা থেকে দূরে থাক।কিন্ত আমরা দিনরাত তাই নিয়ে ব্যস্ত থাকি।

একটা গল্প না শেয়ার করে পারছি না।

“The Prophet (Allah bless him & give him peace) asked for water and a Jew gave him some, so the Prophet (Allah bless him & give him peace) said to him, ‘May Allah make you beautiful,’ so the man did not see grey hair till he died.” নবীজির জমানায় এই যুগের মৌলবাদীরা থাকলে হয়ত নবীজির সমালোচনাও করতেন যে কেন তিনি আল্লাহর কাছে একজন কাফেরের জন্য দোয়া চাইলেন!!

আল্লাহ আমাদের আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মুনাজাত করেছে অন্নধর্মীর লাশ সামনে রেখে ,আর মুনাজাত মানে আল্লাহর কাছে ওই ব্যাক্তির জন্য কোরুনা চাইছে।
কোরআন বলে - ‘নবি ও মুমিনদের উচিত নয়; মুশরেকদের জন্য মাগফেরাত (ক্ষমা) কামনা করে, যদিও তারা আত্মীয় হোক; একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী।’ (সুরা তাওবাহ : আাত ১১৩)
আল্লাহ আমাদের আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা বিষয়কে কেন প্যাচাচ্ছেন??

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দৃষ্টিভঙ্গির ভিন্নতা
ধর্মের বিকৃত প্রকাশ চোখে আঙ্গুল দিয়ে দেখানো আমার কাছে সর্বাজ্ঞে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.